X
সোমবার, ২০ মে ২০২৪
৬ জ্যৈষ্ঠ ১৪৩১

মানুষের মন ও চোখের ভাষা বুঝে কাজ করেন শেখ হাসিনা: ওবায়দুল কাদের

ভোলা প্রতিনিধি
৩০ অক্টোবর ২০১৯, ১৭:১০আপডেট : ৩০ অক্টোবর ২০১৯, ১৭:৪৬

বক্তব্য রাখছেন ওবায়দুল কাদের (ছবি– প্রতিনিধি) মানুষের মন ও চোখের ভাষা বুঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘অপরাধীদের দমন করতে নিজের ঘর থেকে শুদ্ধি অভিযান শুরু করেছেন প্রধানমন্ত্রী। অপরাধীরা কোনোভাবে ছাড় পাবে না। একটি অপরাধ ১০টি উন্নয়নকে ম্লান করে দেয়।’

বুধবার (৩০ অক্টোবর) ভোলার চরফ্যাশন উপজেলার চরফ্যাশন ঈদগাহ মাঠে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ৪০ কোটি টাকা ব্যয়ে নির্মিত চরফ্যাশন-বেতুয়া সড়ক উদ্বোধন শেষে তিনি ওই সমাবেশে বক্তব্য রাখেন।

ওবায়দুল কাদের বলেন, ‘ভোলার বোরহানউদ্দিনে জনতা-পুলিশ সংঘর্ষের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হয়নি। নুসরাত হত্যা মামলায় ফেনীর আওয়ামী লীগ সভাপতিও ছাড় পায়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের ঘরে পর্যন্ত অভিযান চালাচ্ছেন। যেখানে টেন্ডারবাজি-চাঁদাবাজি-সন্ত্রাসী, সেখানেই শেখ হাসিনার শুদ্ধি অভিযান। সুবিধাভোগী ও বসন্তের কোকিলদের দলে আনা যাবে না। সময়মতো পাঁচ হাজার ভোল্টের বাতি দিয়েও তাদের খুঁজে পাওয়া যাবে না।’

বিএনপি এখন জাতীয় নালিশ পার্টি হিসেবে জনগণের কাছে পরিচিতি লাভ করেছে মন্তব্য করে তিনি আরও বলেন, ‘আন্দোলনের কোনও ইস্যুতে সফল না হয়ে তারা নালিশ দায়ের করে চলেছে। বুয়েটের আবরার হত্যা মামলা ভিন্নখাতে প্রবাহের চেষ্টা করে ব্যর্থ হয়েছে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘১৯৭৫ সালে মাত্র ১৮ জন লোক যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লাশ দাফন করেন, তখন অনেকে বলেছিলেন—জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দলকে শেষ করা হয়েছে। সেই দল আজ বাংলাদেশের ইতিহাসে এক উন্নয়নের ইতিহাস রচনা করেছে।’

অত্যাচার, নির্যাতনের শিকার হয়েও আওয়ামী লীগকে জনগণ ভুলে যায়নি দাবি করে তিনি বলেন, ‘বিএনপি নির্বাচনে ব্যর্থ, আন্দোলনে ব্যর্থ। তারা বিভিন্ন ইস্যু সৃষ্টি করে বারবার ব্যর্থ হচ্ছে।’

সেতুমন্ত্রী বলেন, ‘৪৪ বছরের মধ্যে জনগণের সেবা করতে গিয়ে সবচেয়ে ঝুঁকির মধ্যে পড়েছেন শেখ হাসিনা। তিনি বিশ্বের ৩ জন সফল নারী প্রধানমন্ত্রীর মধ্যে একজন।’

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবেন। নিজেদের পকেট ভরতে চেষ্টা না করে উন্নয়নের পথে এগিয়ে আসুন।’

সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের সভাপতিত্বে সমাবেশে ছিলেন সড়ক ও জনপথের অতিরিক্ত সচিব শিশির কুমার মজুমদার, জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিক, পুলিশ সুপার শেখ কায়সার আহম্মেদ, উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন প্রমুখ।

/এমএ/এমএমজে/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
কুমিল্লায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
বাজেট অধিবেশন ৫ জুন থেকে
বাজেট অধিবেশন ৫ জুন থেকে
বিলুপ্তপ্রায় গন্ধগোকুল আহত অবস্থায় উদ্ধার
বিলুপ্তপ্রায় গন্ধগোকুল আহত অবস্থায় উদ্ধার
ইরানে পাঁচ দিনের শোক ঘোষণা
ইরানে পাঁচ দিনের শোক ঘোষণা
সর্বাধিক পঠিত
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
নতুন বাণিজ্য সচিবের দায়িত্ব গ্রহণ
নতুন বাণিজ্য সচিবের দায়িত্ব গ্রহণ
ঋণ খেলাপের দায়ে স্ত্রী-ছেলেসহ স্টিল মিল মালিকের কারাদণ্ড
ঋণ খেলাপের দায়ে স্ত্রী-ছেলেসহ স্টিল মিল মালিকের কারাদণ্ড
হামজার পর দিয়াবাতেকে বাংলাদেশ দলে খেলানোর প্রক্রিয়া শুরু
হামজার পর দিয়াবাতেকে বাংলাদেশ দলে খেলানোর প্রক্রিয়া শুরু