X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১
বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যানের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ

বশেমুরবিপ্রবি প্রতিনিধি
১২ অক্টোবর ২০১৯, ১৭:৪৪আপডেট : ১২ অক্টোবর ২০১৯, ১৭:৫৯

খোন্দকার মাহমুদ পারভেজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থীরা বিভাগীয় চেয়ারম্যানের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ এনেছেন। শিক্ষার্থীদের অভিযোগ, বিভাগটির চেয়ারম্যান খোন্দকার মাহমুদ পারভেজ কারণে-অকারণে শিক্ষার্থীদের শিক্ষাজীবন নষ্ট করার হুমকি দেন। সম্প্রতি তিনি এই বিভাগের দ্বিতীয় বর্ষের প্রথম সেমিস্টারের মিডটার্ম পরীক্ষায় ৩৫ শিক্ষার্থীকে ইচ্ছাকৃতভাবে অ্যাসাইনমেন্টে শূন্য নম্বর দিয়েছেন। শুধু ক্ষমতা প্রদর্শন করতেই তিনি এমনটি করেছেন বলে মনে করেন শিক্ষার্থীরা।

২০১৫-১৬ শিক্ষাবর্ষ থেকে এই বিশ্ববিদ্যালয়ে সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে যাত্রা শুরু করে আন্তর্জাতিক সম্পর্ক (আইআর) বিভাগ। বর্তমানে বিভাগটিতে প্রায় ৪৫০ শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছেন। কিন্তু এই বিভাগটির উন্নয়নের বিষয়ে চেয়ারম্যানের কোনও উদ্যোগ নেই বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। বিভাগীয় চেয়ারম্যানের স্বেচ্ছাচারিতায় নিজেদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত তারা।

ওই বিভাগের শিক্ষার্থী শাকিবুর রহমান সোহান বলেন, ‘আমাদের চারটি ব্যাচের জন্য মাত্র দুটি ক্লাসরুম রয়েছে। সেগুলোও আবার টিনশেডের। বৃষ্টি হলে সেখানে ক্লাস করা যায় না। এ ধরনের কোনও সমস্যা নিয়ে কথা বললে চেয়ারম্যান তার সমাধান তো করেনই না বরং শিক্ষাজীবন নষ্ট করার হুমকি দেন। আমরা যাতে তাকে ভয় পাই শুধুমাত্র এই কারণে তিনি আমাদের ৩৫ জনকে অ্যাসাইনমেন্টে শূন্য দিয়েছেন।’

আরেক শিক্ষার্থী ওয়াস্তি আহমেদ হৃদয় বলেন, ‘তিনি আমার অ্যাসাইনমেন্টটা পড়েই দেখেননি। শুধু তার নামের বানানটা ভুল হওয়ায় ছুড়ে ফেলে দিয়েছিলেন।’ ওই শিক্ষার্থী আরও জানান, তিনি অ্যাসাইনমেন্টের কাভার পেজ না কিনে নিজেই তৈরি করেছিলেন। সেখানে খোন্দকার লিখতে তিনি ইংরেজি অক্ষর ‘ই’-এর পরিবর্তে ‘এ’ ব্যবহার করেছিলেন।

এদিকে এসব অভিযোগ অস্বীকার করেছেন খোন্দকার মাহমুদ পারভেজ। তিনি জানান, শিক্ষার্থীদের তিনি সন্তানের মতো ভালোবাসেন। শিক্ষার্থীদের ভালোবাসলেও কেনো তারা অভিযোগ করছেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ওদের অতিরিক্ত ভালোবেসে ফেলেছি তো, তাই ওরা এসব অভিযোগ করছে।’

অ্যাসাইনমেন্টে শূন্য দেওয়ার বিষয়টি স্বীকার করে এই শিক্ষক বলেন, ‘কপি পেস্ট করায় এবং লেখার মান খারাপ হওয়ায় শূন্য দিয়েছি।’

কিন্তু দেখা গেছে, তিনি যেসব শিক্ষার্থীকে শূন্য দিয়েছেন তারা প্রায় সবাই অন্যান্য পরীক্ষাগুলোতে ভালো ফল করেছেন। তারা কীভাবে অন্যান্য পরীক্ষায় ভালো ফলাফল করলেন? এমন প্রশ্নের উত্তর দিতে পারেননি এই শিক্ষক।

উল্লেখ্য, খোন্দকার মাহমুদ পারভেজ বিশ্ববিদ্যালয়টির সাবেক উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিনের ভাতিজা। অভিযোগ রয়েছে, তিনি সাবেক উপাচার্যের সহায়তায় দুর্নীতির মাধ্যমে শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন।

আরও পড়ুন:  ভিসির ভাতিজা ‘যোগ্যতায়’ সেকশন অফিসার থেকে সহকারী অধ্যাপক!

 

/এমএএ/
সম্পর্কিত
শিক্ষাপ্রতিষ্ঠানে মুজিবনগর দিবস পালনের নির্দেশ
শিক্ষাপ্রতিষ্ঠানে দুই ধাপে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালনের নির্দেশ
টেস্ট পরীক্ষার নামে অতিরিক্ত ফি নিলে ব্যবস্থা
সর্বশেষ খবর
ব্রাজিলিয়ান মিগেলের গোলে কষ্টে জিতলো কিংস
ব্রাজিলিয়ান মিগেলের গোলে কষ্টে জিতলো কিংস
তীব্র গরমে সুপার লিগে দুই দিন করে বিরতি
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগতীব্র গরমে সুপার লিগে দুই দিন করে বিরতি
ড্রিমলাইনারের কারিগরি বিষয়ে বোয়িংয়ের সঙ্গে কথা বলতে বিমানকে মন্ত্রীর নির্দেশ
ড্রিমলাইনারের কারিগরি বিষয়ে বোয়িংয়ের সঙ্গে কথা বলতে বিমানকে মন্ত্রীর নির্দেশ
চাঁদপুরে লঞ্চে আগুন, হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত ১০
চাঁদপুরে লঞ্চে আগুন, হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত ১০
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া