X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

১২০০ মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তাকে বিনা বিচারে ফাঁসি দিয়েছিলেন জিয়া: হানিফ

মৌলভীবাজার প্রতিনিধি
১২ অক্টোবর ২০১৯, ২০:২৩আপডেট : ১২ অক্টোবর ২০১৯, ২০:৩০

মৌলভীবাজারে আওয়ামী লীগের সম্মেলনে বক্তব্য দিচ্ছেন মাহবুব-উল আলম হানিফ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ‘বহুদলীয় গণতন্ত্রের নামে জিয়াউর রহমান সেনাবাহিনীর এক হাজার ২শ’ মুক্তিযোদ্ধা কর্মকর্তাকে বিনা বিচারে ফাঁসিতে ঝুলিয়েছিলেন। তার স্ত্রী-পুত্র মিলে আওয়ামী লীগের ৩৬ হাজার নেতাকর্মীকে হত্যা করেছিলেন। তখন মির্জা ফখরুলের চোখে পানি আসেনি।’

শনিবার (১২ অক্টোবর) দুপুরে মৌলভীবাজারের জুড়ী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বুয়েট শিক্ষার্থী আবরার হত্যা প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্যের জবাবে হানিফ এসব কথা বলেন।

মির্জা ফখরুলের উদ্দেশে তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা দেশকে উন্নত দেশের দিকে নিয়ে যাচ্ছেন। বিদ্যুৎ, কৃষি, বৈদেশিক রফতানি, তথ্যপ্রযুক্তিসহ সব ক্ষেত্রে যে উন্নয়ন হচ্ছে তা ফখরুল সাহেবের চোখে পড়ে না। তার চোখে ছানি পড়েছে, নতুবা তিনি প্রতিহিংসাপরায়ণ। আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ বহু স্বীকৃতি পেয়েছে। শেখ হাসিনা বিশ্বের দরবারে বাংলাদেশের ভাবমূর্তি ফুটিয়ে তুলেছেন।’

আবরার হত্যায় জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করা হবে জানিয়ে হানিফ বলেন, ‘আবরার হত্যার সঙ্গে জড়িত সবাইকে গ্রেফতার করা হয়েছে। তাদের সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে। শেখ হাসিনার নির্দেশ, যেকোনও অপকর্মের সঙ্গে আওয়ামী লীগের কোনও নেতাকর্মী জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। অপরাধীকে কোনও ছাড় নেই। আবরারের ঘটনাকে কেন্দ্র করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করা হচ্ছে।’

ক্যাসিনো ব্যবসা বিএনপির সম্পৃক্ততার কথা তুলে ধরে তিনি বলেন, ‘বিভিন্ন ক্লাবের ক্যাসিনোকে কেন্দ্র করে আমাদের দলের গায়ে কলঙ্ক লাগানো হচ্ছে। জিয়াউর রহমান ১৯৭৭ সালে মদ-জুয়ার লাইসেন্স দিয়ে ক্যাসিনো শুরু করেছিলেন। ক্যাসিনো ব্যবসায়ী লোকমান, শামীম বিএনপি থেকে আসা। শামীম কাদের মাসোহারা দিতো তার ডায়েরিতে লেখা আছে। সেখানে বিএনপির তিন শীর্ষ নেতার সঙ্গে মির্জা ফখরুলের নামও আছে।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগকে আন্দোলনের হুমকি দিয়ে লাভ নেই। আওয়ামী লীগ অনেক শক্তিশালী সংগঠন। আন্দোলন কীভাবে করতে হয় এবং কীভাবে প্রতিহত করতে হয় তা আওয়ামী লীগ জানে। আওয়ামী লীগের লাখ লাখ কর্মী যেকোনও পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে।’

জুড়ী শিশুপার্কে অনুষ্ঠিত এ সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ এমপি। এতে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মুক্তিযোদ্ধা বদরুল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং পরিবেশ, বন ও  জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ বক্তা ছিলেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান। সম্মেলনে সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চলের নেতারাও উপস্থিত ছিলেন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওয়ারীতে ‘হিট স্ট্রোকে’ একজনের মৃত্যু
ওয়ারীতে ‘হিট স্ট্রোকে’ একজনের মৃত্যু
রসায়ন পরীক্ষায় ১০ জনের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’!
রসায়ন পরীক্ষায় ১০ জনের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’!
মানবিকতায়ও নজির স্থাপন করেছে পুলিশ: ডিএমপি কমিশনার
মানবিকতায়ও নজির স্থাপন করেছে পুলিশ: ডিএমপি কমিশনার
চাই সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার বাজেট
চাই সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার বাজেট
সর্বাধিক পঠিত
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকের কমিটি
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকের কমিটি
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা