X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

নাঈমুল আবরারের ময়নাতদন্ত সম্পন্ন

নোয়াখালী প্রতিনিধি
১০ নভেম্বর ২০১৯, ১৮:৩৪আপডেট : ১০ নভেম্বর ২০১৯, ১৮:৪৬

কবর থেকে তোলা হচ্ছে নাঈমুল আবরার রাহাতের লাশ

আদালতের নির্দেশে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র নাঈমুল আবরার রাহাতের লাশের ময়নাতদন্ত রবিবার (১০ নভেম্বর) বিকাল তিনটায় নোয়াখালী জেনারেল হাসপাতালে সম্পন্ন হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট খুব অল্প সময়ের মধ্যে আদালতে পাঠানো হবে বলে চিকিৎসক জানিয়েছেন। হাসপাতাল সূত্রে জানা যায়, ময়নাতদন্ত সম্পন্ন করেন নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম, ইমার্জেন্সি মেডিক্যাল অফিসার মাসুদুর রহমান ও মেডিক্যাল অফিসার ফাহিমা খাতুন ঊর্মি।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানান, ময়নাতদন্ত বিকাল তিনটায় সম্পন্ন হয়েছে। খুব অল্প সময়ের মধ্যে ময়নাতদন্তের রিপোর্ট পুলিশ সুপারের অফিস ও আদালতে পাঠানো হবে। এর আগে শনিবার (৯ নভেম্বর) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সোনাইমুড়ী উপজেলার সোনাপুর ইউনিয়নের ধন্যপুর গ্রামে পারিবারিক কবরস্থান থেকে নাঈমুল আবরারের লাশ উত্তোলন করা হয়।
উল্লেখ্য, গত ১ নভেম্বর ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে দৈনিক প্রথম আলোর ম্যাগাজিন কিশোর আলোর অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাঈমুল আবরারের মৃত্যু হয়। প্রথম আলো কর্তৃপক্ষের অব্যবস্থাপনাকে দায়ী করে দৈনিকটির সম্পাদকের বিরুদ্ধে ৬ নভেম্বর মামলা করেন আবরারের বাবা মো. মুজিবুর রহমান। পরে বাদীর জবানবন্দি গ্রহণ করেন ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর হাকিম মো. আমিনুল হক। ময়নাতদন্তের জন্য লাশ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দেন আদালত। একই সঙ্গে মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া অপমৃত্যু মামলার সঙ্গে তার বাবার নালিশি মামলাটি একসঙ্গে তদন্ত করতে বলেছেন আদালত। আগামী ১ ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করতে মোহাম্মদপুর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর হাকিম।

আরও পড়ুন: কবর থেকে তোলা হলো আবরারের লাশ

 

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা