X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

জালালাবাদ ও জহুর মার্কেটে আগুন, পুড়লো শতাধিক দোকানদারের স্বপ্ন

হুমায়ুন মাসুদ, চট্টগ্রাম
১৯ অক্টোবর ২০১৯, ১৯:০০আপডেট : ১৯ অক্টোবর ২০১৯, ১৯:৩০

ভোররাতে আগুন লাগে শাহ জালালাবাদ মার্কেটে

‘রাতে বাসায় এসে ঘুমাচ্ছিলাম। ভোর ৪টার দিকে হঠাৎ মোবাইল ফোনে কল আসলো। অপর প্রান্ত থেকে বলা হলো, মার্কেটে আগুন লেগেছে। খবর পেয়ে দ্রুত বেরিয়ে পড়ি। ভোর সাড়ে ৫টায় মার্কেটে এসে দেখি—সব শেষ। আগুনে দোতলার গোডাউনে থাকা সব কাপড় পুড়ে গেছে। নিচতলায় দোকানে থাকা কাপড়গুলো সব নষ্ট হয়ে গেছে। আগুন নেভানোর জন্য যে পানি ছিটানো হয়েছিল, তাতে সব কাপড় ভিজে নষ্ট হয়ে যায়।’

আগুনে নিজ দোকানের মালামাল পুড়ে যাওয়ার এই বর্ণনা দিলেন চট্টগ্রামের শাহ জালালাবাদ মার্কেটের দোকানদার হারুন সওদাগর। ওই মার্কেটে ‘বিসমিল্লাহ স্টোর’ নামে তার একটি দোকান ছিল। নিচতলায় দোকান আর দোতলায় ছিল গোডাউন। থান কাপড় এনে ওই গোডাউনে রাখতেন হারুন সওদাগর। আগুনে তার প্রায় ২০-২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

আগুন নিয়ন্ত্রণে আসার পর সকালে শাহ জালালাবাদ মার্কেটে ভিড় করেন দোকানদাররা

হারুন সওদাগর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দোকান ও গোডাউন মিলে ২০-২৫ লাখ টাকার কাপড় ছিল। সব এখন শেষ হয়ে গেছে। আগুনে গোডাউনে থাকা সব কাপড় পুড়েছে। দোকানে থাকা কাপড়গুলো সব নষ্ট হয়ে গেছে।’

শনিবার (১৯ অক্টোবর) ভোর রাত সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম নগরীর জহুর হকার্স মার্কেট সংলগ্ন শাহ জালালাবাদ মার্কেটের দোতলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চার ইউনিটের ১৫টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ওই মার্কেটের প্রায় ৮৫টি দোকান পুড়ে যায়। একই অগ্নিকাণ্ডে পাশের জহুর হকার্স মাকেটেরও ২৫টি দোকান পুড়ে গেছে বলে জানিয়েছেন হকার্স মার্কেট মালিক সমিতির সদস্য সচিব মো. ইলিয়াস।

শনিবার বেলা সাড়ে ১১টায় ওই মাকের্টে সরেজমিনে গিয়ে দেখা যায়, দোতলার বেশিরভাগ দোকান পুড়ে গেছে। যেসব দোকানে আগুন লেগেছে, ওইসব দোকানের প্রায় সব কাপড় পুড়ে গেছে। নিচতলারও কিছু কিছু দোকান আগুনে পুড়েছে। মার্কেটজুড়ে পুড়ে যাওয়া কাপড়ের গন্ধ। আর দোকানের সামনে পড়ে রয়েছে পুড়ে যাওয়া কাপড়।

আগুন নিয়ন্ত্রণে আসার পর সকালে শাহ জালালাবাদ মার্কেটে ভিড় জমে মানুষের

দোকান থেকে পুড়ে যাওয়া কাপড়গুলো বের করে বাইরে স্তূপ করে রাখছেন তাকওয়া এন্টারপ্রাইজের মালিক গাজী মোহাম্মদ তিতুমীর। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘এই দোকানে ট্যুরসহ বিভিন্ন অনুষ্ঠানে ব্লক মেরে যেসব টি-শার্ট পরা হয়, আমরা তা বিক্রি করতাম। আমার এই দোকানে প্রায় সাড়ে ১৬ লাখ টাকার টি-শার্ট ছিল। সব টি-শার্ট পুড়ে গেছে। সাড়ে ১৬ লাখ টাকার ক্ষতি হয়েছে আমার। মার্চ ৭১ নামে আমার আরেকটি দোকান আছে, ওই দোকানটাও আংশিক পুড়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে দ্রুত এসে আমি মার্চ ৭১ দোকান থেকে কিছু কাপড় বাইরে রেখেছিলাম। ওই কাপড়গুলো চুরি হয়ে গেছে। মানুষ কীভাবে এত অমানবিক হয়, আমার বুঝে আসে না।’

তবে এই অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি নিরূপণ করতে পারেনি ফায়ার সার্ভিস। এ ব্যাপারে জানতে চাইলে নন্দনকানন ফায়ার স্টেশনের অফিসার আব্দুল মান্নান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা এখনও ক্ষয়ক্ষতি নিরূপণ করতে পারিনি। তদন্ত করে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে।’

একই কথা জানিয়েছে শাহ জালালাবাদ মার্কেট দোকান-মালিক সমিতি। দোকান মালিক সমিতির সভাপতি আব্দুল আজিজ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের মার্কেটের প্রায় ৮৫টির মতো দোকান পুড়ে গেছে। এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, আমরা এখনও নির্ধারণ করতে পারিনি। তবে প্রত্যেক দোকানে কমপক্ষে ৪-৫ লাখ টাকার মালমাল রেগুলারই থাকতো। সেই হিসেবে প্রায় ৪-৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’

আগুনে পুড়লো জহুর হকার্স মার্কেটের ২৫ দোকান

জানতে চাইলে জহুর হকার্স মার্কেটের মালিক সমিতি সাংগঠনিক সম্পাদক ফজলুল আমিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পাশের জালালাবাদ মার্কেটের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে এটি দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনে আমাদের মার্কেটের (জহুর হর্কাস) প্রায় ২৫টি দোকান পুড়ে গেছে। এসব দোকানের অধিকাংশ দোতলায় অবস্থিত। ওই মার্কেটের সঙ্গে লাগানো দোতলার দোকানগুলো পুড়ে যায়।’

হকার্স মার্কেটের ‘রঙের বাড়ি’ দোকানের মালিক মিজানুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার নিচতলার দোকান তেমন ক্ষতিগ্রস্ত হয়নি। কিন্তু দোতলার গুদামে থাকা সব কাপড় পুড়ে গেছে। এতে আমার অন্তত ৫-৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’

দুপুরে শাহ জালালাবাদ মার্কেট পরিদর্শনে যান মহিবুল হাসান চৌধুরী নওফেল

এদিকে, অগ্নিকাণ্ডের পর শাহ জালালাবাদ মার্কেটে গিয়ে ক্ষতিগ্রস্ত দোকানদারদের সঙ্গে কথা বলেছেন মেয়র আ জ ম নাছির উদ্দিন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। এসময় তারা ক্ষতিগ্রস্ত দোকানদারদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

/এমএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা