X
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
১ জ্যৈষ্ঠ ১৪৩২

বগুড়ায় শতকোটি টাকা ব্যয়ে বিদ্যুতের ৯টি সাব-স্টেশন হচ্ছে

বগুড়া প্রতিনিধি
২৫ অক্টোবর ২০১৯, ১৮:৩৪আপডেট : ২৫ অক্টোবর ২০১৯, ১৮:৩৬

বগুড়া বগুড়ায় আগামী বছরের অক্টোবরে শতকোটি টাকা ব্যয়ে বিদ্যুতের নয়টি সাব-স্টেশন (জিআইএস) নির্মাণ করা হবে। ওই বছরের জুনের মধ্যে লাইন নির্মাণ ও পুনর্বাসনের কাজ সম্পন্ন হবে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বগুড়ায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের নির্বাহী প্রকৌশলী উৎপল কুমার সাহা এ তথ্য জানান।

বগুড়ায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের নির্ভরযোগ্য সূত্র জানায়, এ প্রকল্পের আওতায় প্রায় ৪৭ কোটি টাকা ব্যয়ে বগুড়া সদরের গোদারপাড়া ও মাটিডালিতে  এবং শাজাহানপুরের সুজাবাদ একটি করে অত্যাধুনিক সাব-স্টেশন নির্মাণ করা হচ্ছে। এগুলোর প্রতিটিতে অফিস ভবন, কন্ট্রোল রুম ভবন ও সীমানা প্রাচীর নির্মাণ করা হবে। একই প্রকল্পের আওতায় প্রায় ৫১ কোটি টাকা ব্যয়ে শিবগঞ্জ ও শেরপুরে একটি করে এবং দুপচাঁচিয়া ও আদমদীঘি উপজেলায় দুটি করে মোট ছয়টি সাধারণ সাব-স্টেশন স্থাপিত হচ্ছে। এছাড়াও নতুন লাইন নির্মাণ ও পুরাতন লাইন পুনর্বাসনের কাজ চলছে। প্রকল্প বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের ১৬ জেলার গ্রাহকরা বিদ্যুতের লোডশেডিং, লো-ভোল্টেজ এবং সিস্টেম লসের ভোগান্তি থেকে রেহাই পাবেন। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছানোর কাজটি সম্পন্ন হলে গ্রামের মানুষরাও শহরের সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন।

এ প্রসঙ্গে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের নির্বাহী প্রকৌশলী সাংবাদিকদের জানান, সরকারের অন্যতম লক্ষ্য ২০২১ সালের মধ্যে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া। সে লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) আওতাধীন বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প সারাদেশের মতো বগুড়াতেও কাজ করছে।

এ কাজ বাস্তবায়নে মাঠপর্যায়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়ার কথা উল্লেখ তিনি জানান, এ কাজের সময় বৈদ্যুতিক পোল ও ট্রান্সফরমার স্থাপনে স্থানীয়দের বাধা, নতুন লাইন নির্মাণ ও পুনর্বাসনে গাছের ডালপালা কাটতে বাধা এবং সারাদেশে একযোগে কাজ শুরু হওয়ায় দক্ষ বিদ্যুৎ শ্রমিকের সংকট দেখা দিচ্ছে। এরপরও নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন হবে বলে তিনি আশা করেন।

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিষখালী নদী ভাঙনে বিলীনের অপেক্ষায় দুই বিদ্যালয়
বিষখালী নদী ভাঙনে বিলীনের অপেক্ষায় দুই বিদ্যালয়
রাতের আঁধারে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে দেড় ঘণ্টা অবরোধ
রাতের আঁধারে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে দেড় ঘণ্টা অবরোধ
ডলারের দাম নির্ধারণে বাজারই মূল নিয়ামক, থাকবে বাংলাদেশ ব্যাংকের নজরদারি
ডলারের দাম নির্ধারণে বাজারই মূল নিয়ামক, থাকবে বাংলাদেশ ব্যাংকের নজরদারি
৩ দফা দাবিতে রাতভর জবি শিক্ষার্থীদের সড়কে অবস্থান
৩ দফা দাবিতে রাতভর জবি শিক্ষার্থীদের সড়কে অবস্থান
সর্বাধিক পঠিত
সাবেক সেনা সদস্যদের আবেদন পুনর্বিবেচনা করছে সেনাবাহিনী, ধৈর্য ধরার পরামর্শ
সাবেক সেনা সদস্যদের আবেদন পুনর্বিবেচনা করছে সেনাবাহিনী, ধৈর্য ধরার পরামর্শ
‘পুলসিরাত’ ইসলামিক নাম, তাই পরিবর্তনের নির্দেশ
‘পুলসিরাত’ ইসলামিক নাম, তাই পরিবর্তনের নির্দেশ
পূজা উদযাপন পরিষদের দুই নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
পূজা উদযাপন পরিষদের দুই নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রসঙ্গ
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রসঙ্গ
আরও ১৬ ভারতীয়কে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে বিএসএফ
আরও ১৬ ভারতীয়কে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে বিএসএফ