X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

সুনামগঞ্জে তুহিন হত্যা: বাবা ও দুই চাচার দ্বিতীয় দফা রিমান্ড

সুনামগঞ্জ প্রতিনিধি
২১ অক্টোবর ২০১৯, ২০:৩৬আপডেট : ২১ অক্টোবর ২০১৯, ২০:৪৬

তুহিন সুনামগঞ্জের দিরাইয়ে পাঁচ বছরের শিশু তুহিনকে নৃশংসভাবে হত্যার ঘটনায় তার বাবা ও দুই চাচাকে দ্বিতীয় দফায় রিমান্ডে নেওয়ার বিষয়ে পুলিশের আবেদন মঞ্জুর করেছেন আদালত। তুহিনের বাবা আব্দুল বাছিরের পাঁচ দিন এবং চাচা আব্দুল মছব্বির ও জমসের আলীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শ্যাম কান্ত সিনহা। 

আজ সোমবার (২১ অক্টোবর) বিকালে আদালত এই আবেদন মঞ্জুর করেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা আবু তাহের মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ১৩ অক্টোবর রবিবার রাতে সুনামগঞ্জের দিরাইয়ে রাতের আঁধারে তুহিনকে ঘুম থেকে তুলে হত্যা করা হয়। ঘাতকরা তার দুটি কান ও যৌনাঙ্গ কেটে পেটে দুটি ছুরি গেঁথে একটি গাছের সঙ্গে ঝুলিয়ে রাখে। পুলিশ প্রাথমিক তদন্তের পর জানায়, আধিপত্য বিস্তারের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে তুহিনের স্বজনরাই তাকে হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে রেখেছিল।

তুহিনকে হত্যার ঘটনায় ১৫ অক্টোবর তার মা বাদী হয়ে ১০ জনকে আসামি করে দিরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় তুহিনের চাচা মাওলানা আব্দুল মুছাব্বির, নাসির উদ্দিন, জুলহাস, জমসেদ আলী, বাবা আব্দুল বাছির ও চাচাতো ভাই শাহরিয়ারকে আসামি করা হয়। তাদের মধ্যে জুলহাস, শাহরিয়ার ও বাবা আব্দুল বাছির আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

মামলা দায়েরের পরপরই তুহিনের বাবা আব্দুল বাছির, চাচা আব্দুল মছব্বির ও জমশেদ মিয়াকে আদালতে হাজির করা হলে তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আজ দ্বিতীয় দফা রিমান্ডে পাঠানো হলো।

আরও পড়ুন- 

স্বামী, ভাশুর ও দেবরের ফাঁসি চান তুহিনের মা

বাবার কোলেই শিশু তুহিনকে হত্যা করা হয়

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বিমানবন্দরে বাস, প্রকৌশলী নিহত
থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বিমানবন্দরে বাস, প্রকৌশলী নিহত
ভারত-পাকিস্তান টেস্ট হবে দারুণ: রোহিত
ভারত-পাকিস্তান টেস্ট হবে দারুণ: রোহিত
জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস আর নেই
জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস আর নেই
পথের পাশের বাহারি শরবতে স্বাস্থ্যঝুঁকি কতটা?
পথের পাশের বাহারি শরবতে স্বাস্থ্যঝুঁকি কতটা?
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ