X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

গরিবের ডাক্তার খ্যাত আলমগীর হত্যা মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৩ অক্টোবর ২০১৯, ০৯:৫২আপডেট : ২৩ অক্টোবর ২০১৯, ১০:৪৪

বন্দুকযুদ্ধ

র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে গরিবের ডাক্তার খ্যাত ডা. শাহ আলমগীর হত্যার আসামি নজির আহমেদ সুমন প্রকাশ কালু (২৬) নিহত হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) ভোর রাতে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি পিস্তলসহ দুটি অস্ত্র ও ২৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। র‌্যাব-৭ এর সহকারী পরিচালক কাজী তারেক আজিজ এ তথ্য জানিয়েছেন।

কাজী তারেক আজিজ বাংলা ট্রিবিউনকে বলেন,‘বাঁশবাড়িয়া এলাকায় ডাকাতির উদ্দেশে কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী অবস্থান করছে খবর পেয়ে র‌্যাবের একটি টহল দল ওই এলাকায় যায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়ে। র‌্যাবও পাল্টা গুলি চালায়। বন্দুকযুদ্ধে গরীবের ডাক্তার খ্যাত ডা. শাহ আলমগীর হত্যাকাণ্ডের মূলহোতা নজির আহমেদ সুমন প্রকাশ কালু (২৬) নিহত হয়েছেন। তার মরদেহ উদ্ধার করে চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তারেক আজিজ আরও বলেন, ‘ডা. শাহ আলমগীর হত্যাকাণ্ডের ঘটনায় আমরা লেগুনার ড্রাইভার ওমর ফারুককে গ্রেফতার করি। ফারুকের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে কালুর নাম উঠে আসে।  কালুই এই হত্যাকাণ্ডের মূলহোতা ছিল বলে ওমর ফারুক আমাদের জানিয়েছে।’

প্রসঙ্গত, গত শুক্রবার (১৮ অক্টোবর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে বাড়বকুন্ড এলাকায় সড়কের পাশ থেকে একটি মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহের মুখ বিকৃত অবস্থায় থাকায় প্রথমে লাশটি শনাক্ত করা যায়নি। পরে খোঁজ নিয়ে জানা যায়, মরদেহটি ডা. শাহ আলমগীরের। তিনি সৌদি আরবের একটি হাসপাতালের শিশুরোগ বিষয়ের ডাক্তার ছিলেন। দুই বছর আগে দেশে ফিরে গরীব মানুষের সেবায় নিজ এলাকা চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি শিশু হাসপাতাল গড়ে তুলেন। নগরীর চাঁন্দগাও আবাসিক এলাকার বাসা থেকে তিনি প্রতিদিন সীতাকুণ্ডে গিয়ে ওই হাসপাতালে সময় দিতেন।

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা