X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

১৩ বছরে প্রতিমা তৈরির কারিগর ঝালকাঠির বিধান কুমার

ঝালকাঠি প্রতিনিধি
০৭ অক্টোবর ২০১৯, ১৯:১৭আপডেট : ০৭ অক্টোবর ২০১৯, ১৯:১৮

ঝালকাঠির সর্বকনিষ্ঠ প্রতিমা তৈরির কারিগর বিধান কুমার দাস বিধান কুমার দাস। প্রাথমিক শিক্ষার গণ্ডি পেরিয়ে ঝালকাঠি পৌর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি হলেও অভাবের কারণে বন্ধ হয়ে যায় লেখাপড়া। বাসন্ডা ইউনিয়নের কুনিহাড়ি গ্রামের হাওলাদার বাড়ির বিমল কুমার দাস ও অঞ্জলী রানীর ছোট ছেলে বিধান। ১৩ বছর বয়সী এ কিশোর ঝালকাঠি জেলায় প্রতিমা তৈরির সর্বকনিষ্ঠ কারিগর।
এ বিষয়ে তার বাবা বিমল কুমার দাস বলে, ‘দুই বছর আগে ঝালকাঠি শহরের কালীবাড়ি মন্দিরে প্রতিমা তৈরির কাজ দেখে তার মনে প্রতিমা তৈরির কারিগর হওয়ার সাধ জাগে।কারও কাছে না শিখে বাড়িতে নিজেই মাটি দিয়ে প্রতিমা তৈরির কাজ করতে থাকে। একপর্যায়ে গত বছর সে নিজের ঘরের বারান্দায় তৈরি করে দুর্গা প্রতিমা।এ বছর বাড়ির আঙিনায় বড় করে দুর্গামণ্ডপ বানানোর সিদ্ধান্ত নেয় বিধানের স্বজন ও প্রতিবেশীরা। প্রায় দুই মাসের চেষ্টায় বিধান তৈরি করে দেবী দুর্গার মূর্তি। এই প্রথমবারের মতো বাসন্ডা ইউনিয়নের কুনিহাড়ি গ্রামের হাওলাদার বাড়ির এ পূজামণ্ডপটি সরকারি তালিকাভুক্ত হয়।
হাওলাদার বাড়ির দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি সঞ্জিব হাওলাদার ও সাধারণ সম্পাদক সুধাংশু চন্দ্র এদবর বলেন, বিধানের প্রতিভা সত্যিই প্রসংশনীয়। মণ্ডপ এলাকার বাসিন্দা উত্তম কুমার বলেন, কোনও ডাইস বা খর্মা ছাড়াই ছেলেটি নিজ হাতে কার্তিক, গনেশ, লক্ষ্মী, স্বরস্বতী, মহীশুর ও দুর্গা মায়ের মুখমণ্ডল তৈরি করেছে। কিশোর বয়সে তার প্রতিভা এতই নিখুঁত যে পৃষ্ঠপোষকতা পেলে ভবিষ্যতে সে অনেক বড় কারিগর হতে পারবে বলে মন্তব্য করেন মণ্ডপে ঘুরতে আসা দর্শনার্থীরা।
এদিকে বিধানের তৈরি প্রতিমা দেখতে ঝালকাঠি শহরের বিভিন্ন স্থান থেকে দর্শনার্থী ও হিন্দু ধর্মালম্বীরা ভিড় জমাচ্ছেন বাসন্ডা ইউনিয়নের কুনিহাড়ি গ্রামের হাওলাদার বাড়ির পুজা মণ্ডপটিতে।
এ বিষয়ে বিধান কুমার দাস জানায়, ‘আমি নিজ হাতে প্রতিমা বানাবো এটা আমার শখ ছিল। শখকে আমি টার্গেটে পরিণত করি।’



/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি