X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

রাজশাহীতে পদ্মার পানি কমেছে, বন্যায় ক্ষতিগ্রস্ত সাড়ে চার হাজার পরিবার

রাজশাহী প্রতিনিধি
০৫ অক্টোবর ২০১৯, ০৩:৪১আপডেট : ০৫ অক্টোবর ২০১৯, ০৩:৪১

 

রাজশাহীতে পদ্মার পানি কমেছে, বন্যায় ক্ষতিগ্রস্ত সাড়ে চার হাজার পরিবার রাজশাহীতে পর্যায়ক্রমে বাড়তে থাকা পদ্মার পানি ২১ দিনের মাথায় এসে তিন সেন্টিমিন্টার কমেছে। গত ১৪ সেপ্টেম্বর থেকে রাজশাহীতে পদ্মার পানি দুই-তিন সেন্টিমিটার করে বৃদ্ধি অব্যাহত ছিল। এতে করে রাজশাহীর চারটি উপজেলার চরাঞ্চলে বন্যার পানিতে প্রায় সাড়ে চার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে পানি বাড়তে থাকায় হুমকির মুখে পড়েছিল রাজশাহী শহর রক্ষা বাঁধ। পুরাতন নকশায় করা শহরের ১০ কিলোমিটার শহর রক্ষা বাঁধের অনেক এলাকায় ব্লক সরে গিয়েছিল। আবার টি-গ্রোয়েনসহ অনেক এলাকার বাঁধ দেবে গিয়েছিল। তবে রাজশাহী পানি উন্নয়ন বোর্ড থেকে বলা হয়েছে-বাঁধ সুরক্ষিতই আছে। এজন্য নগরবাসীর আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। এছাড়াও নগরীর বাঁধ সংলগ্ন এলাকায় পানির উচ্চতা বেড়ে যাওযায় প্লাবিত হয়েছে।

রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের গেজ মিটার রিডার এনামুল হকের তথ্য মতে, গত ১৪ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় ১৫ দশমিক ৩৯ মিটার থেকে পদ্মার পানি বৃদ্ধি পেতে শুরু করে। এরমধ্যে ফারাক্কার ১০৯টি লকগেট খুলে দেওয়ার দিন (৩০ সেপ্টেম্বর) ১১ সেন্টিমিটার পানি একদিনে বৃদ্ধি পেয়েছিল। আর বৃহস্পতিবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজশাহী পয়েন্টে পদ্মা নদীতে পানির উচ্চতা সর্বোচ্চ উঠেছিল ১৮ দশমিক ১৯ মিটার। এদিন যা বিপদসীমার মাত্র ৩১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। কিন্তু শুক্রবার (০৪ অক্টোবর) এসে টানা অব্যাহত থাকা পানি বৃদ্ধি কমে যায়। এতে করে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত টানা ১২ ঘণ্টায় ১ সেন্টিমিন্টার পানির উচ্চতা কমে যায়। এরপর শুক্রবার সকাল ৬টা থেকে বেলা ৩টা পর্যন্ত আরও ১ সেন্টিমিন্টার পানি কমে। এই সময় পানির উচ্চতা ছিল ১৮ দশমিক ১৭ মিটার। এরপর বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আরেক সেন্টিমিটার পানি কমে উচ্চতা দাঁড়ায় ১৮ দশমিক ১৬ মিটার। এর ফলে গত ২৪ ঘণ্টায় রাজশাহী পয়েন্টে মাত্র তিন সেন্টিমিটার পানির উচ্চতা থেকে কমে গেছে।

এনামুল হক আরও বলেন, পদ্মার পানি উচ্চতা থেকে নিচে নামবে খুব ধীর গতিতে। কারণ চাঁপাইনবাবগঞ্জের মহানন্দার পানি পদ্মার পানি থেকে উচ্চতা বেশি। আবার কুষ্টিয়া এলাকায় এবার পানি বিপদসীমার ওপরে বইছে। সেই সঙ্গে যমুনার পানিও বৃদ্ধি আছে। এজন্য রাজশাহীর পদ্মার বিভিন্ন পয়েন্টের পানি আস্তে আস্তে নিচে নামবে।

খোঁজ নিয়ে জানা গেছে, পানি বৃদ্ধির কারণে রাজশাহীর শহর রক্ষা বাঁধ ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। বিশেষ করে শহরের টি-বাঁধ, শ্রীরামপুর ও বুলনপুরে শহর রক্ষা বাঁধ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। টি-বাঁধ ও শ্রীরামপুরের পুলিশ লাইনের বাঁধ কিছুটা দেবে গেছে। সেসব স্থানে কয়েক হাজার জিও ব্যাগ ফেলে বাঁধগুলো সুরক্ষিত করার চেষ্টা করা হয়েছে।

রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সৈয়দ সাহিদুল আলম বলেন, ‘শহরের পাশ দিয়ে ১৭ কিলোমিটার শহর রক্ষা বাঁধ রয়েছে। এর মধ্যে শুধুমাত্র টি-বাঁধ ও শ্রীরামপুরে পুলিশ লাইনের সামনে অংশ শহর রক্ষা বাঁধে পূর্ব সতর্কতার অংশ হিসেবে জিও ব্যাগ ফেলা হয়েছে, যাতে স্থানটি দেবে না যায়। কারণ এই টি-গ্রোয়েন ও পুলিশ লাইনের সামনের অংশ অনেক পুরনো নকশায় রয়েছে। নতুনভাবে নকশা করা হয়েছে। বন্যা নেমে যাওয়ার পর নতুনভাবে টি-গ্রোয়েন ও পুলিশ লাইনের সামনের অংশের বাঁধ নির্মাণ করা হবে।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা