X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ভোমরা বন্দরে গভীর রাতে পেঁয়াজের গোডাউনে টাস্কফোর্সের অভিযান

সাতক্ষীরা প্রতিনিধি
০২ অক্টোবর ২০১৯, ০৩:৩৭আপডেট : ০২ অক্টোবর ২০১৯, ০৭:৫৯

ভোমরা স্থলবন্দরে ভারত থেকে আমদানি করা পেঁয়াজ সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে ভারত থেকে আমদানি করা পেঁয়াজ মজুতকারীদের গোডাউনে র‌্যাব, পুলিশ বিজিবি ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে গঠিত টাস্কফোর্সের অভিযান চালিয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) রাত ১২টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট দেওয়ান আকরামুল হকের নেতৃত্বে এই অভিযান শুরু হয়।
ভোমরা বন্দরের একাধিক ব্যবসায়ী জানান, ভারত সরকার পেঁয়াজ রফতানি বন্ধ ঘোষণার আগে কিছু অসাধু ব্যবসায়ী বেশি মুনাফার লোভে পেঁয়াজ গোডাউনে মজুত করে রেখেছে। এতে পেঁয়াজের কৃত্রিম সংকট দেখা দিয়েছে। ভোমরায় পেঁয়াজের দাম একদিনের ব্যবধানে কেজিতে ৪৭ টাকা বেড়েছে।
এ ঘটনায় অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। টাস্কফোর্স টিম প্রথমে ভোমরা কাস্টমস সংলগ্ন পঙ্কজ বাবু নামে একজনের পেঁয়াজের গোডাউনে অভিযান পরিচালনা করেন। ওই গোডাউনে বিপুল পরিমাণ পেঁয়াজ দেখতে পান তারা। এরপর মালিককে ডেকে বুধবার (২ অক্টোবর) সকালে এসব পেঁয়াজ বাজারজাত করার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি আরও ৫ থেকে ৬টি পেঁয়াজের গোডাউনে অভিযান চালানো হয়। সকালের মধ্যে এসব গোডাউনের পেঁয়াজ বাজারজাত করা না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের জানিয়ে দেওয়া হয়।
অভিযানের বিষয়ে টাস্কফোর্সের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেওয়ান আকরামুল হক জানান, প্রতিটি গোডাউন প্রশাসনের নজরদারিতে রাখা হয়েছে। ভারত পেঁয়াজ রফতানি বন্ধ ঘোষণার আগে যে সকল ব্যবসায়ী বেশি মুনাফা লাভের আশায় পেঁয়াজ গোডাউনে মজুত রেখে কৃত্রিম সংকট তৈরি করছে তাদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। বিপুল পরিমাণ পেঁয়াজ আজ (বুধবার) সকালে বাজারে বিক্রি করার নির্দেশনা দেওয়া হয়েছে। যথাসময়ে পেঁয়াজ বিক্রি না করে কৃত্রিম সংকটের চেষ্টা করা হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

 

 

/ওআর/
সম্পর্কিত
নিরাপদ পানির দাবিতে নদীতে কলস ভাসিয়ে প্রতিবাদ
পানি আনতে স্কুল ফুরায়
জনপদজুড়ে সুপেয় পানির হাহাকার
সর্বশেষ খবর
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
সর্বাধিক পঠিত
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!