X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

বাল্যবিয়ের সালিশ নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা!

সিরাজগঞ্জ প্রতিনিধি
১১ অক্টোবর ২০১৯, ১৪:৫৮আপডেট : ১১ অক্টোবর ২০১৯, ২১:২৯

পিটিয়ে হত্যা অষ্টম শ্রেণির এক ছাত্রীকে বিয়ে দেওয়া যাবে কিনা এবং মেয়ে পক্ষের কাছ থেকে নেওয়া টাকার ভাগবাটোয়ারার দ্বন্দ্বে সিরাজগঞ্জের বেলকুচিতে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে বেলকুচির ধুকুরিয়াবেড়া বাজার এলাকায় স্থানীয় কিছু লোক আব্দুর রাজ্জাককে (৩৫) মারপিট করে। পরে রাত সাড়ে ১১টার দিকে এনায়েতপুর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ শুক্রবার দুপুরে তার লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। খুনের বিষয়ে ভিকটিমের বাবা বাদী হয়ে বেলকুচি থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে পুলিশ জানান।

নিহত আব্দুর রাজ্জাক (৩৫) বেলকুচির ধুকুরিয়াবেড়া ইউনিয়নের লক্ষীপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, বেলকুচির ধুকুরিয়াবেড়া ইউনিয়নের সাতলাঠি আকন্দপাড়ার ওমর আলী মাস্টারের অনার্স পড়ুয়া ছেলে আলমগীর হোসেনের সঙ্গে একই গ্রামের অষ্টম শ্রেণির এক ছাত্রীর প্রেমের সম্পর্ক হয়। তাদের মধ্যে শারীরিক সম্পর্কও হয়েছে বলে মেয়েটির পরিবার দাবি করে। সম্প্রতি দুইবার মেয়েটি বিয়ের আশায় ওই ছেলের বাড়িতে গিয়ে ওঠে। স্থানীয় মুরুব্বিরা এ নিয়ে কয়েক দফা মীমাংসার জন্য বৈঠকে বসলেও ছেলে পক্ষ হাজির না হওয়ায় এবং মেয়েটি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় শেষ পর্যন্ত এর সুষ্ঠু সমাধান হয়নি।

আরও জানা যায়, দৌলতপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাসুদ রানা, ধুকুরিয়াবেড়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হাজী খোরশেদ আলম, সাবেক ইউপি চেয়ারম্যান ওয়াহাব আলী, খায়রুল বারিসহ এলাকার বেশ কয়েকজন মুরুব্বি সম্প্রতি ধুকুরিয়াবেড়া গার্লস হাইস্কুলে বিষয়টি মীমাংসার জন্য বসেন। ছেলে পক্ষ ওই মীমাংসা বৈঠকেও হাজির হয়নি। তবে আগামীতে ওই দুই জনের মধ্যে বিয়ে হবে বলে বৈঠকে সিদ্ধান্ত এবং একটি লিখিত চুক্তিও করা হয়। এ সময় তারা মেয়ে পক্ষের কাছ থেকে বেশ কিছু টাকা নেন। ওই টাকার ভাগবাটোয়ারা নিয়ে দ্বন্দ্বে বৃহস্পতিবার রাতে অধ্যক্ষ মাসুদ রানার কক্ষে হাফিজুল, হানিফ, ফরিদুল, শাহ আলম, আইয়ুব আলী ও কাশেমসহ কয়েকজন রাজ্জাককে পিটিয়ে গুরুতর আহত করেন। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান বলে স্থানীয়ভাবে জানা যায়।

ধুকুরিয়াবেড়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হাজী খোরশেদ আলম বলেন, ‘মেয়েটি অপ্রাপ্তবয়স্ক। তাই এ মুহূর্তে তার বিয়ে দেওয়ার ক্ষমতা আমাদের নেই। পুলিশও ছেলে পক্ষকে হাজির করতে ব্যর্থ হয়েছে। এসব ঘটনার জেরে রাজ্জাককে পেটানো হয়েছে।’

দৌলতপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাসুদ রানার দাবি, ‘আমরা বাধ্য হয়েই রেজুলেশন করি। মেয়ে বা ছেলের পক্ষ থেকে আর্থিক সুবিধা নেওয়া হয়নি। বৃহস্পতিবার রাতে আমার অফিসের সামনে ঘটনাটি যখন ঘটে, তখন বাইরে ছিলাম। রাজ্জাককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। রাত সাড়ে ১১টার সময় সে মারা যায়। গোলোযোগকারীরা রাজ্জাকেরই বন্ধু। তারা সবাই একসঙ্গে আড্ডা দেয়।’

বেলকুচি থানার উপ-পরিদর্শক ওবাইদুল হক ও উপ-পরিদর্শক শামিম হোসেন জানান, মেয়েটি কিছু দিন আগে ছেলের বাড়িতে গিয়ে ওঠে বলে খবর পান। এরপর তারা সাতলাঠি আকন্দপাড়া গ্রামে যান। তারা পৌঁছানোর আগেই স্থানীয় মুরুব্বিরা মেয়েকে তার বাবার বাড়িতে পৌঁছে দেন বলে জানতে পারেন।

ওসি মো. আনোয়ারুল ইসলাম বলেন, ‘খুনের ঘটনাটি পুরনো দ্বন্দ্বের জেরে ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এটি বাল্যবিয়ে বা যৌন হয়রানির সঙ্গে সম্পর্কযুক্ত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। যদিও থানায় এ ধরনের কোনও অভিযোগ নেই। তবে রাজ্জাক খুনের ঘটনায় তার বাবা বাদী হয়ে থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন।’

বেলকুচির মেয়র আশানুর বিশ্বাস বলেন, ‘ঘটনাটি মীমাংসায় আমাকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। যেহেতু মেয়েটি অপ্রাপ্তবয়স্ক এবং এটি বাল্যবিয়ে বা যৌন হয়রানির ঘটনা হতে পারে ভেবে শেষ পর্যন্ত উভয় পক্ষকে থানায় যেতে পরামর্শ দিয়েছিলাম।’

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে চলবে ১৫ ফেরি, ২০ লঞ্চ
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে চলবে ১৫ ফেরি, ২০ লঞ্চ
ট্রলারের ইঞ্জিন বিস্ফোরণে চার জন অগ্নিদগ্ধ
ট্রলারের ইঞ্জিন বিস্ফোরণে চার জন অগ্নিদগ্ধ
প্রিয় দশ
প্রিয় দশ
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে