X
শনিবার, ০৫ জুলাই ২০২৫
২১ আষাঢ় ১৪৩২
যৌন হয়রানির দায়ে সাজাপ্রাপ্ত শিক্ষককে ফোনে তদন্ত কমিটি প্রধান

‘তোমার পক্ষে রিপোর্ট দিয়েছি’

গোপালগঞ্জ প্রতিনিধি
০৬ নভেম্বর ২০১৯, ২১:০০আপডেট : ০৬ নভেম্বর ২০১৯, ২১:৪২

সাজাপ্রাপ্ত শিক্ষক আক্কাস আলী ও তদন্ত দলের প্রধান আব্দুর রহিম খান (ছবি– সংগৃহীত) গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) দুই ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে সাজাপ্রাপ্ত শিক্ষক ও তদন্ত দলের প্রধানের ফোনালাপের একটি ফাঁস হওয়া অডিও আলোড়ন তৈরি করেছে। ওই ফোনালাপে সাজাপ্রাপ্ত শিক্ষক আক্কাস আলীকে উদ্দেশ করে তদন্ত-প্রধান অধ্যাপক মো. আব্দুর রহিম খানকে বলতে শোনা যায়, ‘আমরা তোমার পক্ষে রিপোর্ট দিয়েছি’। সাজাপ্রাপ্ত শিক্ষক বলেন, ওই ফোনালাপ তিনিই ফাঁস করেছেন। আর তদন্ত-প্রধানের দাবি, সহকর্মী হওয়ায় আক্কাস আলীকে সান্ত্বনা দেওয়ার জন্য এ কথা বলেছেন তিনি। এদিকে বিতর্কিত ফোনালাপ নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে উপাচার্য বলেছেন, নতুন করে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

গত বছরের ডিসেম্বর মাসে দুই ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ ওঠে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের তখনকার বিভাগীয় প্রধান মো. আক্কাস আলীর বিরুদ্ধে। এ অভিযোগ লিখিত আকারে কর্তৃপক্ষের কাছে দেওয়া হলে তারা তদন্তের নামে কালক্ষেপণ করে বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীরা আক্কাস আলীর শাস্তির দাবিতে আন্দোলন শুরু করেন। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. আব্দুর রহিম খানকে সভাপতি ও ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক ড. মো. বশির উদ্দিনকে সদস্য সচিব করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত শেষে কমিটির সুপারিশে আক্কাস আলীকে বিভাগীয় প্রধানের পদ থেকে আজীবনের জন্য অব্যাহতি দেওয়া হয়। একইসঙ্গে তাকে চলতি বছরের জানুয়ারি-জুন এবং ২০২২ সালের জুলাই-ডিসেম্বর পর্যন্ত মোট ৮ সেমিস্টারের সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কাজ থেকে বিরত থাকতে নির্দেশ দেয় কর্তৃপক্ষ।

ফাঁস হওয়া ফোনালাপে অভিযোগকারী দুই ছাত্রী মিথ্যা সাক্ষ্য দিয়েছেন বলে দাবি করেন আক্কাস আলী। এ সময় তদন্ত-প্রধান আব্দুর রহিম খান অভিযোগকারী দুই ছাত্রীর নাম উল্লেখ করে বলেন, ‘ঘটনাটা তোমাকে ফাঁসানোর জন্য করা হয়েছে। আপাতত চুপ থাকো। পরে সবকিছু মেকআপ হয়ে যাবে।’ ফোনালোপে আব্দুর রহিম খানকে আরও বলতে শোনা যায়, “আমরা তোমার পক্ষে রিপোর্ট দিয়েছি। আমরা কিন্তু খারাপ রিপোর্ট দেইনি।’ এ পর্যায়ে আক্কাস আলী বলেন, ‘কলঙ্কিত হয়ে গেলাম। আমি মুখ দেখাতে পারি না। অন্য কারও শাস্তি হোক বা না হোক, কাজটা আমি করিনি—এটা প্রমাণিত হলে আমি কলঙ্কমুক্ত হতে পারবো।’

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ফোনালাপ ফাঁস হওয়ার পর এখন তা শিক্ষার্থীদের হাতে হাতে ঘুরছে। ক্ষুব্ধ শিক্ষার্থীদের দাবি, অভিযুক্ত শিক্ষক আক্কাস আলীকে আরও কঠোর শাস্তি দিতে হবে। পাশাপাশি দায়িত্বে অবহেলার জন্য তদন্ত কমিটির প্রধান অধ্যাপক মো. আব্দুর রহিম খানকেও শাস্তির আওতায় আনতে হবে।

এ ব্যাপারে আব্দুর রহিম খান বলেন ‘ওই সময় আক্কাস আলী আমাকে প্রায়ই ফোন করতেন। সহকর্মী হওয়ায় আমি তার সঙ্গে কথা বলি। তিনি নিজেকে নির্দোষ দাবি করতেন। এ সময় তাকে সান্ত্বনা দেওয়া ছাড়া আর কিছুই করার ছিল না।’ তিনি আরও বলেন, ‘আক্কাস আলীই অডিওটি ভাইরাল করেছেন। তবে কী জন্য করেছেন তা তিনি বলতে পারেননি।’

এ ব্যাপারে আক্কাস আলী বলেন, ‘তদন্ত কমিটির প্রধান আব্দুর রহিমকে ফোন করে আমার বিষয়ে জানতে চাইলে তিনি আমাকে নির্দোষ বলেন। এ সময় আমি কথোপকথনটি রেকর্ড করে রাখি। পরে ক্যাম্পাস সাংবাদিক ফাতেমা-তুজ-জিনিয়াকে জানাই, তদন্ত কমিটির প্রধান আমাকে নির্দোষ বলেছেন। এ ব্যাপারে ওই সাংবাদিক আব্দুর রহিম খানের কাছে জানতে চাইলে তিনি তা অস্বীকার করেন। পরে আমি প্রমাণস্বরূপ রেকর্ডটি ওই সাংবাদিককে দিয়ে দেই। এভাবেই ফোনালাপটি ফাঁস হয়েছে।’

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য মো. শাহজাহান বলেন, ‘এটি একটি পুরাতন ইস্যু। তবে ফোনালাপটি ভাইরাল হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে বিরূপ আলোচনা চলছে। এজন্য তারা আন্দোলন করেছে এবং আক্কাস আলীর বিরুদ্ধে পুনঃতদন্ত কমিটি গঠন ও আব্দুর রহিম খানের পদত্যাগের দাবিতে রেজিস্ট্রার বরাবর প্রক্টরের কাছে একটি চিঠি দিয়েছে।’ তিনি আরও বলেন, ‘ফোনালাপটি ভাইরাল হওয়ায় শিক্ষার্থীরা মনে করছেন আগের কমিটির তদন্ত সঠিক হয়নি। সেজন্য আবার তদন্ত কমিটি গঠন করা হবে। নতুন তদন্ত প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।’

অডিও— 

/এমএ/এমওএফ/
সম্পর্কিত
দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ২ জন নিহত
‘বাংলাদেশ ভারতের ওপর নির্ভর করে থাকবে না, নিজের পায়ে দাঁড়াবে’
গোপালগঞ্জে ভ্যান চুরির মীমাংসা করতে বসে উল্টো সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
ঢাকায় বিশাল জমায়েত করে সরকার কাছ থেকে প্রাপ্য বুঝে নেওয়া হবে: নাহিদ ইসলাম
ঢাকায় বিশাল জমায়েত করে সরকার কাছ থেকে প্রাপ্য বুঝে নেওয়া হবে: নাহিদ ইসলাম
টিভিতে আজকের খেলা (৫ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৫ জুলাই, ২০২৫)
কিংয়ের ৭৫ রানের পর সিলসের আঘাতে চাপে অস্ট্রেলিয়া
কিংয়ের ৭৫ রানের পর সিলসের আঘাতে চাপে অস্ট্রেলিয়া
আল হিলালকে হারিয়ে সেমিফাইনালে ফ্লুমিনেন্স
ফিফা ক্লাব বিশ্বকাপআল হিলালকে হারিয়ে সেমিফাইনালে ফ্লুমিনেন্স
সর্বাধিক পঠিত
দেশের এই পরিস্থিতিতে কীসের নির্বাচন: জামায়াত আমির
দেশের এই পরিস্থিতিতে কীসের নির্বাচন: জামায়াত আমির
ইরানি তেল বাণিজ্যে আবারও আঘাত যুক্তরাষ্ট্রের
ইরানি তেল বাণিজ্যে আবারও আঘাত যুক্তরাষ্ট্রের
৯ ধরনের মামলার আগে মধ্যস্থতার বাধ্যবাধকতা: বিচারপ্রার্থীদের ভোগান্তি কমবে?
৯ ধরনের মামলার আগে মধ্যস্থতার বাধ্যবাধকতা: বিচারপ্রার্থীদের ভোগান্তি কমবে?
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
দুই ভাইয়ের বিরোধে মুরাদনগরের সেই ঘটনার ভিডিও ছড়ানো হয়: র‌্যাব
দুই ভাইয়ের বিরোধে মুরাদনগরের সেই ঘটনার ভিডিও ছড়ানো হয়: র‌্যাব