X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

শেখ হাসিনার শুদ্ধি অভিযানের পরিপূরক জাসদের সুশাসনের সংগ্রাম: ইনু

মাগুরা প্রতিনিধি
০৯ নভেম্বর ২০১৯, ১৯:০০আপডেট : ০৯ নভেম্বর ২০১৯, ১৯:১৫

বক্তব্য রাখছেন হাসানুল হক ইনু (ছবি– প্রতিনিধি)

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান উন্নয়ন যাত্রাকে আরও বেগবান করার আহ্বান জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। তিনি বলেছেন, ‘জাসদের সুশাসনের সংগ্রাম শেখ হাসিনার শুদ্ধি অভিযানের পরিপূরক। গত ১০ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সম্প্রদায়িকতা বিরোধী ও জঙ্গি-সন্ত্রাস থেকে দেশ উদ্ধারের যুদ্ধে আমরা সফল হয়েছি। সেই সাফল্য ধরে রাখতে হবে।’

শনিবার (৯ নভেম্বর) দুপুরে মাগুরা শেখ কামাল ইনডোর স্টেডিয়ামে জেলা জাসদের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসানুল হক ইনু বলেন, ‘বাংলাদেশ এখন একটি নতুন রাজনৈতিক পর্বে প্রবেশ করেছে। সেই পর্বের প্রধান রাজনৈতিক কর্তব্য হচ্ছে—দেশের সব স্তর থেকে লুটেরা, দুর্নীতিবাজ, মুনাফাখোর ও চাটুকারদের বিতাড়ন করা। সব লুটেরা-দুর্নীতিবাজের ঠিকানা খালেদা জিয়ার পাশের জেলখানা।’

জাতীয় সংসদের তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুর্নীতিবাজদের বিরুদ্ধে যখন শুদ্ধি অভিযান চলছে, তখন দুর্নীতিবাজদের রক্ষার চেষ্টা চালাচ্ছে বিএনপি-জামায়াত। দেশে যখন জঙ্গি দমন করা হচ্ছিল, তখনও বিএনপি-জামায়াত শেখ হাসিনার সরকারকে উৎখাত করার চেষ্টা করেছিল। চরম দুর্নীতিবাজ খালেদা জিয়া ও তারেক রহমানকে মাথার তাজ বানিয়ে দুর্নীতির বিপক্ষে কথা বলা সাজে না।’

দুর্নীতিবাজ খালেদা জিয়া ও তারেক রহমানকে বর্জন করে দুর্নীতি নিয়ে কথা বলার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘জাসদ জঙ্গি-সন্ত্রাস দমনের যুদ্ধে সামনে ছিল, দুর্নীতিবাজদের উচ্ছেদের যুদ্ধেও সামনেই থাকবে।’

মাগুরা জেলা জাসদের সভাপতি সৈয়দ অহিদুল ইসলাম ফনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন– জাসদের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি রবিউল আলম, কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাবেক এমপি আব্দুল মতিন মিয়া, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও নারী জোটনেত্রী আফরোজা হক রিনা, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সফিউদ্দিন মোল্যা, যুগ্ম-সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু, রোকনুজ্জামান, দফতর সম্পাদক আব্দুলাহিল কাইয়ুম, মাগুরা পৌরসভার মেয়র খুরশীদ হায়দার টুটুল, জাসদের কেন্দ্রীয় সদস্য জাহিদ আলম, জেলা জাসদের সাধারণ সম্পাদক সমির চক্রবর্তী, সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মিয়া ওয়াহিদ কামাল বাবলু প্রমুখ।

 

/এমএ/
সম্পর্কিত
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
বাস-অটোরিকশার সংঘর্ষে মাগুরায় নিহত ৩
‘কিংস পার্টিতে’ সাকিবের যোগদানের বিষয়টি জানেন না মহাসচিব
সর্বশেষ খবর
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট