X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বুড়িমারী স্থলবন্দর দিয়ে ৮ দিন আমদানি-রফতানি বন্ধ

লালমনিরহাট প্রতিনিধি
০৩ অক্টোবর ২০১৯, ১৮:২০আপডেট : ০৩ অক্টোবর ২০১৯, ১৮:২৫

 দুর্গাপূজা ও সাপ্তাহিক বন্ধের কারণে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী-চ্যাংরাবান্ধা স্থলবন্দর দিয়ে আট দিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকালে বুড়িমারী স্থলবন্দর ব্যবহারকারী বাংলাদেশ ও ভারতীয় সিএন্ডএফ এজেন্ট, আমদানি-রফতানি কারক ও ট্রাক-কাভার্ডভ্যান সমিতির পক্ষ থেকে দেওয়া এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। তবে বুড়িমারী স্থলবন্দর থেকে সারা বাংলাদেশে পণ্য সরবরাহ কার্যক্রম স্বাভাবিক থাকবে বলে নিশ্চিত করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।

বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষ ও কাস্টমস কর্তৃপক্ষ সূত্র জানায়, ৪ সেপ্টেম্বর ও ১১ সেপ্টেম্বর শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে বন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকে। এবার সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গাপূজা উপলক্ষে ৫ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার অনুরোধ জানিয়ে ভারতীয় সিএন্ডএফ এজেন্ট, আমদানি-রফতানি কারক ও ট্রাক-কাভার্ডভ্যান সমিতির পক্ষ থেকে বাংলাদেশি ব্যবসায়ী ও কাস্টম কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়।

পরে ভারতীয় ব্যবসায়ীদের উৎসব উপলক্ষে ৫ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেন বাংলাদেশি ব্যবসায়ীরা। তবে এসময় স্থলবন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের অফিস খোলা থাকবে। পাসপোর্টধারী যাত্রীরাও চলাচল করতে পারবেন।

 এ বিষয়ে জানতে চাইলে বুড়িমারী স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট ও রফতানিকারক ব্যবসায়ী শামীম হোসেন বলেন, ‘ভারতীয় ব্যবসায়ীদের অনুরোধে আমরাও আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। এই বিষয়ে ইতোমধ্যে চিঠিপত্র আদান-প্রদান হয়ে গেছে।’

বুড়িমারী স্থলবন্দর কাস্টমসের সহকারী কমিশনার আব্দুস ছালাম বলেন, ‘ভারতীয় সিএন্ডএফ এজেন্ট, আমদানি-রফতানি কারক ও ট্রাক-কাভার্ডভ্যান সমিতির পক্ষ থেকে চিঠি দিয়ে ৫ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত সব ধরনের পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ এবং পরিবহন কার্যক্রম থাকবে না জানানো হয়েছে। দুর্গাপূজা উপলক্ষে ভারতীয় ব্যবসায়ীদের পাশাপাশি বাংলাদেশি ব্যবসায়ীরাও আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে আমাদের অফিসিয়াল কার্যক্রম এবং পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে।’

এদিকে বুড়িমারী স্থলবন্দর অভিবাসন পুলিশের ইনচার্জ (উপপরিদর্শক) খন্দকার আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, ‘আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন কার্যক্রম চালু থাকবে। পূজা উপলক্ষে পাসপোর্টধারী যাত্রীর সংখ্যা অন্য সময়ের তুলনায় বেড়েছে। এজন্য বাড়তি নিরাপত্তা ব্যবস্থাও নেওয়া হয়েছে।’

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘আশ্রয়ণ’: গ্রামীণ বসতি রূপান্তরের প্রাতিষ্ঠানিক সমন্বয়
‘আশ্রয়ণ’: গ্রামীণ বসতি রূপান্তরের প্রাতিষ্ঠানিক সমন্বয়
ছক্কা মেরেও আউট হলেন মুশফিক !
ছক্কা মেরেও আউট হলেন মুশফিক !
ট্রেনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
ট্রেনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
অভ্যন্তরীণ বাস্তুচ্যুত ব্যক্তিদের দেশের উন্নয়ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত করতে হবে
রামরুর কর্মশালায় বক্তারাঅভ্যন্তরীণ বাস্তুচ্যুত ব্যক্তিদের দেশের উন্নয়ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত করতে হবে
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের