X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

নারী হত্যার অভিযোগে বাবা-ছেলে আটক

দিনাজপুর প্রতিনিধি
১৭ অক্টোবর ২০১৯, ১৮:৪৫আপডেট : ১৭ অক্টোবর ২০১৯, ১৮:৫৭

দিনাজপুর দিনাজপুরের বিরলে ছুরিকাঘাতে সাবিনা বেগম (২২) নামে এক নারীকে হত্যার অভিযোগে বাবা-ছেলেকে আটক করেছে পুলিশ। বুধবার (১৬ অক্টোবর) রাতে উপজেলার শহরগ্রাম ইউপির রতনৌর গ্রাম থেকে তাদের আটক করা হয়।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ (ওসি)এটিএম গোলাম রসুল।

আটককৃতরা হলেন উপজেলার মঙ্গলপুর ইউপির মোস্তফাবাদ (পাঠানপাড়া) গ্রামের রাজা মিঞা (৫৫) ও তার ছেলে বদির ওরফে বদি (২৭)।

ওসি জানান, হত্যাকাণ্ডের ঘটনায় সাবিনার বাবা শফিকুল বাদী হয়ে বিরল থানায় ওই দুই জনকে আসামি করে ৩০২ ও ৩৪ ধারায় মামলা দায়ের করেন। এর আগে ছুরিকাঘাতের পর চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার রাতে সাবিনা মারা যান। ঘটনার পর থেকেই ওই দুই জন সপরিবারে পলাতক ছিল।

উল্লেখ্য, বিরলের মোস্তফাবাদ (খাদ্য গুদাম) গ্রামে বিধবা নারী সাবিনাকে ১০ অক্টোবর বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৮টায় মোবাইলে গ্রামীণ ব্যাংক মঙ্গলপুর শাখা কার্যালয় চত্বরে ডেকে নেয় বদি। পরে তাকে ইট দিয়ে বেধড়ক মারধর করা হয়। এ সময় আশপাশের লোকজন আসার শব্দ পেয়ে সাবিনাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় বদি।পরে স্থানীয়রা সাবিনাকে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরদিন শুক্রবার তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে মঙ্গলবার রাত সোয়া ১২টার দিকে সাবিনা মারা যান।

সাবিনার পরিবারের অভিযোগ, বদি দীর্ঘদিন সাবিনাকে কুপ্রস্তাব দিয়ে আসছিল।

/এআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
ইসরায়েলে প্রতিশোধমূলক রকেট হামলা হিজবুল্লাহর
ইসরায়েলে প্রতিশোধমূলক রকেট হামলা হিজবুল্লাহর
হুন্ডির মাধ্যমে ৪০০ কোটি টাকা পাচার, গ্রেফতার ৫
হুন্ডির মাধ্যমে ৪০০ কোটি টাকা পাচার, গ্রেফতার ৫
ন্যাটোর কোনও দেশ আক্রমণের পরিকল্পনা নেই রাশিয়ার: পুতিন
ন্যাটোর কোনও দেশ আক্রমণের পরিকল্পনা নেই রাশিয়ার: পুতিন
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’
বিএনপির নেতাদের প্রতি প্রধানমন্ত্রী‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’