X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

ঘুষ ছাড়া মিলছে না মাতৃত্বকালীন ভাতা!

নরসিংদী প্রতিনিধি
০২ অক্টোবর ২০১৯, ০৯:৪১আপডেট : ০২ অক্টোবর ২০১৯, ০৯:৫৫

নরসিংদী ঘুষ ছাড়া নরসিংদীর পলাশ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় থেকে মাতৃত্বকালীন ভাতা না পাওয়ার অভিযোগ পাওয়া গেছে। ওই অফিসের হিসাব সহকারী (কাম-কম্পিউটার অপারেটর) আব্দুল বাছেদ শেখ মাতৃত্বকালীন ভাতা বাবদ প্রতি নারীর কাছ থেকে ৫০০ থেকে এক হাজার টাকা পর্যন্ত ঘুষ নিচ্ছেন বলে অভিযোগ রয়েছে। ঘুষ দিতে রাজি না হলে ভাতা বন্ধ থাকে  মাসের পর মাস।

এ বিষয়ে কয়েকজন ভুক্তভোগী নারী বাছেদ শেখের বিরুদ্ধে পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন।

মাতৃত্বকালীন ভাতাপ্রাপ্ত শারমিন আক্তার, তাসলিমা বেগম, শামসুন্নাহারসহ একাধিক নারী জানান, গত তিন মাস ধরে তাদের ভাতা বন্ধ রয়েছে। বিষয়টি জানতে তারা বাছেদ শেখের সঙ্গে  যোগাযোগ করলে তাদের কাছ থেকে ৫০০ থেকে হাজার টাকা করে দাবি করা হয়। টাকা দিলে পুনরায় তাদের ভাতা চালু হবে বলে জানিয়েছেন বাছেদ।

এ বিষয়ে বাছেদ শেখ বলেন, ‘এটি ভুল বোঝাবুঝি ছিল। বিষয়টি মীমাংসা করে নেওয়া হয়েছে।’

এ ব্যাপারে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রওশন আরা বলেন, ‘টাকা নেওয়ার বিষয়টি আমার কানে এসেছে। অনেক সময় অ্যাকাউন্টধারীর ভুল তথ্য দেওয়ার কারণে ভাতা পেতে সমস্যা হয়। হয়তো সেসব ঠিক করতে  কিছুটা খরচ চেয়েছিল। তবে এসব বিষয়ে টাকা নেওয়ার বিধান নেই।’

পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিন জানান, ঘুষ নেওয়ার লিখিত অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্তের জন্য একজন অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্তের পর এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা