X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

মৎস্য ব্যবসায়ী হত্যা মামলায় ৯ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৪ অক্টোবর ২০১৯, ১৬:৪০আপডেট : ১৪ অক্টোবর ২০১৯, ১৬:৫০

আদালত কুমিল্লার দাউদকান্দি থানায় দায়ের করা আলোচিত জাহাঙ্গীর আলম হত্যা মামলায় ৯ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক মো. আব্দুল হালিম এ রায় দেন। নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মোহাম্মদ হারুন মিয়া, তার ছেলে মোহাম্মদ সজিব ও রাজিব, মোহাম্মদ শাওন, আমীন, রভু, মোহাম্মদ মমিন, মহসিন ও আবু তাহের। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মতিন, শাহ পরান, শামীম ও খোকন মিয়া।

কাজী শাহাবুদ্দিন আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কুমিল্লার দাউদকান্দি থানায় ২০১৩ সালের ১ ডিসেম্বর দায়ের করা জাহাঙ্গীর আলম হত্যা মামলায় আজ আদালত ৯ জনকে মৃত্যুদণ্ড এবং চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। একই রায়ে আদালতে আসামিদের প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন। অন্যদিকে সাক্ষ্য প্রমাণে দোষী সাভ্যস্ত না হওয়ায় আদালত তিন জনকে এই মামলা থেকে অব্যাহতি দিয়েছেন।’

মামলার এজহার সূত্রে জানা যায়, কুমিল্লার গৌরিপুরের দক্ষিণ পাড়া এলাকায় একটি মৎস্য প্রজেক্টকে কেন্দ্র করে জাহাঙ্গীর আলমের সঙ্গে আসামিদের শত্রুতা ছিল। ২০১৩ সালের ১ ডিসেম্বর রাতে স্থানীয় একটি মাহফিল থেকে বাসায় ফেরার পথে আসামিরা তাকে কুপিয়ে হত্যা করে। পরে এ ঘটনায় পরদিন দাউদকান্দি থানায় মামলা দায়ের করা হয়।

ওই মামলা তদন্ত করে ২০১৪ সালের ১৬ মার্চ তদন্ত কর্মকর্তা ১৬ জনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন। এরপর ২০১৫ সালে আদালত চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। ২০১৫ সালের ১  নভেম্বর মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বৃষ্টির প্রার্থনায় বিভিন্ন জেলায় নামাজ আদায়
বৃষ্টির প্রার্থনায় বিভিন্ন জেলায় নামাজ আদায়
ফেসবুকে পোস্ট দিয়ে শিশুসন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা
ফেসবুকে পোস্ট দিয়ে শিশুসন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা
টি-টোয়েন্টি বিশ্বকাপের অ্যাম্বাসেডর বোল্ট
টি-টোয়েন্টি বিশ্বকাপের অ্যাম্বাসেডর বোল্ট
রানার্সআপ হয়ে প্রিমিয়ার লিগে ওয়ান্ডারার্স 
রানার্সআপ হয়ে প্রিমিয়ার লিগে ওয়ান্ডারার্স 
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা