X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

মহাবিপদ সংকেতেও সতর্ক নন মোংলাবাসী

মোংলা প্রতিনিধি
০৯ নভেম্বর ২০১৯, ১৮:৩৩আপডেট : ০৯ নভেম্বর ২০১৯, ১৮:৪০

দিগন্ত সরকারি প্রকল্প বিদ্যালয়ের আশ্রয়কেন্দ্রে একজন এসেছেন মোংলায় থেমে থেমে বৃষ্টির মধ্যে কালো মেঘ চিরে রোদের আলো আসছে। দমকা বা হালকা বাতাসও নেই। তাই ১০ নম্বর মহাবিপদ সংকেতেও ভয় নেই এখানকার মানুষের। আশ্রয়কেন্দ্রে না গিয়ে আতঙ্কহীন মানুষরা ঘর থেকে বের হয়ে স্বাভাবিকভাবে কাজকর্ম করছেন। উপজেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তারা এসব তথ্য জানান।

ঘূর্ণিঝড় বুলবুল এখন মোংলা সমুদ্র বন্দর থেকে ২৮০ কিলোমিটার দূরে অবস্থান করছে বলে জানান, আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা। তিনি জানান,  বুলবুলের প্রভাবে বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হচ্ছে। রাতে এটি আঘাত হানবে।

শনিবার সকালে মোংলা সমুদ্র বন্দরের জন্য ১০ নম্বর মহাবিপদ সংকেত ঘোষণা করা হয়। দুপুর ২টা পর্যন্ত ৮৪টির মধ্যে জয়মনি এলাকার দুটি আশ্রয়কেন্দ্রে স্বল্প সংখ্যক মানুষ উপস্থিত হলেও বাকিগুলো ছিল একদমই ফাঁকা। কবরস্থান রোডের দিগন্ত সরকারি প্রকল্প বিদ্যালয়ের আশ্রয়কেন্দ্রে একজন লোক উপস্থিত হন। এ কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা মৃনাল কান্তি মিস্ত্রি বলেন, ‘আবহাওয়া স্বাভাবিক থাকায় লোকজন আশ্রয়কেন্দ্রে আসেনি। একই অবস্থা আলীয়া মাদ্রাসা, চালনা বন্দর স্কুল, সেন্ট পলস্ উচ্চ বিদ্যালয়, গার্লস স্কুল, আরাজী মাকোরডোনসহ বেশ কয়েকটি আশ্রয় কেন্দ্রের।’

মোংলার শেহালাবুনিয়ার বাসিন্দা আনোয়ার হোসেন টিটু বলেন, ‘মোংলার আকাশে তেমন মেঘ নেই, ভারী বৃষ্টিও নেই। মাঝে মাঝে রৌদ্রের আনাগোনা। হয়তো সে কারণেই মহাবিপদ সংকেতেও মধ্যেও মানুষের মধ্যে আতঙ্ক নেই।’

তবে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রাহাত মান্নান বলেন, ‘সুন্দরবনের খুব কাছের জনপদ জয়মনির লোকজন সরকারি খাদ্য গুদাম ও জয়মনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্রসহ কয়েকটি আশ্রয়কেন্দ্রে প্রায় ২৬’শ লোক জড়ো হয়েছেন। তাদের মধ্যে শুকনো খাবার বিতারণ করা হয়েছে।’ বিকালের পর থেকে আশ্রয়কেন্দ্রে লোকজনের উপস্থিতি বাড়বে বলে তিনি জানান।

এদিকে মোংলা বন্দর কর্তৃপক্ষের সভাকক্ষে দুপুর ১টায় জরুরি সভা করে ঝড় পরবর্তী মোকাবেলায় কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়। বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সদস্য (অর্থ) ইয়াসমিন আফসানার সভাপতিত্বে এ সময় সদস্য (হারবার ও মেরিন) ক্যাপ্টেন মহাম্মদ আলী, হাবরবার মাস্টার কমান্ডার শেখ ফকর উদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তামিমের ফেরা প্রসঙ্গে শান্ত, ‘সবার আগে উনার চাইতে হবে’
তামিমের ফেরা প্রসঙ্গে শান্ত, ‘সবার আগে উনার চাইতে হবে’
পশ্চিম তীরে ২ ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরায়েলি সেটেলাররা
পশ্চিম তীরে ২ ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরায়েলি সেটেলাররা
রিক্রুটিং এজেন্সিকে মানবিক হওয়ার আহ্বান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর
রিক্রুটিং এজেন্সিকে মানবিক হওয়ার আহ্বান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর
চুয়াডাঙ্গায় বইছে তীব্র তাপপ্রবাহ, তাপমাত্রা ৪০.৬ ডিগ্রি
চুয়াডাঙ্গায় বইছে তীব্র তাপপ্রবাহ, তাপমাত্রা ৪০.৬ ডিগ্রি
সর্বাধিক পঠিত
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
চাসিভ ইয়ার দখল করতে চায় রাশিয়া: ইউক্রেনীয় সেনাপ্রধান
চাসিভ ইয়ার দখল করতে চায় রাশিয়া: ইউক্রেনীয় সেনাপ্রধান
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা