X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

২ হাজার ৮৪০ কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রা খুলনা কর অঞ্চলের

খুলনা প্রতিনিধি
১১ নভেম্বর ২০১৯, ১৮:৩৮আপডেট : ১১ নভেম্বর ২০১৯, ২১:২১

খুলনা কর অঞ্চলের কর্মকর্তাদের মতবিনিময় সভা খুলনায় আগামী ১৪ নভেম্বর থেকে সপ্তাহব্যাপী আয়কর মেলা শুরু হচ্ছে। ২০১৯-২০ অর্থবছরে কর আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ হাজার ৮৪০ কোটি ৯৭ লাখ টাকা। গত দুই বছর কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত না হওয়ায়, এবার আগে থেকেই বেশ তৎপর হয়ে উঠেছে খুলনা কর অঞ্চল। সোমবার (১১ নভেম্বর) খুলনা কর ভবনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

খুলনা অঞ্চলের কর কমিশনার প্রশান্ত কুমার রায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানান, ২০১৭-১৮ অর্থ বছরে কর আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ২ হাজার ১৩৫ কোটি টাকা, আদায় হয় এক হাজার ৮১৮ কোটি টাকা। প্রবৃদ্ধির হার ১৮.২৭ ভাগ। ২০১৮-১৯ অর্থ বছরের লক্ষ্যমাত্রা ছিল ২ হাজার ৫১১ কোটি টাকা, আদায় হয় ২ হাজার ৪০০ কোটি টাকা। প্রবৃদ্ধির হার ৩২.৪৫ ভাগ। ২০১৯-২০২০ অর্থ বছরে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ হাজার ৮৪০ কোটি ৯৭ লাখ টাকা। জুলাই থেকে অক্টোবর পর্যন্ত আদায় হয়েছে ৬২৯ কোটি টাকা। ২০১৮-১৯ অর্থ বছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত আদায় হয় ৫০৫ কোটি টাকা। চলতি অর্থবছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত আদায়ের প্রবৃদ্ধি ২৫.৫৫ ভাগ।

২০১৯-২০২০ অর্থবছরে কর আদায়ের লক্ষ্যমাত্রা এছাড়া ২০১৪-১৫ অর্থবছরের লক্ষ্যমাত্রা ছিল এক হাজার ১২০ কোটি টাকা,আদায় হয় ৯৩৭.২৮ কোটি টাকা। প্রবৃদ্ধির হার ২০.০৪ ভাগ। ২০১৫-১৬ অর্থবছরের লক্ষ্যমাত্রা ছিল এক ১৮২ কোটি টাকা, আদায় হয় এক হাজার ১৫৮.৪৮ কোটি টাকা। প্রবৃদ্ধির হার ২৩.৬০ ভাগ। ২০১৬-১৭ অর্থবছরের লক্ষ্যমাত্রা ছিল এক হাজার ৪৪০ কোটি টাকা,আদায় হয় ১৫৩২.৯৬ কোটি টাকা। প্রবৃদ্ধির হার ৩২.৩২ ভাগ।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, গত ১০ নভেম্বর পর্যন্ত খুলনা অঞ্চলে ৩ লাখ ৬৪ হাজার ৯৩৭টি টিআইএন খোলা হয়েছে। এর মধ্যে জুলাই থেকে ১০ নভেম্বর পর্যন্ত নতুন টিআইএন খোলা হয়েছে ৩৪ হাজার ৬৩০টি। এ বছরের জন্য নতুন ২৪ হাজার টিআইএন খোলার লক্ষ্যমাত্রা ছিল।
টিন নাম্বারের গ্রাফ সংবাদ সম্মেলনে আরও বলা হয়,জাতীয় পর্যায়ে ২০১০ সালে আয়কর মেলা শুরু হলেও খুলনা বিভাগে এ মেলা শুরু হয় ২০১১ সাল থেকে। ২০১৩ সালে খুলনায় মেলা থেকে ১৯ কোটি ৬৫ লাখ টাকা আহরিত হয়। ২০১৮ সালের কর মেলা থেকে আহরিত ছিল ৪২ কোটি ৮ লাক টাকা। অর্থাৎ ৫ বছরে মেলা থেকে কর আহরণের প্রবৃদ্ধি ১২১ ভাগ।

কর কমিশনার প্রশান্ত কুমার রায় বলেন,‘খুলনা কর অঞ্চলের আওতাধীন বিভাগের ১০ জেলার সেরা ৭৭ জন করদাতাকে সম্মাননা দেওয়া হবে। বিভাগের ১০ জেলা ও খুলনা সিটি করপোরেশন এলাকা নিয়ে খুলনা কর অঞ্চলের অধিক্ষেত্র। প্রতিটি জেলা থেকে ৭ জন করে ও সিটি করপোরেশন এলাকা থেকে ৭ জন নিয়ে সেরা করদাতা শনাক্ত করা হয়েছে। সেরা করদাতারা পুরস্কার হিসেবে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র পাবেন।’

তিনি বলেন, ‘সেরা করদাতা হিসেবে একজন নারী করাদাতা,একজন তরুণ করদাতা (বয়স চল্লিশের নিচে); দীর্ঘ সময় ধর আয়কর দেন এমন দুই জন এবং সর্বাচ্চ করদাতাদের মধ্য থেকে ৩ জন এ সম্মাননা পাবেন। এই ৭৭ জনের নামও ইতোমধ্যে গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। আগামী ১৩ নভেম্বর সকাল ১০টায় মহানগরীর সিটি ইন হাটোলে সংবর্ধনা অনুষ্ঠানের আয়াজন করা হয়েছে। খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক প্রধান অতিথি হিসেবে সেরা করদাতাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেবেন।’

সংবাদ সম্মলনে উপস্থিত ছিলেন খুলনা কর অঞ্চলের অতিরিক্ত কর কমিশনার অঞ্জন সাহা, যুগ্ম কর কমিশনার মঞ্জুর আলম,উপ-কর কমিশনার তারিক উদ্দিন আহমেদ,উপ-কর কমিশনার মো. শামসুজ্জামান ও উপ-কর কমিশনার মিজ দিলারা জামান।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একনেকে ১১পি প্রকল্প অনুমোদন
একনেকে ১১পি প্রকল্প অনুমোদন
ইউনেস্কোর ‘ট্রি অব পিস’ বিষয়ে যা বলছে ইউনূস সেন্টার
ইউনেস্কোর ‘ট্রি অব পিস’ বিষয়ে যা বলছে ইউনূস সেন্টার
বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ হস্তান্তর
বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ হস্তান্তর
এশিয়া প্যাসিফিক গ্রুপের সভায় সভাপতিত্ব করা ছিল অসাধারণ অভিজ্ঞতা: স্পিকার
এশিয়া প্যাসিফিক গ্রুপের সভায় সভাপতিত্ব করা ছিল অসাধারণ অভিজ্ঞতা: স্পিকার
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে