X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ঘূর্ণিঝড় বুলবুল: ভোলায় খোলা হয়েছে ৮ কন্ট্রোল রুম, ছুটি বাতিল

ভোলা প্রতিনিধি
০৮ নভেম্বর ২০১৯, ১৬:২৪আপডেট : ০৮ নভেম্বর ২০১৯, ১৬:৩৬

 ঘূর্ণিঝড় বুলবুলের ক্ষয়ক্ষতি মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। ইতোমধ্যে জেলা সদরসহ সাত উপজেলায় ৮টি কন্ট্রোল রুম খোলা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে ৬৬৮টি আশ্রয়কেন্দ্র। গঠন করা হয়েছ ৯২টি মেডিক্যাল টিম। ঝড়ের কারণে বাতিল করা হয়েছে জেলার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি এবং স্থানীয়দের সতর্ক করতে উপকূলে চলছে রেড ক্রিসেন্ট ও সিপিপির প্রচারণা।

এদিকে ঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকায় চার নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়েছে। ঝড়ের প্রভাবে ভোলায় সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। জেলার বিভিন্ন এলাকায় ভারী বর্ষণেরও খবর পাওয়া গেছে। ঝড়ের কারণে নদী এবং সাগর উত্তাল হয়ে উঠেছে। ক্ষয়ক্ষতি ও প্রাণহানি কমাতে উপকূলীয় এলাকার লোকজনকে নিরাপদ অবস্থানে সরিয়ে আনা হচ্ছে।

 শুক্রবার (৮ নভেম্বর) বেলা ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ে ঘূর্ণিঝড় প্রস্তুতি বিষয়ক এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক জানান, ঘূর্ণিঝড় মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলা প্রশাসনের কাছে শুকনো খাবার, প্রয়োজনীয় চাল, টিন ও নগদ টাকাসহ পর্যাপ্ত ত্রাণসামগ্রী রয়েছে। ইতোমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সমন্বয়ে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।

ভোলা সিপিপির উপপরিচালক মো. সাহাবুদ্দিন জানান, ঝড়ের বিষয়ে স্থানীয়দের জানাতে সিপিপি ও রেডক্রিসেন্টকর্মীরা প্রচারণা চালিয়ে যাচ্ছেন। দুর্যোগে উদ্ধার ও ত্রাণ তৎপরতা চালাতে সিপিপির ১০ হাজার ২০০ স্বেচ্ছাসেবীকে প্রস্তুত রাখা হয়েছে।

তিনি আরও বলেন, ভোলায় এখনো ৪ নম্বর সতর্কতা সংকেত চলছে। ঝড়টি কোনদিকে আঘাত হানবে এখনও বলা যাচ্ছে না।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘গাজার গণকবরে অন্তত ২০ জনকে জীবন্ত দাফন’
‘গাজার গণকবরে অন্তত ২০ জনকে জীবন্ত দাফন’
‘বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়তে হবে’
‘বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়তে হবে’
প্রতি শ্রেণিতে ৫৫ শিক্ষার্থী ভর্তির নির্দেশ শিক্ষা প্রতিমন্ত্রীর
প্রতি শ্রেণিতে ৫৫ শিক্ষার্থী ভর্তির নির্দেশ শিক্ষা প্রতিমন্ত্রীর
উত্তাল চুয়েট, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
উত্তাল চুয়েট, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা