আওয়ামী লীগের অঙ্গসংগঠনে চলমান শুদ্ধি অভিযান প্রসঙ্গে তোফায়েল আহমেদ বলেছেন, ‘যে-ই অপরাধ করুক, যদি আমিও অপরাধ করি, কেউ ক্ষমা পাবে না।’
বরিবার (৬ অক্টোবর) দুপুরে ভোলার গাজীপুরের নিজ বাসভবনে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মতবিনিময়ের সময় এসব কথা বলেন তিনি।
এ সময় তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল দুর্নীতিমুক্ত ক্ষুধামুক্ত একটা সোনার বাংলা প্রতিষ্ঠা করা। বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ হবে সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত। বঙ্গবন্ধুর সেই স্বপ্ন পূরণ করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগিয়ে চলছেন।’
এর আগে, শনিবার রাতে ভোলা সদরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।