X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

বিএনপির কথা জনগণ এখন আর আমলেও নেয় না: হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি
১৬ অক্টোবর ২০১৯, ১৭:৩০আপডেট : ১৬ অক্টোবর ২০১৯, ১৮:২৪

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মাহবুবউল আলম হানিফ (ছবি– প্রতিনিধি) আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘রাজনৈতিকভাবে জনগণের সামনে বিএনপির কিছু বলার নেই। ক্ষমতায় থেকে নানা অপকর্ম করেছেন এ দলের শীর্ষনেত্রী খালেদা জিয়া। এখন তিনি দুর্নীতির দায়ে আদালতের রায়ে দণ্ডিত হয়ে কারাগারে আছেন। ২০১৩ সাল থেকে খালেদা জিয়া কতবার আওয়ামী লীগ সরকারের পতনের আন্দোলনের ডাক দিয়েছেন, দেশবাসী দেখেছেন। সুতরাং বিএনপি নেতাদের কথা জনগণ এখন আর আমলেও নেয় না। জনগণ জানেন, বিএনপির কথা ছাড়া কিছু করার নেই।’

বুধবার (১৬ অক্টোবর) বেলা ১১টায় কুষ্টিয়া সার্কিট হাউজের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মাহবুব উল আলম হানিফ বলেন, ‘দুর্নীতিবাজ দল হিসেবে বিএনপি এখন প্রতিষ্ঠিত। তাই সেই দলের নেতাকর্মীদের জনগণের কাছে তাদের পক্ষে ভালো বলার কিছু নেই। যখন কোনও ব্যক্তি বা দল ক্ষমতা হারিয়ে ফেলে, তখন তাদের মুখের আস্ফালনই সান্ত্বনা খোঁজার মাধ্যম।’

উন্নয়ন প্রসঙ্গে হানিফ বলেন, ‘কাজের প্রতি দায়িত্বশীল হলেই কেবল সফলতা আসবে। আমাদের পরিশ্রম ও আন্তরিকতায় সফলতার সঙ্গে এগিয়ে যাচ্ছে জেলার প্রতিটি প্রকল্পের উন্নয়ন কাজ।’

তিনি আরও বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর যে পরিমাণ উন্নয়ন কাজ এই কুষ্টিয়ায় হয়েছে তা দেশ স্বাধীনের পরে কেউ করতে পারেনি। আর তাই এসব উন্নয়নমূলক কাজে নেতাকর্মীদের সঠিকভাবে নিজের ওপর অর্পিত দায়িত্ব পালন করতে হবে।’

এ সময় কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য আ কা ম সরওয়ার জাহান বাদশা, কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জজ, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সহ-সভাপতি রবিউল ইসলাম, যুগ্ম সম্পাদক প্রকৌশলী ফারুক উজ জামান, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসানসহ অনেকে উপস্থিত ছিলেন।

/এমএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা