X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

‘দুর্নীতিবাজ খালেদা জিয়া-তারেকের রাজনীতি করার অধিকার নেই’

নোয়াখালী প্রতিনিধি
২০ অক্টোবর ২০১৯, ১৯:১৬আপডেট : ২০ অক্টোবর ২০১৯, ১৯:২৬





বেগমগঞ্জে এক অনুষ্ঠানে বক্তব্য দেন এনামুল হক শামীম বিএনপি দেশটাকে লুটেপুটে খেয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম। তিনি বলেন, ‘ বিএনপির নেতাকর্মীরা জানেন খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান দুর্নীতিবাজ। মা-ছেলে দুর্নীতিতে অনার্স-মাস্টার্স করেছেন। তাদের এ দেশে রাজনীতি করার কোনও অধিকার নেই।’

রবিবার (২০ অক্টোবর) দুপুরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপিকে উদ্দেশ করে এনামুল হক শামীম বলেন, ‘আন্দোলনে কোনও ইস্যু না পেয়ে আবরার হত্যা নিয়ে পাহাড়ের গুহায় ঘুমিয়ে থাকা দলটি একটু নাক ডাকার চেষ্টা করেছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠিন সিদ্ধান্তের কারণে সেটিও ব্যর্থ হয়েছে।’

উপমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালীন দুর্নীতিতে বাংলাদেশ পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে। সেখানে শেখ হাসিনার আমলে দেশের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। বাংলাদেশকে উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে নিতে শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প নেই। তিনি শুধু বাংলাদেশেরই প্রধানমন্ত্রী নন, বিশ্বের অন্যতম ১০ জন ক্ষমতাধর নারী প্রধানমন্ত্রীর একজন। তার সততা-নিষ্ঠা ও পররাষ্ট্র নীতি বিশ্ব নেতাদের মুখে মুখে। প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ও বিশ্বের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চ শিক্ষা নিয়ে ডিজিটাল বাংলাদেশ গড়তে সরকারকে সহযোগিতা করছেন।’

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘নোয়াখালীতে জলাবদ্ধতা নিরসনে ও নদী ভাঙন রোধে ৪১২ কোটি টাকার কাজ চলমান রয়েছে। আরও সাড়ে তিন হাজার কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হচ্ছে।’

দ্বিতীয় অধিবেশনে বিকালে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি সেন্ট্রাল কমিউনিটি সেন্টারে কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে ও কেন্দ্রীয় নেতাদের সহযোগিতায় আগামী এক সপ্তাহের মধ্যে কমিটি ঘোষণার সিদ্ধান্ত দেন।

বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ডা. এবিএম জাফর উল্যাহর সভাপতিত্বে ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য ও বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মামুনুর রশিদ কিরনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এসএম কামাল হোসেন, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, মোরশেদ আলম এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি ও সুবর্ণচর উপজেলা পরিষদ চেয়ারম্যান এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিম।

আরও উপস্থিত ছিলেন— বেগমগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ওমর ফারুক বাদশা, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম সামছুদ্দিন জেহান, নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যাহ খান সোহেল, চৌমুহনী পৌরসভার মেয়র আকতার হোসেন ফয়সল, ফেনীর সোনাগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন প্রমুখ।



/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়