X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

শেরপুরে ভোগাই নদীর তীরে ৩০টি ড্রেজার মেশিন ধ্বংস

শেরপুর প্রতিনিধি
১৭ অক্টোবর ২০১৯, ১৫:৩৬আপডেট : ১৭ অক্টোবর ২০১৯, ১৮:৩৬

শেরপুরের ভোগাই নদীতে তীর থেকে ৩০টি ড্রেজার মেশিন ধ্বংস শেরপুরের ভোগাই নদীতে অবৈধভাবে বসানো ৩০টি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় ড্রেজার মেশিনগুলো ধ্বংস করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, একশ্রেণির বালু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে ভোগাই নদীর তীরবর্তী ভারত সীমানার ৩শ মিটারের মধ্যে লাল বালু উত্তোলন করে আসছে। এ সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) লুবনা শারমীন ভোগাই নদীর ওই অংশে বৃহস্পতিবার সকাল ৯টায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩০টি ড্রেজার মেশিন আটক করেন। এরপর হাতুড়ি দিয়ে পিটিয়ে সেগুলো ধ্বংস করা হয়। অভিযানকালে প্লাটুন কমান্ডার রহুল আমিনসহ আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুর রহমান বলেন,‘আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন করে বালু উত্তোলন করায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর পক্ষ থেকে আপত্তি তোলা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে সীমান্তবর্তী নাকুগাঁও স্থলবন্দর এলাকায় ভোগাই নদীতে বসানো ৩শ’ মিটারের মধ্যে থাকা ২৫টি ও ভোগাই ব্রিজের ৫শ’ মিটারের মধ্যে থাকা আরও ৫টিসহ মোট ৩০টি লাল বালু তোলার ড্রেজার মেশিন আটকের পর ধ্বংস করা হয়েছে। নিষেধাজ্ঞা আমান্য করে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওঠানামা করছে মুরগির দাম, বাড়ছে সবজির
ওঠানামা করছে মুরগির দাম, বাড়ছে সবজির
শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে
শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
দুবাই হয়ে ট্রানজিট ফ্লাইট স্থগিত করলো এমিরেটস
দুবাই হয়ে ট্রানজিট ফ্লাইট স্থগিত করলো এমিরেটস
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ