X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১
ক্যাসিনো ও দুর্নীতিবিরোধী অভিযান ইস্যুতে জিএম কাদের

‘পুঁটি মাছ নয়, রুই-কাতলাদের ধরে বিচার করুন’

রংপুর প্রতিনিধি
০৭ অক্টোবর ২০১৯, ১৫:১৭আপডেট : ০৭ অক্টোবর ২০১৯, ১৫:২৭

রংপুরে জিএম কাদের জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ক্যাসিনো ও দুর্নীতিবিরোধী অভিযানকে স্বাগত জানিয়েছেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে বলেছেন, ‘আপনি এগিয়ে যান, দেশবাসীর সঙ্গে জাতীয় পার্টিও আপনার সঙ্গে আছে। আমাদের কাছে যে ধরনের সহযোগিতা চাইবেন, আমরা দিতে প্রস্তুত আছি। পুঁটি মাছ নয়, রুই-কাতলাদের পাকড়াও করুন। কীভাবে তারা শত শত কোটি টাকার মালিক হলো সেটা বের করুন। দুর্নীতিবাজরা যে দলেরই হোক, তারা যতটাই ক্ষমতাধর হোক না কেন, তাদের সবাইকে গ্রেফতার করে আইনের আওতায় আনুন। কারণ গুটিকয়েক ব্যক্তির জন্য দেশের উন্নয়নের যে যজ্ঞ চলছে তা ম্লান করতে দেওয়া যায় না। এরা কোনও দলের নয়, এরা দেশের শত্রু। জাতির শত্রু। যে কোনও মূল্যে এদের মূলোৎপাটন করতে হবে।’

আজ সোমবার (৭ অক্টোবর) দুপুরে রংপুর নগরীর দর্শনা এলাকায় এইচ এম এরশাদের বাড়ি পল্লী নিবাসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে জিএম কাদের আরও বলেন, ‘আপনি ঘোষণা করেছিলেন এবার নির্বাচিত হলে আপনার প্রথম কাজ হবে দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স। সেই কাজটি আমরাও সমর্থন করেছিলাম। পুরো দেশবাসী আপনার সঙ্গে আছে।’

এদিকে রংপুর-৩ (সদর) আসনের নির্বাচনে রাহগীর আল মাহী এরশাদ ওরফে সাদ এরশাদ জয়ী হওয়ায় রংপুরবাসীকে অভিনন্দন জানিয়ে জিএম কাদের বলেন, ‘রংপুরের মানুষের ঋণ আমরা কোনোদিন ভুলবো না। এর মাধ্যমে আবারও প্রমাণিত হলো রংপুরের মাটি জাতীয় পার্টির ঘাঁটি।’

রংপুর মহানগর জাপা কমিটি ভেঙে দেওয়ার যে গুজব চলছে সে সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এটা দল ঠিক করবে। সাদ এরশাদ দলের কোনও পদ নেবেন কিনা সেটিও বিবেচনা করা হবে।’

নির্বাচনে ভোটারদের উপস্থিতি কম হওয়ার বিষয়ে জানতে চাইলে জিএম কাদের বলেন, ‘নির্বাচনে আওয়ামী লীগও অনেক ভোট পায়। তবে এবার এবারের নির্বাচনে আওয়ামী লীগ আমাদের সমর্থন দেওয়ায় অনেকেই ভোটকেন্দ্রে যাননি। কারণ তারা ভেবেছেন জাপা প্রার্থী জয়ী হবে।’ বিএনপি প্রার্থী রিটা রহমানের নির্বাচনে কারচুপির অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি বলেন, ‘প্রয়োজনে তিনি আইনের আশ্রয় নিতে পারেন।’

অপরদিকে সাদ এরশাদ বলেন, ‘আমাকে বিপুল ভোটে জয়ী করার জন্য রংপুরের সব ভোটারকে অভিনন্দন। আমি আমার মা রওশন এরশাদ, চাচা জিএম কাদের এবং বিশেষ করে আমার মা সমতুল্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ। প্রধানমন্ত্রীর সহায়তায় রংপুরের উন্নয়নে কাজ করবো এটাই আমার এরকমাত্র কামনা।’

এর আগে জিএম কাদের পল্লী নিবাস বাসায় এসে পৌঁছলে নবনির্বাচিত এমপি সাদ এরশাদ তাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান। এসময় জেলা জাপার যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাকসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। জিএম কাদের সেখানে কিছুক্ষণ অবস্থান করে লালমনিরহাটের উদ্দেশে রংপুর ত্যাগ করেন।

 

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টাঙ্গাইল শাড়িসহ ১৪ পণ্যকে জিআই স্বীকৃতি
টাঙ্গাইল শাড়িসহ ১৪ পণ্যকে জিআই স্বীকৃতি
১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বিসমাহ মারুফ 
১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বিসমাহ মারুফ 
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না