X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ঢাকায় ফিরতে চান না আবরারের ছোট ভাই

কুদরতে খোদা সবুজ, কুষ্টিয়া
১৩ অক্টোবর ২০১৯, ১৮:৩৪আপডেট : ১৩ অক্টোবর ২০১৯, ১৮:৩৪

 

আবরার ফাহাদের সঙ্গে তার ছোট ভাই আবরার ফাইয়াজ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ আর ঢাকায় ফিরতে চান না। ঢাকা কলেজের একাদশ শ্রেণির এই শিক্ষার্থী বলেন, ‘ঢাকায় আর যাওয়া হবে না। মানে কলেজে আর ফেরা হবে না। আমার ভাইয়া আমাকে ঢাকায় নিয়ে গিয়েছিলেন। তিনি আমার সম্পূর্ণ টেক কেয়ার করতেন। ভাইয়া নেই, সেখানে এখন আমি কীভাবে থাকবো।’

রবিবার (১৩ অক্টোবর) কুষ্টিয়ার কুমারখালী উপজেলার রায়ডাঙ্গা গ্রামের বাড়িতে সাংবাদিকদের এসব কথা বলেন আবরার ফাইয়াজ।

আবরার ফাইয়াজ বলেন, ‘আমি ঢাকায় গিয়েছি ছয় মাস হয়েছে। সেখানে ভাইয়া ছাড়া আমার কোনও ফ্যামিলি মেম্বার থাকতো না। ভাইয়া সেখানে আমার গার্ডিয়ানের মতো ছিল। আমার সব বন্ধুদের সঙ্গে আমি অতটা ফ্রি না হলেও ভাইয়া আমার ব্যাপারে সব জানতো, আমিও ওর ব্যাপারে সব জানতাম।’

আবরার ফাইয়াজ আরও বলেন, ‘ভাইয়া শেষ যেদিন বাসা থেকে ঢাকা ফেরেন, সেদিন সকালে আমি ঘুমিয়েছিলাম। মা আমাকে ডেকেছিল কিন্তু ভাইয়া বলেছিল থাক ওই ঘুমাক, দেখা তো হবেই। এরপর আমাকে বললো তাড়াতাড়ি ঢাকায় চলে আয় দেখা হবে। আমি বললাম ঠিক আছে। কিন্তু ভায়ার সঙ্গে আর দেখা হবে না। ঢাকায়ও আমার আর যাওয়া হবে না।’

প্রসঙ্গত, রবিবার (৬ অক্টোবর) রাতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরে বাংলা হলের ১০১১ নম্বর কক্ষ থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয় বুয়েটের ১৭তম ব্যাচের ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র আবরার ফাহাদ রাব্বীকে। ওই দিন রাত তিনটার দিকে হলের দ্বিতীয় তলার সিঁড়ি থেকে আবরারের মরদেহ উদ্ধার করে কর্তৃপক্ষ। আবরারকে হত্যার ঘটনায় তার বাবা বরকত উল্লাহ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় ১৯ জনকে আসামি করা হয়েছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা