X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

জমি নিয়ে বিরোধ, বৃদ্ধা নিহত

বগুড়া প্রতিনিধি
১১ নভেম্বর ২০১৯, ১৭:৪৩আপডেট : ১১ নভেম্বর ২০১৯, ১৭:৪৫

বগুড়া

বগুড়ার সোনাতলায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের মারধরে সফুরা বেওয়া (৬৫) নামে একজন বৃদ্ধা মারা গেছেন। সোমবার (১১ নভেম্বর) সকালে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান তিনি।

এর আগে, রবিবার দুপুরে উপজেলার জোড়গাছা ইউনিয়নের সোনাকানিয়া গ্রামে জমি  নিয়ে বিরোধে হামলার ঘটনা ঘটে।

সোনাতলা থানার ওসি আব্দুল্লাহ আল মাসউদ চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি বলেছেন, ‘জিজ্ঞাসাবাদের জন্য তিন জনকে থানায় আনা হয়েছে।’

স্থানীয়রা জানান, সোনাতলা উপজেলার সোনাকানিয়া গ্রামের মৃত কাশেম মণ্ডলের ছেলে ও উপজেলা শ্রমিক লীগের যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট শহিদুল ইসলামের সঙ্গে একই গ্রামের মৃত ফজল হকের ছেলে আব্দুল হালিম মাস্টারের জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে দুপক্ষের মধ্যে বিভিন্ন সময় সংঘর্ষ হয়েছে এবং আদালতে মামলাও চলছে। এই বিরোধের জের ধরে রবিবার দুপুরে হালিম মাস্টারের লোকজন প্রতিপক্ষ অ্যাডভোকেট শহিদুল ইসলামের বাড়িতে হামলা চালায়।

সোনাতলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অ্যাডভোকেট শহিদুল ইসলাম জানান, কেনা জমিতে বসতবাড়ি নির্মাণ করে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। ওই জমি দখলের জন্য প্রতিপক্ষের লোকজন আতর্কিতভাবে তার পরিবারের ওপর হামলা করে। এতে তার মা নিহত হন।

অভিযুক্ত হালিম মাস্টার বাড়িতে না থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

সোনাতলা থানার ওসি আব্দুল্লাহ আল মাসউদ চৌধুরী জানান, জমি নিয়ে বিরোধে মারামারি হয়েছে। এতে ২-৩ জন আহত হন। এদের মধ্যে এক বৃদ্ধা মারা গেছেন। তার লাশ মর্গে পাঠানো হয়েছে। 

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!