X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

রাজনীতির বিষাক্ত সাপ এখনও মরেনি: নাসিম

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৪ অক্টোবর ২০১৯, ২০:২৯আপডেট : ১৪ অক্টোবর ২০১৯, ২১:৩০

ছোনগাছায় মা ও শিশুকল্যাণ কেন্দ্রের উদ্বোধনের সময় মোহাম্মদ নাসিম সরকারের উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে বিএনপি-জামায়াত নানাভাবে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘রাজনীতির বিষাক্ত সাপ এখনও মরেনি। তবে চক্রান্ত-ষড়যন্ত্র করে লাভ নেই। কোনও উসকানি দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করা যাবে না।’

সোমবার (১৪ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়ন পরিষদ মাঠে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। ছোনগাছায় ১০ শয্যার মা ও শিশুকল্যাণ কেন্দ্র উদ্বোধনের আগে এই সমাবেশ করা হয়। পৌনে পাঁচ কোটি টাকা ব্যয়ে প্রতিষ্ঠানটি নির্মাণ করেছে স্বাস্থ্য প্রকৌশল অধিদফতর।

বুয়েটছাত্র আবরার ফাহাদ হত্যার প্রসঙ্গ টেনে নাসিম বলেন, ‘হত্যাকাণ্ডের পরপরই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জড়িতদের গ্রেফতার করা হয়েছে। তিনি অত্যন্ত কঠোর। অপরাধের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।’

আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য বলেন, ‘বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে গত ১২ বছরে দেশের মানুষের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন হয়েছে। বিএনপি-জামায়াত সৃষ্ট জঙ্গি দমন করা হয়েছে। রাস্তাঘাটসহ অবকাঠামো উন্নয়নে অসামান্য সফলতা অর্জিত হয়েছে। এ সফলতায় ঈর্ষান্বিত হয়ে বিএনপি-জামাত নানাভাবে ষড়যন্ত্র-চক্রান্ত করছে। তবে এই ষড়যন্ত্র সফল হবে না।’

সমাবেশে সভাপতিত্ব করেন ছোনগাছা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও চেয়ারম্যান সহিদুল আলম। বক্তব্য রাখেন—স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের পরিবার পরিকল্পনা বিভাগের পরিচালক শফিকুল ইসলাম, প্রোগ্রাম ম্যানেজার এবিএম সফিকুল ইসলাম, স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল হামিদ, উপ-পরিচালক তারিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা আমিনুল হক, সাইফুল ইসলাম ও মোহাম্মদ আলী জিন্নাহ।

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’