X
শুক্রবার, ১৭ মে ২০২৪
৩ জ্যৈষ্ঠ ১৪৩১

আ.লীগের দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় ২ জন জেলে

নাটোর প্রতিনিধি
৩১ অক্টোবর ২০১৯, ১৭:৪০আপডেট : ৩১ অক্টোবর ২০১৯, ১৭:৫৫

নাটোর নাটোরের লালপুর উপজেলার নওপাড়া বাজার এলাকায় নেতাদের নিজ অফিসে বসানোর চেষ্টার জেরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় অফিসের চেয়ার ও পাঁচটি বাড়ি ভাঙচুর করা হয়। বাড়ি ভাঙচুরের মামলায় তোফা ও মাসুদ নামে দুই জনকে জেলে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে এই আদেশ দেন আদালত।
লালপুর থানার ওসি সেলিম রেজা ও মামলার আইও ইমরান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি ইমরান হোসেন জানান, বুধবার রাতে দুড়দুড়য়া ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি গঠনের প্রস্তুতি সভা ও মতবিনিময়ের জন্য নওপাড়া বাজার এলাকায় লালপুর উপজেলা যুবলীগ সভাপতি ও বিলমাড়িয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টু, নাটোর জেলা তাঁতীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘাসহ অন্য নেতারা আসেন। এ সময় দুড়দুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নায়েব উদ্দিন মালিথার ছেলে ও লালপুর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান পলাশ, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য আলতাফ হোসেন ও সাধারণ সম্পাদক শাহজাহান আলীসহ আওয়ামী লীগ নেতারা আগত নেতাদের ওয়ার্ড আওয়ামী লীগ অফিসে বসার অনুরোধ জানান। অপরদিকে স্থানীয় আওয়ামী লীগের নেতা তোফা ও তার লোকজন আগত নেতাদের তাদের অফিসে বসার জন্য বলেন। এ নিয়ে উভয়পক্ষে তর্কাতর্কি থেকে সংঘর্ষ শুরু হয়।
এ সময় ওয়ার্ড আওয়ামী লীগ অফিসের চেয়ার ও আসবাবপত্র ভাঙচুর করা হয়। একপর্যায়ে দুই পক্ষ ইট-পাটকেল ছুড়তে থাকে। কিছুক্ষণ পর ফের দু’পক্ষ সংগঠিত হয়ে ধাওয়া- পাল্টা ধাওয়া শুরু করে। এ সময় আবু তালেব নামে আওয়ামী লীগ কর্মী আহত হন। পরে কার্তিক কুমারের ছেলে বিকাশের বাড়ির বেড়া ভাঙচুর ও ইট পাটকেল নিক্ষেপ করা হয়।
এরপর তোফাজ্জল হোসেন তোফার নেতৃত্বে মিছিল বের হয়ে মহিলা আওয়ামী লীগ সভাপতি ও পানসিপাড়া গ্রামের লুৎফর রহমানের স্ত্রী সাবরিনা খাতুন, একই গ্রামের আমির আলীর ছেলে খোদাবক্স ও নওপাড়া গ্রামের মহাম্মদ আলীর ছেলে বাবুলের বাড়িতে হামলা চালিয়ে ঘরের বেড়া ভাঙচুর ও বাড়ির মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়।

খবর পেয়ে লালপুর থানা পুলিশের ওসি (তদন্ত) মনোয়ারুজ্জামানের নেতৃত্বে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

বৃহস্পতিবার সকালে বাবুল হোসেন বাদী হয়ে মামলা দায়ের করলে পুলিশ তোফা ও মাসুদকে গ্রেফতার করে। তাদের আদালতে হাজির করলে শুনানি শেষে জেলে পাঠানোর আদেশ দেন আদালত।

/এআর/
সম্পর্কিত
উপজেলা নির্বাচনে পলকের হস্তক্ষেপ ঠেকাতে হাইকোর্টে রিট
বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হলেন অপহরণের শিকার সেই প্রার্থী
অবশেষে প্রার্থিতাই প্রত্যাহার করে নিলেন প্রতিমন্ত্রী পলকের শ্যালক
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস খাদে পড়ে নিহত ৫
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস খাদে পড়ে নিহত ৫
উত্তর আমেরিকা চবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটির অভিষেক
উত্তর আমেরিকা চবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটির অভিষেক
লোপেজের জোড়ায় লিগে রানার্সআপ হওয়ার পথে বার্সা
লোপেজের জোড়ায় লিগে রানার্সআপ হওয়ার পথে বার্সা
বাজারে অপরিপক্ব লিচু, খেলে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি
বাজারে অপরিপক্ব লিচু, খেলে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি
সর্বাধিক পঠিত
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
ফুল দিয়ে বরণ, রিট দিয়ে শুরু কোন্দল!
চলচ্চিত্র শিল্পী সমিতিফুল দিয়ে বরণ, রিট দিয়ে শুরু কোন্দল!
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা