X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

রূপগঞ্জে পরাজিত প্রার্থীর বাড়িতে জয়ী প্রার্থীর হামলার অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৬ অক্টোবর ২০১৯, ০৯:৪৮আপডেট : ১৬ অক্টোবর ২০১৯, ১০:৫৪

পরাজিত প্রার্থীর বাড়িতে ভাঙচুর করা জিনিসপত্র নারায়ণগঞ্জের রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ছালাউদ্দিন ভুইয়া ও তার সমর্থকরা বিজয় মিছিলের নামে পরাজিত প্রার্থী কবির হোসেনের বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। কবির হোসেনের দাবি, হামলায় তার  আত্মীয় ও সমর্থকসহ ১৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে রূপগঞ্জের দক্ষিণবাগ এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনার সঙ্গে  জড়িত থাকার অভিযোগে চেয়ারম্যানের ছোট দুই ভাইসহ ৫ জনকে গ্রেফতার করেছে।

কবির হোসেনের অভিযোগ, ‘মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে চেয়ারম্যান ছালাউদ্দিন, তার দুই ভাই হামিদ ও রাকিবের নেতৃত্বে ২০০-৩০০  লোক বিজয় মিছিল নিয়ে আমার বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। প্রথমে আমার বাড়ির গেটে রামদা, চাইনিজ কুড়াল দিয়ে কোপায়। পরে বাড়ির সামনে দোকানের শাটার কোপায়। হইচই ও ভাঙচুরের আওয়াজ শুনে বাড়ির লোকজন বাধা দিতে গেলে তাদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। নটর ডেম কলেজে পড়ুয়া আমার ছেলেকে হত্যার হুমকি দেয় ছালাউদ্দিনের ভাই রাকিব।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনের আগেও নানাভাবে হুমকি-ধমকি দিয়ে আমাকে বসিয়ে দেওয়ার চেষ্টা করে নৌকার প্রার্থী ছালাউদ্দিন। আমি নির্বাচন থেকে সরে না যাওয়ায় তার নির্বাচনে অনেক টাকা খরচ করতে হয়েছে এবং পাস করতে অনেক কষ্ট করতে হয়েছে। সেই ক্ষোভ থেকেই আমার বাড়িতে হামলা চালিয়েছে।’

তবে এ বিষয়ে নবনির্বাচিত চেয়ারম্যান ছালাউদ্দিন ভুইয়ার মোবাইলে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেনি।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, হামলা ও ভাঙচুরের খবরে থানা পুলিশ ও ডিবি পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। পরে ডিবি পুলিশের একটি টিম ৫ জনকে আটক করেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, সোমবার (১৪ অক্টোবর) রূপগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়। নির্বাচনে নৌকার প্রার্থী ছালাউদ্দিন জয়ী হন। চার হাজার ভোটের ব্যবধানে পরাজিত হন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী কবির হোসেন।

/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’