X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ভারত থেকে পুরনো এলসি’র পেঁয়াজ আসছে

হিলি, বেনাপোল ও সাতক্ষীরা প্রতিনিধি
২২ অক্টোবর ২০১৯, ২২:২৪আপডেট : ২২ অক্টোবর ২০১৯, ২২:২৪

 

পেঁয়াজ পুরনো এলসির বিপরীতে পেঁয়াজ রফতানি করছে ভারত। প্রায় তিন সপ্তাহ বন্ধ থাকার পর আজ মঙ্গলবার দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। এর আগে গতকাল সোমবার বেনাপোল স্থলবন্দর দিয়েও ৭৫ টন পেঁয়াজ আসে। তবে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ৪ অক্টোবর থেকে দুয়েকদিন পরপর অল্প অল্প করে এক দুই ট্রাক করে পুরনো এলসির আটকে থাকা পেঁয়াজ আসছে। আমদানিকারকরা জানিয়েছেন, ভারতে পেঁয়াজের বাজার স্থিতিশীল হওয়ায় তারা পুরনো এলসির পরিবর্তে পেঁয়াজ রফতানি করেছে। এর ফলে দেশে পেঁয়াজের দাম কমে আসবে বলে আশা করছেন ব্যবসায়ীরা।


মঙ্গলবার (২২ অক্টোবর) বিকাল ৫টায় ভারত থেকে পেঁয়াজবাহী একটি ট্রাক দেশে প্রবেশের মধ্য দিয়ে ১৮ দিন পর হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। হিলি স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট আহম্মেদ আলী ও আমদানি রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ হারুন বাংলা ট্রিবিউনকে জানান, ভারতের বাজারে পেঁয়াজের সংকট ও দাম বৃদ্ধি পাওয়ায় গত ২৯ সেপ্টেম্বর অনির্দিষ্টকালের জন্য পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয় ভারত। এতে করে পুরনো এলসির বিপরীতে প্রায় দেড় হাজার টনের মতো পেঁয়াজ আটকা পড়ে ভারতে। এ নিয়ে কয়েক দফা বৈঠকের পর গত ৪ অক্টোবর পূর্বের এলসির বিপরীতে এক হাজার টন পেঁয়াজ রফতানি করে ভারত, বাকি ৫০০ টন পেঁয়াজ পূজার ছুটি শেষে রফতানির কথা জানায়। কিন্তু পূজার ছুটি শেষে ১২ অক্টোবর বন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু হলেও ভারত পেঁয়াজ রফতানি করেনি।
তারা জানান, গতকাল সোমবার হিলির মারিয়া করপোরেশন নামের এক আমদানিকারকের কিছু পুরনো এলসির পেঁয়াজ রফতানির অনুমতি মিলেছে। এর ফলে আজ মঙ্গলবার বিকাল ৫টায় বন্দর দিয়ে ভারত থেকে এক ট্রাক পেঁয়াজ দেশে আসে। ফলে ১৮ দিন বন্ধের পর পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। পর্যায়ক্রমে পুরনো এলসির বিপরীতে দেশে কিছু পেঁয়াজ প্রবেশ করবে বলেও জানিয়েছেন আমদানিকারকরা।
এদিকে বেনাপোল চেকপোস্ট উদ্ভিদ সংঘনিরোধের উপ-সহকারী কর্মকর্তা হেমন্ত কুমার জানান, ২৯ সেপ্টেম্বরের পর থেকে পেঁয়াজের নতুন কোনও এলসি ভারত নিচ্ছে না। তবে পুরনো এলসির বিপরীতে কিছু পেঁয়াজ আসছে। গত ১৫ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত পুরাতন এলসির ৩৯০ মেট্রিক টন পেঁয়াজ বেনাপোল দিয়ে বাংলাদেশে আমদানি হয়েছে। সোমবার (২১ অক্টোবর) ৭৫ মেট্রিক টন পেঁয়াজ এসেছে বেনাপোল দিয়ে।
এদিকে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে মঙ্গলবার দুই ট্রাক পেঁয়াজ প্রবেশ করেছে। ভারতের ঘোজাডাঙ্গায় অপেক্ষামান থাকা দুটি ট্রাকে ৪১ মেট্রিকটন পেঁয়াজ বাংলাদেশে প্রবেশ করেছে। সাতক্ষীরা ভোমরা সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জানান, ‘এটা ২৮ সেপ্টেম্বরের আগের এলসির পেঁয়াজ।’ তিনি জানান, দুর্গাপূজার পর থেকে ভারতে আটকে থাকা পেঁয়াজ অল্প অল্প করে দেশে আসছে।

 

/এফএস/
সম্পর্কিত
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল বহরে বোমা হামলা
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা