X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বাদীপক্ষের ভুলে এক মাস জেলে: শেষমেশ জামিনে ছাড়া পেলেন কলেজছাত্র নয়ন

টাঙ্গাইল প্রতিনিধি
২৩ অক্টোবর ২০১৯, ১৭:৩০আপডেট : ২৩ অক্টোবর ২০১৯, ১৮:১৭

কারাগার থেকে বের হওয়ার পর বাবার সাথে কলেজছাত্র নয়ন (ছবি– প্রতিনিধি)

অবশেষে জামিনে ছাড়া পেলেন টাঙ্গাইলের সখীপুর উপজেলার প্রতিমাবংকী গ্রামের কলেজছাত্র বাবুল হোসেন নয়ন; যিনি আসামি না হয়েও বাদীপক্ষের ভুলে ২৮ দিন জেল খেটেছেন। বুধবার (২৩ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলের সখীপুর আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আকরামুল ইসলাম এই কলেজছাত্রের জামিন মঞ্জুর করেন, আর এদিন বিকালে কারাগার থেকে ছাড়া পান তিনি। আদালত পরিদর্শক তানভীর আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

নয়ন সখীপুর উপজেলার প্রতিমাবংকী গ্রামের শাহজাহান আলীর ছেলে। সরকারি মুজিব কলেজ থেকে ডিগ্রি তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল তার। গত ২৫ সেপ্টেম্বর স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলায় তাকে গ্রেফতার করা হয়।

নয়নের আইনজীবী সেলিম আলদীন বলেন, ‘এ মামলার আসামি যেহেতু বাবুল হোসেন নয়ন নয়। এজন্য আদালতে জামিন আবেদন করলে বিচারক তার জামিন মঞ্জুর করেন।’ 

তিনি আরও বলেন, ‘বিনাদোষে কারাভোগ করা এই কলেজছাত্র আজ (বুধবার) বিকালে টাঙ্গাইল কারাগার থেকে মুক্তি পাবেন।’ এ ঘটনায় মানবাধিকার কমিশনের দৃষ্টি আকর্ষণ করাসহ দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কথাও জানান তিনি।

বাবুল হোসেন নয়নের বাবা শাহজাহান আলী বলেন, ‘২৮ দিন পর আমার নির্দোষ ছেলেটির জামিন হয়েছে।’ এবার মামলা থেকে ছেলেকে অব্যাহতির দাবি জানান তিনি।

এদিকে, বুধবার বিকাল ৫টা ২০ মিনিটে টাঙ্গাইল কারাগার থেকে ছাড়া পান কলেজছাত্র নয়ন। এ সময় কারাফটকে ছেলেকে নিতে আসেন তার বাবা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সখীপুর থেকে বাসাইল উপজেলায় বেড়াতে এসে গত ২১ সেপ্টেম্বর এক স্কুলছাত্রী নিখোঁজ হন। এর চারদিন পর টাঙ্গাইল ডিসি লেকের পাশ থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে তার পরিবার। শুরুতে মেয়েটি নয়ন নামের এক ছেলের সঙ্গে কক্সবাজারে বেড়াতে গিয়েছিল বলে জানায়। পরে ২৬ সেপ্টেম্বর মেয়েটির মা বাদী হয়ে প্রতিবেশী বাবুল হোসেন নয়নকে আসামি করে অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা করেন। পুলিশ বাবুল হোসেন নয়নকে গ্রেফতার করলে তাকে ধর্ষক হিসেবে চিহ্নিত করে ‘মানসিকভাবে বিধ্বস্ত’ মেয়েটি। ওই সময় বাবুল হোসেন নয়নকে পাঁচদিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে আদালতে হাজির করা হলে তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন বিচারক।

মামলার তদন্ত কর্মকর্তা সখীপুর থানার এস আই আসাদুজ্জামান বলেন, ‘জেলগেটে জিজ্ঞাসাবাদের সময়ও বাবুল হোসেন নয়ন নিজেকে বারবার নির্দোষ দাবি করেন। মামলাটি অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় অধিকতর গুরুত্বসহকারে তদন্ত শুরু করি। মেয়েটির কাছ থেকে পাওয়া কক্সবাজারের একটি আবাসিক হোটেলের বিজনেস কার্ডের সূত্র ধরে তদন্ত করা হয়। আর এ পর্যায়ে জানা যায়, বাবুল হোসেন নয়ন নয়, বরং নয়ন মিয়া ওই ঘটনার সঙ্গে জড়িত।’

তিনি আরও বলেন, ‘ওই বিজনেস কার্ডের মোবাইল নম্বর ও সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে মামলার প্রকৃত রহস্য উন্মোচিত হয়। পরে প্রযুক্তি ব্যবহার করে গত ৭ অক্টোবর প্রকৃত আসামি নয়ন মিয়াকে বাসাইল বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার নয়ন মিয়া ওই ছাত্রীকে কক্সবাজারের একটি হোটেলে রেখে ধর্ষণ করেছে বলেও আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে।’ প্রকৃত অভিযুক্ত নয়ন মিয়া বাসাইল উপজেলার কাশিল ইউনিয়নের বাঘিল গ্রামের ফারুক ওরফে নুহু মিয়ার ছেলে।

এদিকে, স্কুলছাত্রীর বাবা বলেন, ‘ঘটনার পর আমার ১৩-১৪ বছরের মেয়েটি মানসিকভাবে ভেঙে পড়েছিল। ভুলে সে বাবুল হোসেন নয়নকে আসামি হিসেবে শনাক্ত করে। বাবুল হোসেন নয়নের পরিবারকে তো আর ক্ষতিপূরণ দিতে পারবো না। তবে এ ঘটনায় আমরা বাবুল হোসেন নয়নসহ তার পরিবারের কাছে ক্ষমাপ্রার্থী।’

আরও পড়ুন– 

বাদীপক্ষের ভুলে জেল খাটছেন কলেজছাত্র

/এমএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেক শিশুরও
ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেক শিশুরও
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ