X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১
পাবনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

উপাচার্যের কাছে ঘুষের টাকা ফেরত চাওয়ার অডিও ভাইরাল

পাবনা প্রতিনিধি
২৬ অক্টোবর ২০১৯, ০২:৫৬আপডেট : ২৬ অক্টোবর ২০১৯, ০৮:০৯

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঘুষের বিনিময়ে এক প্রার্থীকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতির অভিযোগ উঠেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক রোস্তম আলীর বিরুদ্ধে। এ নিয়ে প্রার্থীর সঙ্গে ভিসি-র কথোপথনের একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এদিকে ভাইরাল হওয়া অডিওটিকে পূর্বপরিকল্পিত হিসেবে আখ্যায়িত করে এর প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একইসঙ্গে মো. মনিরুল ইসলাম নামের ওই চাকরিপ্রার্থীর বিরুদ্ধে পাবনা সদর থানায় জিডি করেছেন পাবিপ্রবি-র অতিরিক্ত রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম।
ইতিহাস বিভাগে শিক্ষক নিয়োগের জন্য বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ২৮ জন প্রার্থী অংশ নেন। ছয়জনকে উত্তীর্ণ ঘোষণা করে তালিকা প্রকাশ করা হয়। এতে নিজের নাম না দেখে ক্যাম্পাসে হাজির হয়ে উপাচার্যের কাছে চাকরির জন্য ঘুষ হিসেবে দেওয়া টাকা ফেরত চান মনিরুল। পরে উপাচার্যের কাছে ওই চাকরিপ্রার্থীর টাকা চাওয়ার অডিও রেকর্ড ফেসবুকে ছড়িয়ে পড়ে।

উপাচার্য প্রফেসর ড. রোস্তম আলী বলেন, অনুত্তীর্ণ কিছু প্রার্থী নিয়োগ প্রক্রিয়াকে বিতর্কিত করার চেষ্টা করছে। এছাড়া নিয়োগ প্রার্থী কুমিল্লার বালুচর কৃষ্ণনগর মো. নুরুল হক-এর ছেলে মো. মনিরুল ইসলাম লিখিত পরীক্ষায় অকৃতকার্য হয়েছে। মৌখিক পরীক্ষা শেষে আমি বাসায় যাওয়ার জন্য গাড়িতে উঠার সময় তিনি আমার সঙ্গে অশোভন, অসংলগ্ন ও উত্তেজিত অবস্থায় উত্তপ্ত কথা বলেন। সুযোগ মতো যে কোনও সময় আমার ক্ষয়ক্ষতির হুমকি দেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, ওই চাকরিপ্রার্থী উত্তেজিত অবস্থায় উপাচার্যের ক্ষয়ক্ষতি করার হুমকি দিয়েছেন।

চাকরিপ্রত্যাশী প্রার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মনিরুল ইসলাম অভিযোগ করেন, পাবিপ্রবি-র ইতিহাস বিভাগে শিক্ষক নিয়োগ পরীক্ষায় বিজ্ঞপ্তি প্রকাশ হলে সব শর্ত মেনে তিনি আবেদন করেন। গত জুনে কর্তৃপক্ষ নিয়োগ পরীক্ষা স্থগিত করলে পরিচিত এক বড় ভাইয়ের মাধ্যমে উপাচার্যের সঙ্গে যোগাযোগ হয় তার। সে সময় দুই দফা সাক্ষাতের পর উপাচার্য শিক্ষক হিসেবে তাকে নিয়োগ দিতে ১২ লাখ টাকা ঘুষ দাবি করেন। নিয়োগ পরীক্ষার আগেই জমি বিক্রি করে তিনি ঢাকার ফার্মগেটে গিয়ে উপাচার্যকে দুই দফা প্রথমে পাঁচ ও পরে তিন লাখ টাকা দেন। পরীক্ষার আগের দিনও ফোনে তাকে পরীক্ষায় অংশ নিতে বলেন উপাচার্য।

মনিরুল ইসলাম জানান, প্রকাশিত ফলে নিজের নাম না পেয়ে উপাচার্যকে ফোন করেন তিনি। বলেন, যেহেতু নিয়োগ দেওয়া হয়নি সেহেতু তার টাকা যেন ফেরত দেওয়া হয়। তবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া অডিও-র বিষয়ে তিনি কিছু জানাতে অপারগতা প্রকাশ করেন।

নিয়োগ বোর্ডের সদস্য এবং কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. হাবিবুল্লাহ বলেন, নিয়োগ বোর্ড নীতিমালা মেনেই সব প্রক্রিয়া সম্পন্ন করেছে। লিখিত পরীক্ষার ফলে ছয়জনকে উত্তীর্ণ ঘোষণা করা হলেও মৌখিক পরীক্ষায় বোর্ড কাউকেই চূড়ান্ত উত্তীর্ণ দেখায়নি।

পাবিপ্রবি জনসংযোগ দফতরের উপ-পরিচালক মো. ফারুক হোসেন চৌধুরী স্বাক্ষরিত (২৪ অক্টোবর) এক লিখিত প্রতিবাদে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে উপাচার্য সম্পর্কে প্রকাশিত (অডিও) সংবাদ দৃষ্টিগোচর হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। কর্তৃপক্ষ উদ্দেশ্যপ্রণোদিত এই সংবাদের (অডিও) তীব্র প্রতিবাদ, নিন্দা ও ধিক্কার জানাচ্ছে। নিয়োগপ্রার্থী মো. মনিরুল ইসলাম পরীক্ষায় উত্তীর্ণ হতে না পেরে প্রশাসন ভবনের সামনে এসে পরীক্ষার বিশেষজ্ঞ সদস্যসহ উপাচার্য, উপ-উপাচার্যকে আকস্মিকভাবে গালিগালাজ করেন। পূর্বপরিকল্পিতভাবে সেই পরীক্ষার্থী পুরো নিয়োগ পরীক্ষাকে বিতর্কিত করার জন্য উপাচার্যকে নিয়ে মানহানিকর মন্তব্য করেন এবং বিষয়টি গোপনে মোবাইলে ধারণ করেন। পরে উপাচার্য সম্পর্কে মানহানিকর, বিভ্রান্তমূলক মন্তব্য সম্বলিত পূর্বপরিকল্পিতভাবে করা অডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করেন।

/এমপি/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
দক্ষিণখানে ভবনের চার তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
দক্ষিণখানে ভবনের চার তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট হলেন ১৯ জ্যেষ্ঠ রাজনীতিক
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট হলেন ১৯ জ্যেষ্ঠ রাজনীতিক
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী