X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১
চট্টগ্রামে বাবা-মেয়েকে গলা কেটে হত্যা

লাল শাড়ি পরা নিয়ে তাহেরের সঙ্গে স্ত্রীর ঝগড়া হয়, প্রতিবেশীদের দাবি

হুমায়ুন মাসুদ, চট্টগ্রাম
১৯ অক্টোবর ২০১৯, ২১:৪০আপডেট : ১৯ অক্টোবর ২০১৯, ২১:৪৭

ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় চট্টগ্রামে আবু তাহের ও তার শিশুকন্যাকে গলা কেটে হত্যার বিষয়ে এখনও কোনও কারণ উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। তবে তাদের প্রতিবেশীরা দাবি করেছেন, তাহের ও তার স্ত্রী হাসিনা আক্তারের মধ্যে দু’দিন আগে ঝগড়া হয়েছিল। তাদের পাশের কক্ষে থাকা প্রতিবেশী ফারুক হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তাহের চাইতেন না তার স্ত্রী লালশাড়ি পরুক। পরশু (বৃহস্পতিবার) বিকালে এ নিয়ে স্ত্রীর সঙ্গে তার ঝগড়া হয়। পরে আমরা গিয়ে মিটমাট করে দিই। এরপর তাদের মধ্যে আর কোনও ঝগড়াঝাটি হয়নি।’

লালশাড়ি পরতে নিষেধ করার কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘কেনো নিষেধ করেছেন তা আমরা জানি না। ওইদিন তাহের আমাদের বলেছিল, তার স্ত্রীর লাল শাড়ি পরা তার পছন্দ না। তখন আমরা তার স্ত্রীকে বলেছি, যেহেতু তোমার স্বামী পছন্দ করে না, তাই তোমার লালশাড়ি না পরাই উচিত।’

শনিবার (১৯ অক্টোবর) বেলা ১১টার দিকে বন্দর থানাধীন নিমতলা মোড়ে শাহ আলম নামে এক ব্যক্তির পাঁচতলা ভবনের নিচতলার একটি কক্ষ থেকে আবু তাহের ও তার চার বছর বয়সী মেয়ে বিবি ফাতেমার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। তাহেরের গ্রামের বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানাধীন চরকাঁকড়া এলাকায়। গত চার-পাঁচ বছর ধরে তাহের স্ত্রী ও মেয়েকে নিয়ে ওই বাসায় থাকতেন।

ঘটনার পর পুলিশ তাহেরের স্ত্রী হাসিনা আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। বর্তমানে হাসিনা বন্দর থানা পুলিশের হেফাজতে রয়েছেন।

তাহেরের প্রতিবেশী পেশায় ট্রাকচালক ফারুক হোসেন বলেন, ‘বিয়ের পর থেকে গত পাঁচ বছর তারা এই ভবনে থাকছেন। তাহের গুদাম শ্রমিক হিসেবে কাজ করেন। তার স্ত্রী দুই-তিনটা বাসায় কাজ করতেন।’

সকালে তাহেরের কক্ষ থেকে কোনও চিৎকার শুনেছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা কোনও চিৎকার শুনিনি। সে সময় আমি নিজেও বাসায় ছিলাম। কোনও আওয়াজ শুনিনি। বেলা সাড়ে ১০টা কি পৌনে ১১টার দিকে তাহেরের স্ত্রী চিৎকার দিলে আমার স্ত্রী ঘর থেকে বের হয়ে ওইদিকে যায়। গিয়ে সেও চিৎকার দেয়, তার চিৎকার শুনে আগুন লেগেছে মনে করে আমি দ্রুত বের হয়ে গিয়ে দেখি এই অবস্থা। পরে লোকজন আসার পর পুলিশকে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।’

বিলকিছ আক্তার নামে তাদের আরেক প্রতিবেশী বলেন, ‘বৃহস্পতিবার ঝগড়ার পর হাসিনা জানিয়েছিল, ওই লাল শাড়িটি সে যেই বাসায় কাজ করে, ওই বাসা থেকে দিয়েছিল। তাই আবু তাহের এটি পরলে রাগ করতেন।’

ভবনের মালিক শাহ আলম ওই ভবনের পাশে তার মালিকানাধীন আরেকটি ভবনে পরিবার নিয়ে থাকেন। হাসিনা তার বাসায় কাজ করতেন। শাহ আলমের স্ত্রী জেসমিন আক্তার বলেন, ‘হাসিনা গত তিন বছর ধরে আমাদের বাসায় কাজ করছে। প্রতিদিন সকাল সাড়ে ৮টার দিকে সে আসতো। ঘর মুছে, হাড়ি-পাতিল ধুয়ে নিচ থেকে দুই কলস ওয়াসার পানি এনে দিয়ে ১০টা থেকে সাড়ে ১০টার দিকে সে চলে যেতো। আবার দুপুরে এসে কাপড় চোপড় ধুয়ে দিয়ে যেতো।’

শনিবারের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, ‘আজও  সকাল সাড়ে ৮টার দিকে হাসিনা আমাদের বাসায় আসে। এরপর প্রতিদিনের মতো কাজ করে নিচে গিয়ে আমাকে পানি এনে দিয়ে আমাকে বলে সে নিচে বাসায় চলে যায়। আমি তখন রান্না করছিলাম। এর ১০-১৫ মিনিট পর আমি নিচে মানুষের শোরগোল শুনতে পাই। পরে জানতে পারি, কে বা কারা তার স্বামীকে গলা কেটে হত্যা করেছে।’

ঘটনাস্থলে যাওয়া পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক সাইফুদ্দিন আনোয়ার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিভিন্ন ধরনের তথ্য-প্রমাণ সংগ্রহ করছি। এ ঘটনা কেনো ঘটেছে, সে বিষয়ে খোঁজ নিয়ে, তদন্ত করে আমরা থানা পুলিশকে সহযোগিতা করবো।’

কী কারণে হত্যাকাণ্ড ঘটেছে জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে তদন্ত হচ্ছে। তদন্ত শেষ হওয়ার আগে বলা যাবে না। তবে প্রাথমিকভাবে আমরা খোঁজখবর নিয়ে জেনেছি পারিবারিক কলহ থেকে ঘটনাটি ঘটেছে।’

নগর পুলিশের সহকারী কমিশনার (বন্দর জোন) কামরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঘটনার পর থানা পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য হাসিনাকে থানায় নিয়ে আসে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখন পর্যন্ত তার কাছ থেকে উল্লেখযোগ্য কোনও তথ্য আমরা পাইনি।’

তদন্তে এ হত্যাকাণ্ডের প্রকৃত কারণ বের হয়ে আসবে বলে জানান তিনি।

আরও পড়ুন:  চট্টগ্রামে ঘরের মধ্যে বাবা-মেয়েকে গলাকেটে হত্যা

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাদারীপুরে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা
মাদারীপুরে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা
বেসিস নির্বাচনে ওয়ান টিমের প্যানেল ঘোষণা
বেসিস নির্বাচনে ওয়ান টিমের প্যানেল ঘোষণা
ঘুরে দাঁড়াতে পারেনি লিভারপুল, সেমিফাইনালে আটালান্টা
ঘুরে দাঁড়াতে পারেনি লিভারপুল, সেমিফাইনালে আটালান্টা
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা   
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা  
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন