X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি: দুই জন কারাগারে

শরীয়তপুর প্রতিনিধি
১৮ অক্টোবর ২০১৯, ১৫:০৬আপডেট : ১৮ অক্টোবর ২০১৯, ১৫:১৬

শেখ নজরুল ইসলাম ও মঞ্জুরুল ইসলাম রনি সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করার সময় শরীয়তপুরে দুই ব্যক্তিকে আটক করেছেন ব্যবসায়ীরা। বৃহস্পতিবার সন্ধ্যায় গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া বাজার থেকে তাদের আটক করা হয়। রাত ১১টার দিকে নাগেরপাড়া বাজারের মুদি ব্যবসায়ী মিঠু সিকদারের দায়ের করা চাঁদাবাজি মামলায় তাদের দুই জনকে গ্রেফতার দেখানো হয় এবং শুক্রবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

আটককৃতরা হলেন সিনএনএন বাংলা টিভির সাংবাদিক পরিচয়দানকারী মঞ্জুরুল ইসলাম রনি ও দৈনিক প্রভাতী খবরের শেখ নজরুল ইসলাম।

পুলিশ, ব্যবসায়ী ও স্থানীয় সূত্রে জানা যায়, শরীয়তপুর সদর উপজেলার বালুচড়া গ্রামের জামাল শেখের ছেলে মঞ্জুরুল ইসলাম রনি (৩২) ও শরীয়তপুর পৌরসভার বাঘিয়া গ্রামের মৃত হারুন শেখের ছেলে শেখ নজরুল ইসলাম (৩০) দীর্ঘদিন ধরেই সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন অপকর্ম করে আসছিল। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে তারা শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া বাজারের মিঠু সিকদারের মুদি দোকানে গিয়ে পলিথিন চায়। মিঠু সিকদার পণ্য বিক্রির জন্য রাখা পলিথিন বের করে দেন। তখন তারা নিজেদের সাংবাদিক পরিচয় দেন এবং পলিথিন বিক্রি অবৈধ হওয়ায় মিঠু সিকদারকে থানায় নিয়ে যাওয়ার ভয় দেখান। এ সময় মিঠু সিকদার বাজারের সভাপতিকে আনার জন্য বাইরে গেলে তারা মিঠু সিকদারের বাবা মন্টু সিকদারের কাছে ১০ হাজার টাকা দাবি করে। মন্টু সিকদার ঝামেলা এড়ানোর জন্য ছয় হাজার টাকা দেন। কিন্তু তারা আরও চার হাজার টাকার জন্য চাপ দেয় এবং না দিলে থানায় নিয়ে যাওয়ার হুমকি দেয়।

এক পর্যায়ে মুদি ব্যবসায়ী মিঠু সিকদার মোবাইল ফোনে বিষয়টি গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান। তিনি দুই জনকে আটকে রাখতে বলেন এবং বিষয়টি পুলিশকে জানান। পরে বিকাল ৫টার দিকে গোসাইরহাট থানা পুলিশ ঘটনাস্থল থেকে সাংবাদিক পরিচয়দানকারী রনি ও নজরুলকে আটক করে থানায় নিয়ে আসে। রাত ১১ টার দিকে ব্যবসায়ী মিঠু সিকদার বাদী হয়ে রনি ও নজরুলকে আসামি করে একটি চাঁদাবাজি মামলা দায়ের করেন। শুক্রবার বেলা ১১ টার দিকে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) মোহাইমিনুল ইসলাম জানান, নাগেরপাড়া বাজারে চাঁদাবাজির করার সময় ব্যবসায়ীরা নজরুল ও রনি নামে দুই জনকে আটক করে রাখে। খবর পেয়ে পুলিশ তাদের থানায় নিয়ে আসে। তাদের কাছে সিএনএন বাংলা টিভি ও দৈনিক প্রভাতী খবর পত্রিকার পরিচয়পত্র পাওয়া গেছে। ব্যবসায়ী মিঠু সিকদারের দায়ের করা চাঁদাবাজি মামলায় শুক্রবার আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে চলবে ১৫ ফেরি, ২০ লঞ্চ
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে চলবে ১৫ ফেরি, ২০ লঞ্চ
ট্রলারের ইঞ্জিন বিস্ফোরণে চার জন অগ্নিদগ্ধ
ট্রলারের ইঞ্জিন বিস্ফোরণে চার জন অগ্নিদগ্ধ
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
গাজীপুর থেকে বিমানবন্দর যেতে সময় লাগবে ৪৪ মিনিট
গাজীপুর থেকে বিমানবন্দর যেতে সময় লাগবে ৪৪ মিনিট