X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ফরম পূরণ করতে না দেওয়ায় স্কুল সভাপতির বাড়িতে হামলা

নেত্রকোনা প্রতিনিধি
১০ নভেম্বর ২০১৯, ১৯:১৬আপডেট : ১০ নভেম্বর ২০১৯, ১৯:১৮

ফরম পূরণ করতে না দেওয়ায় স্কুল সভাপতির বাড়িতে হামলা নেত্রকোনার মদনে এসএসসি পরীক্ষার ফরম পূরণ করতে না দেওয়ায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির বাড়িতে হামলা করেছে মূল্যায়ন পরীক্ষায় অকৃতকার্য কয়েকজন শিক্ষার্থী। এ সময় নিজের আত্মরক্ষায় সভাপতি তার লাইসেন্সধারী পিস্তল থেকে এক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। শনিবার (৯ নভেম্বর) রাতে উপজেলার ফতেপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পারভেজ চৌধুরীর বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিস্তলটি জব্দ করে।
এলাকাবাসী, পুলিশ ও বিদ্যালয় সূত্রে জানা যায়, ফতেপুর উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছরের এসএসসির নির্বাচনি পরীক্ষায় ৮০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ৬৮ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়। অকৃতকার্য ১২ শিক্ষার্থী ফরম পূরণের জন্য নানাভাবে তদবির করতে থাকে। এতে কোনও সুফল না পেয়ে শনিবার রাতে অকৃতকার্য
শিক্ষার্থী মুরাদসহ সাতজন ধারালো অস্ত্র নিয়ে ম্যানেজিং কমিটির সভাপতির বাড়িতে হামলা চালায়। এ সময় সভাপতি পিস্তলের এক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।
এ বিষয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পারভেজ চৌধুরী বলেন, ‘সরকারের নীতিমালা অনুযায়ী, নির্বাচনি পরীক্ষায় উত্তীর্ণ না হলে ফরম পূরণ করা যাবে না। তাই অকৃতকার্য শিক্ষার্থীদের ফরম পূরণে অপারগতা প্রকাশ করি। এ কারণে শনিবার রাতে অকৃতকার্য শিক্ষার্থী মুরাদসহ বহিরাগত সাতজন ধারালো অস্ত্র নিয়ে আমার ওপর হামলা চালায়। এ সময় আত্মরক্ষার জন্য আমি এক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। পরে থানায় খবর দিলে পুলিশ রাতেই ঘটনাস্থলে আসে।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম চৌধুরী বলেন, ‘৮০ জন শিক্ষার্থী চলতি এসএসসির নির্বাচনি পরীক্ষায় অংশগ্রহণ করে ৬৮ জন কৃতকার্য হয়। সরকারি নিয়ম অনুযায়ী, অকৃতকার্য ১২ জনের ফরম পূরণের কোনও সুযোগ নেই। শুনেছি এরই জের ধরে শনিবার রাতে ম্যানেজিং কমিটির সভাপতির বাড়িতে হামলা হয়েছে।’
ওসি মো. রমিজুল হক জানান, খবর পেয়ে শনিবার রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে বিদ্যালয়ের সভাপতির ব্যবহার করা পিস্তল জব্দ করা হয়েছে। এ ব্যাপারে থানায় জিডি মূলে তদন্ত করা হচ্ছে। শুনেছি পিস্তল দিয়ে দুই রাউন্ড গুলি ছোড়া হয়েছে।

 

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!