X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ববি’র বাসের সঙ্গে টেম্পোর সংঘর্ষ, নিহত ২

বরিশাল প্রতিনিধি
১৫ অক্টোবর ২০১৯, ১২:৩৫আপডেট : ১৫ অক্টোবর ২০১৯, ১৩:২৭

সড়ক দুর্ঘটনা বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীবাহী বিআরটিসি বাসের সঙ্গে টেম্পোর মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় ৪ যাত্রী আহত হয়েছেন। নিহতরা টেম্পোর যাত্রী। মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের সিঅ্যঅন্ডবি রোডের বৈদ্যপাড়ার মুখে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, আব্দুল খালেক (৭০) ও নিপা (৩০)। আহতরা হলেন, শাকিল আহমেদ, হৃদয়, রাজীব ও ফয়সাল। খালেকের বাড়ি ঝালকাঠির কাঠালিয়ায় এবং নিপার বাড়ি ঝালকাঠির দেউলাকাঠিতে।

শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের ইনচার্জ এসআই নাজমুল হুদা আহতদের বরাত দিয়ে জানান, বিশ্ববিদ্যালয়ের বাস ও যাত্রীবাহী টেম্পোর সংঘর্ষে ৬ জন গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে খালেতকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে নিপার অবস্থা আশঙ্কাজনক ছিল। তাকে আইসিইউতে রাখা হয়। দুপুর পৌনে ১টার দিকে নিপা মারা যান। দু’টি মরদেহ লাশ ঘরে রাখা হয়েছে।

এ ব্যাপারে ববি’র পরিবহন পুলের ম্যানেজার সহকারী অধ্যাপক মেহেদী হাসান বলেন, ‘বিষয়টি শোনার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে শিক্ষক ও কর্মকর্তাদের পাঠানো হয়েছে। তারা সরেজমিন তদন্ত করে জানানোর পর যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

তিনি আরও জানান, বর্তমানে বিআরটিসি বাসটি পুলিশ হেফাজতে রয়েছে। ওই গাড়িতে থাকা শিক্ষার্থীরা বিকল্প ব্যবস্থায় বিশ্ববিদ্যালয়ে এসেছে।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা