X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

চাঁদপুরে শহর রক্ষা বাঁধে ভাঙন, চার বসতঘর বিলীন

চাঁদপুর প্রতিনিধি
১৫ অক্টোবর ২০১৯, ২৩:৩৪আপডেট : ১৫ অক্টোবর ২০১৯, ২৩:৩৫

চাঁদপুরে শহর রক্ষা বাঁধে ভাঙন, চার বসতঘর বিলীন

চাঁদপুর শহরের পুরান বাজার হরিসভা মন্দির এলাকায় আবারও ভাঙন দেখা দিয়েছে। সোমবার সন্ধায় শহর রক্ষা বাঁধের ৪০ মিটার এলাকার সিসিব্লক দেবে যায়। এতে করে স্থানীদের চারটি বসতঘর বিলীন হয়ে গেছে।

স্থানীয়রা জানান, এছাড়াও ছয়টি বসতঘর ও ব্যবসায় প্রতিষ্ঠান সরিয়ে নেওয়া হয়েছে। ভাঙনের হুমকির মুখে রয়েছে মন্দিরসহ আরও ১০টি বসতঘর। এমন পরিস্থিতিতে হরিসভার আশপাশের বেশ কিছু বসতবাড়ি ও দোকানপাট নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। খবর পেয়ে জেলা প্রশাসক মাজেদুর রহমান খান, পুলিশ সুপার মাহাবুবুর রহমান (পিপিএম বার) ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু রায়হান ঘটনাস্থল পরিদর্শন করেন।

এলাকা বাসিন্দারা জানান, হঠাৎ করেই মন্দিরের উত্তর-পশ্চিমপাশে নদীপাড়ে শহররক্ষা বাঁধের বেশ কিছু সিসিব্লক তলিয়ে যায়। এসময় বেশ কয়েকটি বসতবাড়ি ও দোকানপাট নিরাপদে অন্যত্র সরিয়ে নেওয়া হয়।

এদিকে মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল থেকেই ভাঙন স্থানে জিও ব্যাগ বোঝাই বালুর বস্তা ফেলতে দেখা যায়। তাৎক্ষণিক ভাঙনরোধে পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে বালু ভর্তি জিও টেক্সটাইল বস্তা ডাম্পিং শুরু হয়েছে।

চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু রায়হান বলেন, ‘রাতে হঠাৎ করে ভাঙন শুরু হয়। হরিসভা এলাকার পুরো শহররক্ষা বাঁধই হুমকির মুখে। আমরা ভাঙন রোধে তাৎক্ষণিক বালু ভর্তি জিও ব্যাগ ডাম্পিং শুরু করেছি। এখন মজুদ তিন হাজার বস্তা বালু ভর্তি জিও ব্যাগ ফেলা হবে।’

উল্লেখ্য, দুই মাস আগে হরিসভার এই এলাকায় আরেক দফা মেঘনার ভাঙনের শিকার হয়। তখন প্রায় তিনশ’ মিটার শহররক্ষা বাঁধ নদীতে দেবে যায়।

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!