X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

এনওসি নিয়ে ফেসবুকে বেরোবি শিক্ষকের পোস্ট, প্রশাসনের বিবৃতি

রংপুর প্রতিনিধি
২৩ অক্টোবর ২০১৯, ০৬:২০আপডেট : ২৩ অক্টোবর ২০১৯, ০৬:২৪

এনওসি নিয়ে ফেসবুকে বেরোবি শিক্ষকের পোস্ট, প্রশাসনের বিবৃতি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের  লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক আসাদ মন্ডল মায়ের চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার অনাপত্তিপত্র (এনওসি) না পেয়ে সোমবার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন।এতে তিনি অভিযোগ করেছেন, দুই মাস পূর্বে আবেদনের পরও প্রশাসন তাকে এনওসি দেয়নি। এই পোস্টের ঘটনায় মঙ্গলবার বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি বিবৃতিতে ওই শিক্ষকের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন বলে অভিযোগ করা হয়েছে।

ফেসবুকে আসাদ মন্ডল অভিযোগ করেছিলেন, তার মা দীর্ঘদিন ধরে অসুস্থ। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নিয়ে যেতে পরামর্শ দিয়েছেন ডাক্তাররা। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবহেলার কারণে দুই মাসেও এনওসি না পাওয়ায় মাকে নিয়ে দেশের বাইরে যেতে পারছেন না।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হলে মঙ্গলবার সন্ধ্যায় একটি বিবৃতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রেজিস্ট্রার আবু হেনা মোস্তফা কামাল স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে, তিনি ভ্রমণ নাকি চিকিৎসা; কী উদ্দেশ্যে বিদেশে যেতে চান সেটি তার আবেদন পত্রে  উল্লেখ করেননি। কোন দেশে যেতে চান তাও উল্লেখ করেননি। ভিসার উদ্দেশ্য এবং গমনেচ্ছু দেশের নাম উল্লেখ না থাকলে এনওসি ইস্যু করা যায় না। উপরন্তু তিনি সোমবার অফিস চলাকালে রেজিস্ট্রার দপ্তরে এসে অশোভন আচরণ করেন, যা একজন শিক্ষকের ক্ষেত্রে কাম্য নয়। তিনি যথাযথভাবে এনওসি'র জন্য আবেদন না করে, ফেসবুকে বিভ্রান্তিকর তথ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন।

এনওসি নিয়ে ফেসবুকে বেরোবি শিক্ষকের পোস্ট, প্রশাসনের বিবৃতি

প্রশাসনের ব্যাখ্যার বিষয়ে জানতে চাইলে আসাদ মন্ডল বলেন, যদি আমার এনওসি আবেদন অসম্পূর্ণ হয়ে থাকে তাহলে কেন তাৎক্ষণিক না জানিয়ে দুই মাস পর জানানো হলো। একই তারিখে এনওসির পাশাপাশি আমি অভিজ্ঞতার সনদের জন্যও আবেদন করি, সেটিও এখন পর্যন্ত দেওয়া হয়নি। এ বিষয়ে কোন ব্যাখ্যা প্রশাসন দেয়নি। ১৯ তারিখে রেজিস্ট্রার শিক্ষক সমিতির সাধারণ সম্পাদককে বলেছেন তিনি কোনও এনওসির আবেদন পাননি। ২১ তারিখে যখন রিসিভ কপিসহ রেজিস্ট্রারের কাছে যাই তখন তিনি বলেন এনওসি কবে পাবেন জানি না । এ বিষয়ে তিনি উপাচার্যের পিএস আমিনুর রহমানের সঙ্গে যোগাযোগ করতে বলেন।

আসাদ মন্ডল আরও বলেন, রেজিস্ট্রার দপ্তরে কোনও ধরনের অশোভন আচরণ করা হয়নি, এটি ভিত্তিহীন। আমি যদি অশোভন আচরণ করে থাকি, তাহলে সেটি সিসিটিভিতে দেখা যাবে। সেই ভিডিও প্রকাশ করা হোক। আর ফেসবুকে কোন  বিভ্রান্তিকর তথ্য দেওয়া হয়নি, যা দেওয়া হয়েছে প্রত্যেকটির তথ্য-প্রমাণ রয়েছে।

এই বিষয়ে জানতে রেজিস্ট্রার আবু হেনা মোস্তফা কামালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। তবে দপ্তরের এক কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, বিশ্ববিদ্যালয়ের প্যাডে দেওয়া বিবৃতিতেই তো রেজিস্ট্রার বক্তব্য দিয়েছেন।

 

/এএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গাজা নিয়ে মার্কিন ক্যাম্পাসে বিক্ষোভ ছড়িয়ে পড়ায় গণগ্রেফতার
গাজা নিয়ে মার্কিন ক্যাম্পাসে বিক্ষোভ ছড়িয়ে পড়ায় গণগ্রেফতার
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মশলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মশলা
বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতিতে ‘বড় পরিবর্তন’ দেখছে না যুক্তরাষ্ট্র
বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতিতে ‘বড় পরিবর্তন’ দেখছে না যুক্তরাষ্ট্র
পদে থেকেই ইউপি চেয়ারম্যানরা উপজেলা নির্বাচন করতে পারবেন
পদে থেকেই ইউপি চেয়ারম্যানরা উপজেলা নির্বাচন করতে পারবেন
সর্বাধিক পঠিত
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকের কমিটি
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকের কমিটি