X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

দেড় বছর পর হিলি রেল স্টেশনের কার্যক্রম শুরু

হিলি প্রতিনিধি
১৯ অক্টোবর ২০১৯, ১৯:৪০আপডেট : ১৯ অক্টোবর ২০১৯, ১৯:৪৬

কার্যক্রম শুরু হওয়ার পর হিলি রেল স্টেশনে অপেক্ষমাণ যাত্রীরা  দীর্ঘ দেড় বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি রেল স্টেশনের কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) কার্যক্রম পুনরায় শুরু হয়। তবে এখনও এই স্টেশনের স্টপেজ থাকা সব ট্রেন প্লাটফর্মে না দাঁড়িয়ে ২ নম্বর লাইন দিয়ে চলাচল করছে। জনবল সংকটের কারণ দেখিয়ে স্টেশনটির কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। দীর্ঘদিন পর কার্যক্রম শুরু হওয়ায় স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে। তারা ১ নম্বর লাইন দিয়ে ট্রেন চলাসহ এই স্টেশনে সব আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবি জানিয়েছেন।

হিলি রেলস্টেশন কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ৮ জানুয়ারি হিলি স্টেশনে কর্মরত মাস্টার ও পয়েন্টস ম্যানকে অন্যত্র বদলি করা হয়। এই রেলস্টেশনকে ক্লোজিং ডাউন করে রেলওয়ের পশ্চিমাঞ্চল কর্তৃপক্ষ। তারপর থেকেই ক্লোজিং ডাউন অবস্থায় চলছিল ঐতিহ্যবাহী হিলি রেল স্টেশনের কার্যক্রম। এই স্টেশনের পার্শ্ববর্তী বিরামপুর ও পাঁচবিবি রেল স্টেশন থেকে নিয়ন্ত্রণ করা হতো সব ধরনের কার্যক্রম। ট্রেন ইচ্ছেমতো হিলি রেলস্টেশনে এসে প্লাটফর্মে না দাঁড়িয়ে ২ নম্বর লাইনে দাঁড়িয়ে আবার নিজের ইচ্ছায় ছেড়ে যেত। টিকেট বিক্রিসহ মালামাল বুকিংসহ সব কার্যক্রম বন্ধ ছিল। এতে চরম দুর্ভোগ পোহাতে হতো এই পথে চলাচলকারী যাত্রীদের। বিশেষ করে হিলি থেকে রাজশাহী, খুলনা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করা ছাত্র-ছাত্রী এবং চিকিৎসা, ব্যবসা, ভ্রমণসহ নানা কারণে ভারতে যাওয়া-আসা করা যাত্রীসহ ব্যবসায়ীদের ভোগান্তি পোহাতে হচ্ছিল।

স্থানীয় এলাকাবাসী আমজাদ হোসেন ও রফিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রায় দু বছরের মতো হিলি রেলস্টেশনের কার্যক্রম বন্ধ ছিল। যার কারণে কোনও টিকিট বিক্রি হতো না, এ  কারণে সিট পেতেন না এখানকার যাত্রীরা। যাত্রীদের পার্শ্ববর্তী স্টেশনে গিয়ে টিকিট কাটতে হতো, ট্রেন ২ নম্বর লাইনে দাঁড়ানোর কারণে উঠতে সমস্যা হতো। বিশেষ করে নারী ও শিশুদের ভোগান্তি ছিল চরমে।’

হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত বাংলা ট্রিবিউনকে বলেন, ‘স্টেশনটি চালুর দাবিতে এলাকাবাসী দীর্ঘদিন ধরে মানববন্ধনসহ বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করে আসছিল। গত ৬ অক্টোবর স্থানীয় প্রায় সাড়ে তিন হাজার জনতার স্বাক্ষরসহ একটি আবেদন উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর পাঠনো হয়। এর পরিপ্রেক্ষিতে রেল কর্তৃপক্ষ হিলি রেলস্টেশনে লোকবল নিয়োগ দেওয়ায় পুনরায় কার্যক্রম শুরু হয়েছে। শিগগিরই যাতে স্টেশন মাস্টারসহ অন্যান্য জনবল নিয়োগ দেওয়া হয় আমরা সে চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

হাকিমপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন উর রশিদ জানান, স্টেশনটি নিয়ে এলাকাবাসীর অন্য দাবিগুলো পূরণে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?
এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?
রবিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
রবিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
চুয়াডাঙ্গায় ৪২ পেরোলো তাপমাত্রা, জনজীবনে হাঁসফাঁস
চুয়াডাঙ্গায় ৪২ পেরোলো তাপমাত্রা, জনজীবনে হাঁসফাঁস
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি