X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

বাদীপক্ষের ভুলে জেল খাটছেন কলেজছাত্র

টাঙ্গাইল প্রতিনিধি
২২ অক্টোবর ২০১৯, ২১:২৫আপডেট : ২২ অক্টোবর ২০১৯, ২১:৩০

কলেজছাত্র বাবুল হোসেন নয়ন (ছবি– প্রতিনিধি)

বাদীপক্ষের ভুলেটাঙ্গাইলের সখীপুর উপজেলার প্রতিমা বংকী গ্রামের বাবুল হোসেন নয়ন নামের এক কলেজছাত্র কারাভোগ করছেন। ঘটনার সঙ্গে জড়িত না থাকার পরও স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের মামলায় আসামি করা হলে বাবুল হোসেন নয়নকে ধরে নিয়ে যায় পুলিশ। এরপর মূল অভিযুক্ত নয়ন মিয়া গ্রেফতার হলেও কারাগারে রয়েছেন এই কলেজছাত্র। বাদীপক্ষের ভাষ্য, ‘ভিকটিমের ভুলে বাবুল হোসেন নয়নকে আসামি করা হয়’। এসব তথ্য নিশ্চিত করে সখীপুর থানার ওসিআমির হোসেন জানিয়েছেন, আগামী ৩০ অক্টোবর বাবুল হোসেন নয়নের মুক্তির সম্ভাবনা রয়েছে।

স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলার মূল অভিযুক্ত নয়ন মিয়া বাসাইল উপজেলার কাশিল ইউনিয়নের বাঘিল গ্রামের ফারুক ওরফে নূহু মিয়ার ছেলে। আর কলেজছাত্র বাবুল হোসেন নয়ন সখীপুর উপজেলার প্রতিমা বংকী গ্রামের শাহজাহান আলীর ছেলে।

বাবুল হোসেন নয়নের স্বজনেরা জানান, কারাবন্দি বাবুল হোসেন নয়ন সরকারি মুজিব কলেজ থেকে ডিগ্রি তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু কারাগারে থাকায় পরীক্ষায় অংশ নেওয়া হয়নি তার। ২৫ দিন পেরিয়ে গেলেও ছেলে মুক্ত না হওয়ায় ভেঙে পড়েছে নয়নের অসহায় পরিবার।

স্কুলছাত্রীর বাবা বলেন,‘ঘটনার পর আমার ১৩-১৪ বছরেরমেয়েটি মানসিকভাবে ভেঙে পড়েছিল। ভুলেসে বাবুল হোসেন নয়নকে আসামিহিসেবে শনাক্তকরে। বাবুল হোসেন নয়নের পরিবারকে তো আর ক্ষতিপূরণ দিতে পারবো না। তবে এঘটনায় আমরা বাবুল হোসেন নয়নসহ তার পরিবারেরকাছে ক্ষমাপ্রার্থী।’

প্রকৃত আসামি নয়ন মিয়া (ছবি– প্রতিনিধি)

বাবুল হোসেন নয়নের বাবা শাহজাহান আলী বলেন,‘আমার নির্দোষ ছেলেটা জেল খাটছে। অনেক কষ্ট করে ছেলেটিকে কলেজে পড়াচ্ছি। কিন্তু মিথ্যা মামলার কারণে আমার ছেলেটা পরীক্ষা দিতে পারেনি।’ নয়নের দ্রুত মুক্তি দাবি করেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়,সখীপুর থেকে বাসাইল উপজেলায় বেড়াতে এসে গত ২১ সেপ্টেম্বর এক স্কুলছাত্রী নিখোঁজ হন। এর চারদিন পর টাঙ্গাইল ডিসি লেকের পাশ থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে তার পরিবার। শুরুতে মেয়েটি নয়ন নামের এক ছেলের সঙ্গে কক্সবাজার বেড়াতে গিয়েছিল বলে জানায়। পরে ২৬ সেপ্টেম্বর মেয়েটির মা বাদী হয়ে প্রতিবেশী বাবুল হোসেন নয়নকে আসামি করে অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলাকরেন। পুলিশ বাবুল হোসেন নয়নকে গ্রেফতার করলে তাকেধর্ষক হিসেবে চিহ্নিত করে‘মানসিকভাবে বিধ্বস্ত’ মেয়েটি।ওই সময় বাবুল হোসেন নয়নকে পাঁচদিনের রিমান্ডেনেওয়ার আবেদন করে আদালতে হাজির করা হলেতাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন বিচারক।

মামলার তদন্ত কর্মকর্তা সখীপুর থানার এসআই আসাদুজ্জামান বলেন,‘জেলগেটে জিজ্ঞাসাবাদের সময়ও বাবুল হোসেন নয়ন নিজেকে বারবার নির্দোষ দাবি করেন। মামলাটি অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় অধিকতর গুরুত্বসহকারে তদন্ত শুরু করি। মেয়েটির কাছ থেকে পাওয়া কক্সবাজারের একটি আবাসিক হোটেলের বিজনেস কার্ডের সূত্র ধরে তদন্ত করা হয়। আর এ পর্যায়ে জানা যায়, বাবুল হোসেন নয়ন নয়, বরং নয়ন মিয়া ওই ঘটনার সঙ্গে জড়িত।’

তিনি আরও বলেন,‘ওই বিজনেস কার্ডের মোবাইল নম্বর ও সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে মামলার প্রকৃত রহস্য উন্মোচিত হয়। পরে প্রযুক্তি ব্যবহার করে গত ৭ অক্টোবর প্রকৃত আসামি নয়ন মিয়াকে বাসাইল বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার নয়ন মিয়া ওই ছাত্রীকে কক্সবাজারের একটি হোটেলে রেখে ধর্ষণ করেছে বলেও আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।’

সখীপুরওসিআমির হোসেন বলেন,‘তদন্ত করে দেখা গেছে, অপহরণ ও ধর্ষণ মামলায় গ্রেফতার হওয়া বাবুল হোসেন নয়ন নির্দোষ। প্রকৃত আসামি নয়ন মিয়াকে ইতোমধ্যেই গ্রেফতার করা হয়েছে।’তিনি আরও বলেন, ‘বাবুল হোসেন নয়নের পরিবারের জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ৩০ অক্টোবর শুনানি হবে। ওইদিন বাবুল হোসেন নয়নের মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।’

 

/এমএ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা