X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বিজয়া দশমীতে এবারও সাতক্ষীরা সীমান্তে অনুষ্ঠিত হয়নি দুই বাংলার মিলনমেলা

সাতক্ষীরা প্রতিনিধি
০৯ অক্টোবর ২০১৯, ২০:২০আপডেট : ০৯ অক্টোবর ২০১৯, ২১:৪৭

ইছামতির দুই পারের মানুষকে এবারও স্ব স্ব জলসীমানার মধ্যে থেকে প্রতিমা বিসর্জন দিতে হয়েছে সাতক্ষীরার দেবহাটা উপজেলার সীমান্ত এলাকায় ইছামতি নদীতে এবারও শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমীতে অনুষ্ঠিত হয়নি শত বছরের ঐতিহ্যবাহী দুই বাংলার মানুষের মিলনমেলা। ইছামতির দুই পারের মানুষকে স্ব স্ব জলসীমানার মধ্যে থেকে প্রতিমা বিসর্জন দিতে হয়েছে। গত কয়েক বছর যাবৎ নিরাপত্তার কথা বলে দুই দেশের সীমানায় পৃথকভাবে প্রতিমা বিসর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।

মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল থেকে ইছামতি নদীর দু’পারে উপস্থিত হাজার হাজার মানুষ অনেকটা হতাশ হয়ে ফিরে যান। তারা আগের মতো একসঙ্গে দুর্গোৎসব আয়োজনের দাবি জানান।

এর আগে, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) যৌথ সমাবেশ করে দুই দেশের নিরাপত্তা বিষয়ক কৌশল গ্রহণ করে।

মিলনমেলায় অংশ নিয়ে জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, ‘প্রতি বছর দুই বাংলার মানুষ এই দিনটির অপেক্ষায় থাকে। এদিন তারা ভৌগলিক সীমানাকে ভুলে গিয়ে একাকার হয়ে যায়। দুই বাংলার এই মিলনমেলা আমাদের ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে।’ মিলনমেলার হারানো ঐতিহ্য ফেরাতে দুই দেশের সরকারের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করার দাবি করেন তিনি।

এবারের এ প্রতিমা বিসর্জনের মিলনমেলায় আরও উপস্থিত ছিলেন– জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইলতুৎমিশ, দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল গনি, উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরিন প্রমুখ।

 

/এমএএ/
সম্পর্কিত
ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল বহরে বোমা হামলা
ঘুমের ওষুধ খাইয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে স্ত্রীর ‘আত্মহত্যা’
সুন্দরবনে মধু সংগ্রহ করা ব্যক্তির ওপর ঝাঁপিয়ে পড়লো বাঘ, নিয়ে গেলো গহীন বনে
সর্বশেষ খবর
সারা দেশে আরও ৭২ ঘণ্টার ‘হিট অ্যালার্ট’ জারি
সারা দেশে আরও ৭২ ঘণ্টার ‘হিট অ্যালার্ট’ জারি
প্রীতি উরাংয়ের অস্বাভাবিক মৃত্যু: ‘অপরাধ আড়ালের চেষ্টা হচ্ছে’
প্রীতি উরাংয়ের অস্বাভাবিক মৃত্যু: ‘অপরাধ আড়ালের চেষ্টা হচ্ছে’
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৮ বিজিপি সদস্যকে
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৮ বিজিপি সদস্যকে
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা