X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

পা দিয়ে জেএসসি পরীক্ষা

কুড়িগ্রাম প্রতিনিধি
০৮ নভেম্বর ২০১৯, ১৯:১৯আপডেট : ০৮ নভেম্বর ২০১৯, ১৯:৩০




পা দিয়ে পরীক্ষা দিচ্ছে মানিক জন্মগতভাবে দুই হাত নেই কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার চন্দ্রখানা গ্রামের মানিক রহমানের। শারীরিক এই প্রতিবন্ধকতাকে সে জয় করেছে দুই পা দিয়ে। মনের জোর আর দুই পায়ের ব্যবহার করে অন্য শিশু-কিশোরের মতোই স্বাভাবিক জীবন যাপনে অভ্যস্ত হয়ে পড়েছে এই কিশোর। সে ফুলবাড়ী জছি মিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এবার জেএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। এর আগে ২০১৬ সালে পা দিয়ে লিখেই প্রাথমিক সমাপনী (পিইসি) পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে সে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুর ১২টায় ফুলবাড়ী উচ্চ বালিকা বিদ্যালয় (পাইলট) কেন্দ্রের ৬ নম্বর কক্ষে গিয়ে দেখা যায়, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের পরীক্ষায় ডান পা দিয়ে লিখছে মানিক। পরীক্ষা শেষে কথা হয় মানিকের সঙ্গে। সে বলে, ‘আমার দুটি হাত না থাকলেও আল্লাহর রহমতে পা দিয়ে লিখেই পিইসিতে গোল্ডেন এ-প্লাসসহ ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছি। আমার জন্য সবাই দোয়া করবেন, যেন জেএসসি পরীক্ষায়ও সফলতা ধরে রাখতে পারি।’

ভবিষ্যতে প্রকৌশলী হওয়ার স্বপ্ন মানিক রহমানের। সে আরও বলে,‘এসএসসি ও এইচএসসি পরীক্ষায়ও যেন ভালো ফল করতে পারি সে চেষ্টা থাকবে। প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার ইচ্ছা আমার। বাবা-মায়ের স্বপ্ন পূরণ করে তাদের পাশে দাঁড়াতে চাই।’
দুটো হাত না থাকলেও পা দিয়েই মোবাইল অপারেট করাসহ কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহারে পারদর্শী মানিক। তার বাবা মিজানুর রহমান বলেন, ‘আমার দুই ছেলে। মানিক বড়। ছোট ছেলে মাহিম দ্বিতীয় শ্রেণিতে পড়ে। মানিক প্রতিবন্ধী এটা আমরা মনে করি না। জন্ম থেকেই তার দুটো হাত না থাকলেও ছোট থেকে মানিকের মা ও আমি তাকে পা দিয়ে লেখার অভ্যাস করিয়েছি। এ জন্য আমার স্ত্রী মরিয়ম বেগমের অবদানই বেশি। সমাজে অনেক সুস্থ ও স্বাভাবিক ছেলে-মেয়ের চেয়েও মানিক পিইসিতে ভালো রেজান্ট করেছে। ওর জন্য আমরা গর্ববোধ করি। সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন। ও যেন সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকে এবং আল্লাহ যেন ওর স্বপ্নগুলো পূরণ করে।’
ফুলবাড়ী জছি মিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদ আলী খন্দকার বলেন, ‘শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও মানিক অসাধারণ শিক্ষার্থী। সে ডান পায়ের বুড়ো আঙুলের ফাঁকে কলম ধরে লেখে, আর বাঁ পা দিয়ে প্রশ্ন ও খাতার পাতা উল্টাতে পারে। সে নিয়মিত স্কুলে আসে এবং সফলতার সঙ্গে পিইসি পরীক্ষায় বৃত্তিসহ উত্তীর্ণ হয়। আশা করি, সে জেএসসিতেও একই সফলতা অর্জন করবে।’
ফুলবাড়ী উচ্চ বালিকা বিদ্যালয় (পাইলট) কেন্দ্রের কেন্দ্রসচিব কানাই লাল সেন জানান, মানিক রহমান প্রতিবন্ধী হয়েও অন্য শিক্ষার্থীদের মতোই প্রতিটি পরীক্ষায় অংশ গ্রহণ করছে এবং পা দিয়ে লিখে পরীক্ষা সম্পন্ন করছে। বেঞ্চে বসে পরীক্ষা দিতে অসুবিধা হওয়ায় তার জন্য স্কুলের প্রধান শিক্ষক চৌকিতে বসে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেছেন। তাকে বাড়তি ৩০ মিনিট সময় দেওয়াসহ সব প্রাপ্য সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে।

কেন্দ্র সচিব আরও বলেন, ‘অদ্ভুত ব্যাপার হলো পা দিয়ে লিখলেও মানিকের লেখা অনেক সুন্দর। আমি তার মঙ্গল কামনা করছি। সে যেন স্বপ্ন পূরণ করে আত্মনির্ভরশীল হয়।’

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’