X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

সুনামগঞ্জে চিকিৎসককে মারধরের ঘটনায় ইউপি চেয়ারম্যান কারাগারে

সুনামগঞ্জ প্রতিনিধি
২২ অক্টোবর ২০১৯, ২১:৩৯আপডেট : ২২ অক্টোবর ২০১৯, ২১:৪৩

সুনামগঞ্জ চিকিৎসককে মারধরের অভিযোগে দায়ের মামলায় সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের পলাশ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল কাইয়ুমকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চেয়ারম্যান চিকিৎসা নিতে আসলে তার ছেলে সাইদুর রহমান রাজিব এক চিকিৎসককে মারধর করে। এ ঘটনায় চেয়ারম্যান ও তার ছেলেকে আসামি করে মামলা করেন ওই চিকিৎসক। মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে চেয়ারম্যানকে গ্রেফতার করে বিশ্বম্ভরপুর থানা পুলিশ।

বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের লোকজন জানান,  সোমবার সকালে ছেলেকে সঙ্গে নিয়ে ইউপি চেয়ারম্যান ডাক্তার দেখাতে আসেন। তাদের সঙ্গে ব্যবস্থাপত্র ছিল না। ডা. আখতারুজ্জামান আখন্দ ব্যবস্থাপত্র নিয়ে আসতে বলেন। এ সময় রাজিব মোবাইলে ব্যবস্থাপত্রের ছবি দেখান। পরে চিকিৎসক চেয়ারম্যানকে ইঞ্জেকশন দেওয়ার জন্য নার্সদের রুমে যেতে বলেন। এতে রাজিব ক্ষেপে যান। তিনি ডা. আখতারুজ্জামানকে শার্টের কলার ধরে মারধর করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চৌধুরী জালাল উদ্দিন মোর্শেদ বলেন, ‘মারধরের কারণে ডা. আখতারুজ্জামানের বাঁ কানের পর্দা ফেটে গেছে। বর্তমানে ওই চিকিৎসক সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। এ ঘটনায় আজ (মঙ্গলবার) আমরা বিশ্বম্ভরপুর উপজেলার সব সরকারি চাকরিজীবীদের অংশগ্রহণে মানববন্ধন করেছি।’

পুলিশের হাতে গ্রেফতারের আগে ইউপি চেয়ারম্যান বলেন, ‘আমার ছেলের সঙ্গে খারাপ আচরণ করায় এ ঘটনা ঘটেছে।’

ওসি মো. মাহবুবুর রহমান জানান, চেয়ারম্যানকে গ্রেফতার করে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেলাল উদ্দিনের আদালতে হাজির করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
‘আমাদের জন্য যারা বেইমান, ভারতের তারা বন্ধু’
‘আমাদের জন্য যারা বেইমান, ভারতের তারা বন্ধু’
টানেলে অপারেশনাল কাজে গেলে টোল দিতে হবে না জরুরি যানবাহনকে
টানেলে অপারেশনাল কাজে গেলে টোল দিতে হবে না জরুরি যানবাহনকে
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী