X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

কাশবনের অনাবাদি জমিতে শীতকালীন সবজি, কৃষকের মুখে হাসি

আতাউর রহমান জুয়েল, ময়মনসিংহ
০৮ নভেম্বর ২০১৯, ১২:১৩আপডেট : ০৮ নভেম্বর ২০১৯, ১২:২০

এক সময়ের কাশবনে পালং শাক চাষ গফরগাঁওয়ের ব্রহ্মপুত্র পাড়ের দত্তের বাজার চরে ঝাউ ও কাশবনের প্রায় তিনশ’ একর অনাবাদি জমিতে চাষ করা হচ্ছে ধানসহ শীতের নানা সবজি। ঝাউ ও কাশবনের কারণে প্রায় ১৫ বছর ধরে এসব জমি ছিল অনাবাদি। দীর্ঘদিন পর এসব জমিতে ফসল আবাদ করতে পেরে খুশি শতাধিক কৃষক।
দত্তের বাজার চরের কৃষক আব্দুল কাইয়ুম বলেন, বাবার কাছ থেকে পাওয়া প্রায় তিন একর জমি ২০ বছর আগে ব্রহ্মপুত্র নদে বিলীন হয়ে যায়। ৪ থেকে ৫ বছরের মাথায় ওই জমি জেগে উঠে। পরে চরের জমি কাশ ও ঝাউবনে রূপ নেয়। এসব জমিতে চাষাবাদ করতে না পেরে সংসার চালাতে তিনি পরের জমিতে কাজ করেন। তিনি জানান, ৩ বছর আগে সৌদি প্রবাসী শেখ আব্দুল মান্নানের সহায়তায় কাশ ও ঝাউবন পরিষ্কার করে কৃষকরা নানা ধরনের ফসল ফলাচ্ছেন। এখন আর তাকে আর অন্যের জমিতে কাজ করতে হয় না। তিন একর জমিতে ধানের পাশাপাশি, আলু ও মুলাসহ নানা ধরনের সবজি চাষ করেছেন তিনি।
অনাবাদি জমিকে আবাদি জমিতে পরিণত করা হচ্ছে শুধু আব্দুল কাইয়ুম না, দত্তের বাজার চরের প্রায় শতাধিক কৃষক শীতকালীন সবজি চাষ করছেন। স্থানীয় ইউপি সদস্য লিটন মিয়া জানান, কাশ ও ঝাউবনের কারণে দত্তের বাজার চরে দিনের বেলায়ও মানুষ সেখানে যাওয়ার সাহস পেতেন না। এই চরে জুয়ার আসরসহ নানা ধরনের অপকর্ম হতো। এখন চাষবাদের উপযোগী হওয়ায় চরাঞ্চল আলোকিত হয়েছে।
সবজি চাষ এ বিষয়ে প্রবাসী আব্দুল মান্নান শেখ জানান, প্রায় ২০ বছর সৌদি আরবের মরুভূমিতে কাজ করে দেশে ফিরে দত্তের বাজার চরকে মরুভূমির মতোই মনে হয়। কৃষকরা চাষাবাদ করতে না পেরে অভাবে দিনযাপন করছিলেন। ঝাউ ও কাশবনকে আবাদি জমির উপযোগী করার জন্য সেচ ব্যবস্থা, রাস্তা, ব্রিজ ও কালভার্ট নির্মাণ করা হয়। ঢাকা থেকে আড়তদাররা এখানকার সবজি ক্ষেত থেকে নিয়ে যাচ্ছেন।
এক সময়ের অনাবাদি জমি  এ বিষয়ে কৃষি সম্প্রসারণ বিভাগের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আসাদুল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, সরকারের এসডিজি (টেকসই উন্নয়ন লক্ষ্য) বাস্তবায়ন ও ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়তে অনাবাদি জমিকে আবাদি করার এমন উদ্যোগ প্রশংসনীয়।

 

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রী-এমপিদের প্রভাব নিয়ে উদ্বেগ ডিসি ও এসপিদের
উপজেলা নির্বাচনমন্ত্রী-এমপিদের প্রভাব নিয়ে উদ্বেগ ডিসি ও এসপিদের
জিম্মিদের মুক্তির জন্য হামাসকে ১৮ দেশের আহ্বান
জিম্মিদের মুক্তির জন্য হামাসকে ১৮ দেশের আহ্বান
অডিও ফাঁস, নারীর কাছে ডিবি পুলিশ সদস্যের ‘হেরোইন বিক্রি’
অডিও ফাঁস, নারীর কাছে ডিবি পুলিশ সদস্যের ‘হেরোইন বিক্রি’
উপজেলা নির্বাচনে নেই বেশিরভাগ রাজনৈতিক দল
উপজেলা নির্বাচনে নেই বেশিরভাগ রাজনৈতিক দল
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা