X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

সড়ক আটকে রেখে শ্রমিক লীগের মেজবান!

বগুড়া প্রতিনিধি
১২ অক্টোবর ২০১৯, ১৯:৫৭আপডেট : ১২ অক্টোবর ২০১৯, ২১:১৮

সড়কে মেজবানের আয়োজন সড়ক আটকে রেখে রান্না ও সড়কেই আমন্ত্রিতদের পরিবেশন করা হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন পথচারী ও যানবাহন সংশ্লিষ্টরা। বগুড়া শহরের সাতমাথা-তিনমাথা সড়ক বন্ধ করে জাতীয় যুব শ্রমিক লীগের বগুড়া সভাপতি রাকিব উদ্দিন প্রামাণিক সিজার এই আয়োজন করেন। শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত রান্না করা হয়।

এ প্রসঙ্গে রাকিব উদ্দিন প্রামাণিক সিজার বলেন, ‘শুক্রবার রাত নয় শনিবার ভোর থেকে আট হাজার অতিথির জন্য রান্না করা হয়েছে। অনুমতির জন্য পৌরসভা ও ডিসি অফিসে দরখাস্ত দিয়েছিলাম।’ অনুমতি পেয়েছিলেন কিনা জানতে চাইলে তিনি কোনও মন্তব্য করেননি।

বগুড়া সদর থানার ওসি এসএম বদিউজ্জামান জানান, প্রতি বছরই তিন মাথা এলাকায় শ্রমিক লীগের অনুষ্ঠান হয়ে থাকে। এবারও তাদের অনুমতি দেওয়া হয়েছে।

বগুড়া পৌরসভার সচিব রেজাউল করিম বলেন, ‘রাস্তা বন্ধ করে কোনও অনুষ্ঠান করতে কাউকে অনুমতি দেওয়ার এখতিয়ার আমাদের নেই। আমরা অনুমতি দেইনি।’

এলাকাবাসী জানান, শনিবার জাতীয় শ্রমিক লীগের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী ছিল। এ উপলক্ষে ঢাকা-রংপুর মহাসড়ক থেকে বগুড়া শহরে প্রবেশের মুখে তিনমাথা এলাকার বিশাল অংশ শুক্রবার সন্ধ্যা থেকে বন্ধ রাখা হয়। রাস্তায় তোরণ নির্মাণ করে ডিভাইডারের মাঝখানে কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়। আট হাজার মানুষের জন্য ৮৩টি বড় পাতিলে রান্নাবান্না করা হয়। শনিবার দুপুর পর্যন্ত রান্না শেষে রাস্তার ওপরই খাবার পরিবেশন করা হয়।

অনুষ্ঠানে আসা অতিথিরা জানান, সাদা ভাত, গরুর  মাংস ও আলুর দম খাওয়ানো হয়। অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের উপদফতর সম্পাদক মাশরাফি হিরোসহ শ্রমিক লীগের নেতাকর্মীরা যোগ দেন।

সড়কে মেজবানের আয়োজন এলাকাবাসী জানান, খাবার শেষে ওয়ান টাইম প্লেটগুলো রাস্তার পাশে ফেলা হয়। এভাবে দীর্ঘ সময় রাস্তা বন্ধ করে মেজবানের আয়োজন করায় যানবাহন চলাচল বিঘ্নিত হয়েছে। এতে ওই পথে চলাচলকারী জনগণের দুর্ভোগ পোহাতে হয়। জনগণের মাঝে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

সড়কের ওপর মেজবানের আয়োজন ঠিক হলো কিনা জানতে চাইলে জেলা আওয়ামী লীগের উপদফতর সম্পাদক মাশরাফি হিরো জানান, এটা আয়োজকদের বিষয়। আমি কোনও মন্তব্য করতে চাই না।

সড়কের ওপর আমন্ত্রিতদের খাবার পরিবেশন অভিযোগ উঠেছে অনুষ্ঠানের আয়োজক জাতীয় যুব শ্রমিক লীগের বগুড়া সভাপতি রাকিব উদ্দিন প্রামাণিক সিজার ক্ষমতাসীন দলে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত। তিনি বগুড়া শহর যুবদলের ১৫ নম্বর ওয়ার্ড কমিটির সাবেক যুগ্ম সম্পাদক। তিনি বগুড়া জেলা শ্রমিক লীগ ও মোটর শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আবদুল গফুরের ছেলে।

এই প্রসঙ্গে জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম বলেন, ‘জাতীয় যুব শ্রমিক লীগের বগুড়া জেলা সভাপতি রাকিব উদ্দিন প্রামাণিক সিজার দুই বছর আগে আমাদের সংগঠনে ছিলেন। পদ-পদবি না পাওয়ায় অন্য দলে চলে গেছেন।’

/এনআই/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’