X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

বিপ্লবের নিখোঁজ ভগ্নিপতিকে পরিবারের কাছে হস্তান্তর

ভোলা প্রতিনিধি
২৩ অক্টোবর ২০১৯, ১১:৫৬আপডেট : ২৩ অক্টোবর ২০১৯, ১২:৫২

ভোলা ভোলার বোরহানউদ্দিন থানার বিপ্লব চন্দ্র শুভর নিখোঁজ ভগ্নিপতি বিধান মজুমদারকে মঙ্গলবার (২২ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে র‌্যাব তার বাবা বিনয় ভূষণ মজুমদারের কাছে হস্তান্তর করেছে।

র‌্যাব বিনয় ও তার দোকানের কর্মচারী সাগরকে কোথা থেকে উদ্ধার করেছে বা তাদের জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গিয়েছিল কিনা, এ ব্যাপারে কিছু জানা যায়নি।

দুলারহাট থানার ওসি মিজানুর রহমান পাটোয়ারি জানান, মঙ্গলবার রাতে র‌্যাব বিধান মজুমদার ও তার দোকানের কর্মচারী সাগরকে পরিবারের কাছে হস্তান্তর করেছে। বিধানের বাবা বুধবার (২৩ অক্টোবর) বিকালের মধ্যে থানায় এসে জানাবেন কীভাবে তাদের পেয়েছেন।

সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যা থেকে বিধান মজুমদার ও সাগর নিখোঁজ রয়েছে বলে অভিযোগ ওঠে। বিধানের বাবা জানান, তার ছেলেকে ডিবি পরিচয়ে তুলে নেওয়া হয়েছে। তবে ডিবির কাছে বিধানকে তুলে নেওয়া সংক্রান্ত কোনও তথ্য নেই। দুলারহাট থানায় এ ব্যাপারে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

বিধানের বাবা বিনয় মঙ্গলবার বলেছিলেন, ‘সোমবার সন্ধ্যার পর আমাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান মা জুয়েলার্স থেকে বিধান ও বিপ্লবের চাচাতো ভাই সাগরকে সিভিল পোশাকধারী ৭/৮ জন লোক ডিবির পরিচয় দিয়ে কালো একটি গাড়িতে তুলে নিয়ে যায়। এরপর লালমোহন ও চরফ্যাশন পুলিশ সার্কেল কার্যালয়ে খোঁজ নিয়ে জানতে পারি আইনশৃঙ্খলা বাহিনীর কোনও সদস্য তাদের তুলে আনেননি।’

বিধান মজুমদার ভোলা জেলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানাধীন রৌদের হাটে জুয়েলারি ব্যবসা করেন। তার বাড়ি লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ গ্রামে।

প্রসঙ্গত, বিপ্লবের ফেসবুক মেসেঞ্জার থেকে কথিত কটূক্তির স্ক্রিনশট ফেসবুকে ছড়িয়ে উত্তেজনা তৈরি হয়। এর জের ধরে গত রবিবার (২০ অক্টোবর) বোরহানউদ্দিনে জনতা-পুলিশ সংঘর্ষে চার জন নিহত ও শতাধিক আহত হন।

আরও পড়ুন:

ভোলার সেই বিপ্লবের ভগ্নিপতিকে তুলে নেওয়ার অভিযোগ

 

/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়