X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

পুলিশ ও সাংবাদিক পরিচয়ে প্রতারণা: চার সঙ্গীসহ নারী আটক

যশোর প্রতিনিধি
১৭ অক্টোবর ২০১৯, ১০:৩৯আপডেট : ১৭ অক্টোবর ২০১৯, ১১:০২

সাংবাদিক ও পুলিশ পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে নারী আটক
পুলিশ ও সাংবাদিক পরিচয়ে প্রতারণা এবং মাদক বিক্রির অভিযোগে চার সহযোগীসহ রেহেনা ওরফে লিপি (২৫) নামে এক নারীকে আটক করা হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) বিকালে তাদের যশোর জিলা স্কুলের সামনে থেকে আটক করে কোতোয়ালি থানা পুলিশ।

রেহেনা ওরফে লিপি চৌগাছা উপজেলার মাশিলা নারায়ণপুর গ্রামের মিঠুর স্ত্রী ও মোহাম্মদ হানিফের মেয়ে। সে যশোর শহরের রেলগেট এলাকায় বসবাস করে। তার সহযোগীদের কাছ থেকে দুটি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়েছে।

আটককৃত অন্যরা হচ্ছে−যশোর শহরের চাঁচড়া রায়পাড়া এলাকার বাবুলের মেয়ে প্রিয়া (২০), শংকরপুর সরকারি মুরগির খামার এলাকার লিটনের ছেলে সোহেল (১৯), রেলস্টেশন এলাকার টুকুর ছেলে বাবু (১৫) এবং আশ্রম রোড এলাকার সুরুজ মিয়ার ছেলে ওহিদুল (১৪)।

কোতোয়ালি থানার ইন্সপেক্টর সমীর কুমার সরকার বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, ‘পুলিশের কাছে সংবাদ আসে এক নারী মোটরসাইকেলের সামনে ‘প্রেস’ লিখে তা চালিয়ে শহরময় ঘুরে বেড়ায়। নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে শহরের বিভিন্ন এলাকায় ইয়াবা বিক্রি করে থাকে। বুধবার বিকালে সংবাদ আসে, যশোর জিলা স্কুলের সামনে তার সঙ্গীরা অবস্থান করছে। সেখানে গিয়ে প্রিয়া, সোহেল, বাবু ও ওহিদুলকে আটক করা হয়। সোহেলের কাছে একটি ওয়াকিটকি পাওয়া যায়। ওয়াকিটকি সে সাংবাদিক পরিচয় দানকারী রেহেনা ওরফে লিপির কাছ থেকে পেয়েছে বলে পুলিশকে জানায়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী রেহেনাকে আটক করা হয়।’

তিনি আরও বলেন, ‘জিজ্ঞাসাবাদ করা হলে রেহেনা জানায়, ওয়াকিটকি সেট সে একটি অনলাইন থেকে কিনেছেন। ওয়াকিটকি দেখিয়ে সাধারণ মানুষের কাছে পুলিশ পরিচয় দিয়ে প্রতারণা করে থাকে লিপি ও তার সহযোগীরা। রেহেনার কিছু ছবি পাওয়া গেছে, যেখানে তার শরীরে পুলিশের পোশাক, হ্যান্ডকাফ, ওয়াকিটকি ইত্যাদি হাতে রয়েছে।’

আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ইন্সপেক্টর সমীর কুমার সরকার।

যশোর প্রেস ক্লাবের সম্পাদক আহসান কবীর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘যশোর প্রেস ক্লাবে এই নামে কোনও সাংবাদিক নেই। এছাড়া যশোর জেলায়ও এ নামের কোনও সাংবাদিক আছে বলে আমার জানা নেই। কারণ এখানে অল্প কিছু নারী সাংবাদিক হিসেবে কাজ করেন।’

/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাদারীপুরে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা
মাদারীপুরে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা
বেসিস নির্বাচনে ওয়ান টিমের প্যানেল ঘোষণা
বেসিস নির্বাচনে ওয়ান টিমের প্যানেল ঘোষণা
ঘুরে দাঁড়াতে পারেনি লিভারপুল, সেমিফাইনালে আটালান্টা
ঘুরে দাঁড়াতে পারেনি লিভারপুল, সেমিফাইনালে আটালান্টা
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা   
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা  
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন