X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

দুই-চার জনের কর্মকাণ্ডের দায় পুরো যুবলীগ নিতে পারে না: নানক

কুড়িগ্রাম প্রতিনিধি
২৩ অক্টোবর ২০১৯, ১৫:৩৭আপডেট : ২৩ অক্টোবর ২০১৯, ১৬:১২

কুড়িগ্রামে জাহাঙ্গীর কবির নানক বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘যুবলীগের দুই-চারজন নেতাকর্মীর কর্মকাণ্ডের দায় সমগ্র যুবলীগ নিতে পারে না। যে ব্যক্তি বা যাদের দ্বারা যুবলীগ কলঙ্কিত হয়েছে, তাদের বিরুদ্ধে জননেত্রী শেখ হাসিনা কঠোর ব্যবস্থা নিয়ে সবাইকে বার্তা দিয়েছেন যে কাউকে ছাড় দেওয়া হবে না। আগামী ২৩ নভেম্বর যুবলীগের কেন্দ্রীয় সম্মেলন হবে। এ সম্মেলনকে সামনে রেখে যুবলীগের চেয়ারম্যানকে অব্যাহতি দেওয়া হয়েছে। আরও যারা অপকর্মের সঙ্গে জড়িত, আগামী সম্মেলনে তাদেরও সরিয়ে নতুন নেতৃত্ব সৃষ্টির মাধ্যমে যুবলীগ নতুন উদ্যমে যাত্রা শুরু করবে।’

বুধবার (২৩ অক্টোবর) সকালে কুড়িগ্রাম শেখ রাসেল পৌর অডিটোরিয়ামে কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

সুশাসন প্রতিষ্ঠায় বাধা দিলেও কাউকেই ছাড় দেওয়া হবে না−প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন প্রতিশ্রুতির উদ্ধৃতি দিয়ে নানক বলেন, ‘প্রধানমন্ত্রীর কঠোর অবস্থানের মধ্য দিয়ে যে শুদ্ধি অভিযান শুরু হয়েছে, তা চলবে।’

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম বাবুর ব্যাংক হিসাবসহ সব সম্পদের তথ্য জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) তলব করার প্রসঙ্গে জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘দুদক যে স্বাধীনভাবে কাজ করছে, এটা তারই প্রমাণ। তারা যেভাবে কাজ করছে, তাতে আমাদের উচিত তাদের সহায়তা করা।’

বর্ধিত সভায় যোগদানের আগে কুড়িগ্রাম পৌরসভা নির্মিত শেখ রাসেল পৌর অডিটোরিয়ামের উদ্বোধন করেন নানক। এরপর তিনি একই অডিটোরিয়ামে আয়োজিত জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগ দেন। জেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু মণ্ডলের সভাপতিত্বে আয়োজিত এ বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন (এমপি)। বিশেষ অতিথি হিসেবে ছিলেন নানক ও সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক। এছাড়া জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতারা বর্ধিত সভায় অংশ নেন।

/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজধানী স্থানান্তর করছে ইন্দোনেশিয়া, বিশেষ মর্যাদা পাচ্ছে জাকার্তা
রাজধানী স্থানান্তর করছে ইন্দোনেশিয়া, বিশেষ মর্যাদা পাচ্ছে জাকার্তা
সড়ক আইনে শাস্তি ও জরিমানা কমানোয় টিআইবির উদ্বেগ
সড়ক আইনে শাস্তি ও জরিমানা কমানোয় টিআইবির উদ্বেগ
পিসিবি প্রধানের আস্থা হারালেও শ্বশুরকে পাশে পাচ্ছেন শাহীন
পিসিবি প্রধানের আস্থা হারালেও শ্বশুরকে পাশে পাচ্ছেন শাহীন
ইভ্যালির রাসেল-শামীমার বিচার শুরু
ইভ্যালির রাসেল-শামীমার বিচার শুরু
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে